কুপন কোড শেয়ার হতে পারে নেট উপার্জনের একটি চমৎকার নিরাপদ উপায়

আমার পোস্টটি শুরু করার আগ প্রথমে টিউনার swapno এর জন্য দু:খ্য প্রকাশ করছি এবং সরি বলছি। এর আগের পোস্টে (অনলাইন অ্যাড মার্কেট প্লেস, সেল বাজার, ক্লিক বিডি এর মত ওয়েব সাইট তৈরি করুন) আমি ওয়ার্ড প্রেসের একটি প্রিমিয়াম থিম সকল টিউনারদের সাথে শেয়ার করেছিলাম। পোস্টি প্রকাশ হওয়ার পর তিনি প্রিমিয়াম থিম সম্পর্কে আপত্তি তোলেন; বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে দেখি এই থিমটি দিয়ে তিনি আগেই একটা অনলাইন অ্যাড মার্কেট প্লেস বানিয়ে রেখেছেন; এবং তিনি দাবি করেছেন, তিনি থিমটির লাইসেন্সধারী, কাজেই কেউ যদি থিমটি ফ্রি সরবরাহ করে তবে তিনি ক্ষতির স্বীকার হবেন। আমি তার ক্ষতির উদ্দেশে টিউনটি করিনি। এই থিমটি আমারও পছন্দের, আমার কাছে দীর্ঘ দিন সংগ্রহে ছিল। আর অনলাইন জগতে রেডিমেট, ফ্রি অথবা প্রিমিয়াম এর মধ্যে খুব একটা পার্থ্ক্য নাই। কেই কিনে ব্যবহার করে আর কেউ কেনাটা শেয়ার করে ব্যবহার করে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে, যেদিন বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আপনার কম্পিউটারের আপারেটিং সিস্টেমের লাইসেন্স ধারী সেদিন আমি বলব, বাপ কা ব্যাটা। তবে আমার পরামর্শ হচ্ছে আপনি যে থিমটা ব্যবহার করুন না কেন এমন কিছু পরিবর্তন করে ফেলুন যেন আপনার ওয়বেসাইটি ইউনিক হয়।

আমার পোস্টের এর প্রসঙ্গে ফিরে আসি। মাস কয়েক আগে আমার হোস্টিং এর জন্য চমৎকার একটি ওয়েবসাইট http://www.retailmenot.com এর সাথে পরিচয় হয়। এখানে লক্ষ্য করলাম বিভিন্ন হোস্টিং কোম্পানির কুপন কোড, যার সাহায্যে হোস্টিং এর প্রথম আথবা সারাজীবন বিলের ১০-৩০% কমিয়ে ফেলা যায়। অথাৎ আমার হোস্টিং বিল ১০০ ডলার আসলে এই কোডের সাহায্যে ৩০% কমিয়ে ৭০ ডলারের মধ্যে আনা যায়। মাঝে মাঝে বিশেষ দিবস, ব্লাক ফ্রাইডে তে এই রেট ৫০% পর্যন্ত আনা হয়। ওখান থেকে একটা কোড নিয়ে আমি আমার হোস্টং চার্জ ৩০% কমিয়ে নিলাম।

বিষয়টি আমাকে আলোড়িত করল। এবং আমি বুঝতে পারলাম এই কুপন কোড শেয়ার এর মধ্যে ভাল একটি ব্যবসা জড়িত।

আমাদের বাংলাদেশের ওয়েব বসরা কেবল পিটিসি (যা আমার কাছে ফাইজল্যামি) ছাড়িয়ে নতুন কিছু করার চেস্টা করছে। এর আগে ওয়েবসাইট বলতে মূলত ছিল ব্লগ, আটিকেল ভিত্তিক ওয়বেসাইট। আমার বিশ্বাস করতে কষ্ট হয়। একটা মানুষ সারাজীবন আর্টিকেল লিখে কিভাবে একটা ওয়বেসাইট চালাবে। আর সারাক্ষণ আর্টিকেল লিখলে ওয়েবসাইট মেইনটেন্স, মডিফাই করবে কখন?

কুপন কোড শেয়ার করে মূলত অ্যাফিল্যাটিং অ্যাকাউন্টধারীরা। ধরুন একটি হোস্টিং কোম্পানি হোস্ট গেটর তার প্রতিটা হোস্টি প্যাকেজ বিক্রির জন্য সর্বনিম্ন ৫০ ডলার পেমেন্ট করে। আপনি আপনার ওয়বেসাইটে হোস্ট গেটর এর ব্যানার বসিয়ে উপার্জন করতে পারেন। কোন ভিজিটর আপনার ব্যানার এ ক্লিক করে ওই কোম্পানি থেকে হেস্টিং নিল, আপনি ৫০ ডলার উপার্জন করলেন। এখানে খেয়াল করে দেখুন আপনি ৫০ ডলার উপার্জন করলেও ওই ভিজিটর কিন্তু পুরো ডলারই পেমেন্ট করছে; তার কোন লাভ হচ্ছে না। কাজেই ভিজিটর আপনার ব্যানার এর প্রতি আগ্রহ প্রকাশ করবে না। আপনি যদি ওই ভিজিটরকে একটি কুপন কোড ধরিয়ে দিয়ে বলতে পারেন, এই কোডে কেনাকাটা করলে ৩০% ডিসকাউন্ট পাওয়া যাবে তবে ভিজিটর আবশ্যই আগ্রহ প্রকাশ করবে।

খেয়াল রাখবেন আপনি যে হোস্টিং কোম্পানির কুপন কোড তৈরি করছেন ডিস্কাউন্টের পুরো ডলার কিন্তু আপনার অ্যাফিলেটিং অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। এ ক্ষেতে প্রতিবারে আপনার নিধারিত ডলার ৫০ এর কম পেলেও, ভিজিটর তার লাভের জন্য বারবার আপনার কোড ব্যবহার করবে। এবং সার্বিক ভাবে আপনার উপার্জন হবে। আর এ ধরনের প্রোগ্রাম শুধু হোস্টিং নয়। ই-কমার্স এর সব ক্ষেত্রই প্রযোজ্য।

আমার এ পোস্ট মূল উদ্দেশ্য শুধু কুপন কোড শেয়ার এর মাধ্যমে উপার্জক বিষয়ক আলোচনা করা না। এ ধরনের কুপন কোড শেয়ারে জন্য চমৎকার একটি থীম শেয়ার করা। থিমটি ওয়ার্ডপ্রেসের। এই থিমটি দিয়ে আপনারা চমৎকার একটি কুপন শেয়ারিং ওয়বেসাইট বানাতে পারবেন। যা দেখতে http://www.retailmenot.com এর মতো।

ডেমো দেখুন:

ডাউনলোড করুন:

আরো থিম ডাউনলোড করুন:

আমার পিটিসি ওয়বেসাইটে সবাইকে আমন্ত্রন। আশাকরি এই পিটিসি ওয়বেসাইট পিটিসি জগতের বদনাম কিছুটা হলেও ঘোচাতে পারবে। ওয়বেসাইটি এই মুহূর্তে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ফ্রি রেজিস্ট্রেশন গ্রহন করা হচ্ছে।

আমন্ত্রন:  

Level 3

আমি শাহনেওয়াজ রহমানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যেহুতু ফ্রি ট্রাই করে দেখতে ক্ষতি কি !!!!!!

http://www.retailmenot.com থেকে আমিও কুপন ব্যবহার করি। কিন্তু কুপন শেয়ার করার কিভাবে কুপন পাব সে বিষয়ে বিস্তারিত লেখলে উপকৃত হতাম।

আমার পোস্টের দু’ নম্বর ইমেজ খেয়াল করুন, সেখানে হোস্ট গেটর এর অ্যাফিলেটিং কন্টোল প্যানেলে কিভাবে কুপন কোড তৈরি করতে হয় তা দেখান হয়েছে। বা আপনি নিজেই হোস্ট গেটর এ অ্যাফিলেটিং অ্যাকাউন্ট খুলে চেষ্টা করতে পারেন। মোটামুটি সকল অ্যাফিলেটিং অ্যাকাউন্ট এ কুপন কোড তৈরি করার ব্যবস্থা থাকে।
ধন্যবাদ।

Level 2

thank you

Level 0

@ শাহনেওয়াজ রহমানী , ভাই অনলাইন অ্যাড মার্কেট প্লেস, সেল বাজার, ক্লিক বিডি এর মত ওয়েব সাইট তৈরি থিম গুলা আমাকে দিতেন খুব উপকার হত , আমি থিম গুলা মডিফাই করে সাইট বানাতাম , প্লিস ভাই থিম গুলা আমাকে ইমেল করেন [email protected]