সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
- কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
ফেসবুক
- ফেসবুক একটি বৈশ্বিক কমিউনিটি যেখানে মিলিয়নের বেশি লোক একে অপরের সাথে যোগাযোগ করে থাকেন। প্রতিটি ব্যক্তির নিজস্ব মতামত, আদর্শ এবং সাংস্কৃতিক মূল্যবোধ রয়েছে। এই বিস্তারের প্রতি খেয়াল রেখে, আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে বদ্ধ পরিকর, যেখানে সবাই মুক্তভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারবেন তাদের মতামত তুলে ধরতে পারবেন, সেই সাথে অন্যের মতামত বা অধিকারের প্রতিও সম্মানশীল হবেন।
- যখন লাখো মানুষ তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একসাথে আলোচনা করেন তখন মাঝেমাঝে আলোচনা আর প্রকাশনাগুলির ভেতরে বিতর্কিত বিষয় চলে আসতে পারে। আমাদের বিশ্বাস যে এ অনলাইন আলাপ-আলোচনা ঠিক যেন তাঁদের অফলাইন বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি, যেমনটি ঘটে থাকে তাঁদের নিজেদের বাড়িতে, কর্মক্ষেত্রে, ক্যাফে বা শ্রেণীকক্ষে।
- যেহেতু বন্ধু, পরিবার, সহকর্মী এবং সহপাঠিদের নিয়ে গড়ে ওঠা একটি বিশ্বস্ত কমিউনিটি হওয়ায় এটি বড় দাগে স্ব-নিয়ন্ত্রিত একটি মাধ্যম। যারা ফেসবুক ব্যবহার করেন তারা প্রশ্নসাপেক্ষ এবং আক্রমণাত্মক যেকোনো বিষয়বস্তুর ব্যাপারে অভিযোগ করতে পারেন। বৈশ্বিক কমিউনিটির চাহিদা ও আগ্রহের সাম্য ঘটাতে আমরা সবাইকে বিষয়বস্তু নির্বাচনের জন্য নিচের মানদণ্ডে প্রতি খেয়াল রাখার অনুরোধ জানাই:
ফেসবুক ব্যবহারের মানদণ্ডে খেয়াল করে নীতিমালা তৈরী করেছে,নিচে ধারা-গুলো দেখুন-
আশঙ্কা
- আমরা চাই আমাদের সদস্যরা নির্ভয়ে সাইটটি ব্যাবহার করুক। যেকোনো বিশ্বাসযোগ্য হুমকি সরিয়ে ফেলা হবে। উগ্র গোষ্ঠীর প্রতি যে কোনো সহায়তা আমরা সরিয়ে ফেলতে পারি।
নিজের ক্ষতিকর প্রচরণা
- ফেসবুক আত্ম-ক্ষতিকারক প্রচারণার অঙ্গন নয়। আর তাই আমরা দৃঢ়ভাবে আত্মহত্যা, কাটাকাটি, বাজে খাদ্যাভ্যাস, অথবা অবৈধ মাদক ব্যবহারের প্রচারণা অনুমোদ করিনা। আত্মহত্যার ঘোষণাকে আমরা বিশেষ গুরুত্বের সাথে নেই এবং আমরা প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি যখনই আমরা এ সম্পর্কে জানতে পারি।
ভীতি প্রদর্শন ও উত্ত্যক্তকরণ
- কমিউনিটি হিসেবে, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাভাজন থাকার প্রতি গুরুত্ব দিয়ে থাকি, আর উত্যক্ত করার অভিযোগকেও বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। কোন ব্যক্তি যদি অনবরত উত্যক্ত বা অবাঞ্ছিতভাবে বিরক্ত হয়ে থাকেন সে ব্যাপারেও আমরা উদ্যোগ নিয়ে থাকি। আমরা অর্থপূর্ণ নতুন নতুন নেটওয়ার্কে যুক্ত হবার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করি, কিন্তু মনে রাখবেন যাদের সাথে আপনার ব্যক্তিগত যোগাযোগ নেই বা যারা অপরিচিত তারা আপনাকে অবঞ্ছিত ভাবতে পারেন।
ঘৃণাব্যঞ্জক কথা
- ফেইসবুক কোন ঘৃণামূলক বক্তব্য সহ্য করে না। এখানে আলোচনা করার সময় পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন। যদিও আমরা বিভিন্ন ভাবনা, সংস্থা, অনুষ্ঠান আর অভ্যাস নিয়ে আলোচনাকে উৎসাহিত করি কিন্তু এটা আমাদের নীতিমালার মারাত্মক লঙ্ঘন যখন কাউকে তার জাতি, বর্ণ, জাতিগত উৎস, ধর্ম, লিঙ্গ, যৌন পরিচয়, প্রতিবন্ধিত্ব বা অসুস্থতা নিয়ে খাটো করে দেখা হয়।
গ্রাফিক সহিংষতা
- যদিও আমরা এমন একটি অঙ্গন যেখানে আপনি শেয়ার করবেন আপনার ঘটনাবহুল জীবনের চিত্র, আপনার জীবন এবং আপনার চারপাশের বিশ্বকে সবার কাছে তুলে ধরতে, কিন্তু সেক্ষেত্রে যদি আপনি অবাঞ্ছিত বা অযাচিত কোনো ছবি প্রকাশ করেন তা আমরা সরিয়ে দেবো। দু:খবিলাসী প্রদর্শন অথবা মানুষ বা পশুপাখির প্রতি বর্বরতা বা যৌন আক্রমণ বিষয়ক ছবি ইত্যাদি নিষিদ্ধ।
যৌনতা ও নগ্নতা
- আমাদের একটি সুস্পষ্ট 'কোনো নগ্নতা বা পর্ণোগ্রাফি নয়' নীতি বিদ্যমান। যেকোনো বিষয়বস্তু অযাচিতভাবে নগ্নতাপূর্ণ হয়ে থাকলে তা সরিয়ে দেয়া হবে। প্রশ্নসাপেক্ষ বিষয়বস্তু পোস্ট করার আগে স্মরণ রাখবেন এর ফলে আপনার এবং আপনার পারিপার্শ্বিকতায় কী প্রভাব ফেলবে।
চুরি, বর্বরতা বা প্রতারণা
- আমরা একটি উন্মুক্ত, যোগাযোগপূর্ণ এবং উন্নততর পরিবেশের বিশ্ব গড়ে তুলতে চাই। যেসব প্রতিষ্ঠান অন্যের ক্ষতি করে থাকে চুরি, বর্বরতা বা প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে তারা আমাদের শর্তাবলির লঙ্ঘন করে।
পরিচিতি ও গোপনীয়তা
- ফেসবুক এমন কমিউনিটি যেখানে সত্যিকারের মানুষেরা তাদের সত্যিকারের পরিচয়েই যোগাযোগ বা শেয়ার করে থাকে। আপনি সঠিকভাবে আপনাকে ফেসবুকে তুলে ধরার মাধ্যমে অন্যের বিশ্বস্ততা এবং নিরাপত্তাবোধ অর্জন করবেন। আরেকজনের ভান করে থাকা, একাধিক অ্যাকাউন্ট তৈরি করা, অথবা কোনো প্রতিষ্ঠানকে ভুলভাবে তুলে ধরা এই বিশ্বস্ততাকে নিম্নবর্তী করে আর তা আমাদের নীতিমালারও লঙ্ঘন। এছাড়াও অন্য কারো ব্যক্তিগত তথ্য প্রকাশ করার প্রবণতা থেকেও বিরত থাকুন।
মেধাসম্পদ
- কিছু শেয়ার করার পূর্বে দয়া করে নিশ্চিত হয়ে নিন যে আপনার তা শেয়ার করার অধিকার রয়েছে। আমরা আপনাকে কপিরাইট, ট্রেডমার্কস এবং অন্যান্য আইনানুগ অধিকারসমূহ সম্মান করতে বলি।
ফিশিং ও স্প্যাম
- আমরা আমাদের সদস্যদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি এবং তাদের গোপনীয়তা ও সুরক্ষা ব্যাহত করতে পারে এমন কর্মকাণ্ড রহিত করে থাকি। আপনাদের প্রতি আমাদের আরো অনুরোধ হচ্ছে কারো সম্মতি ছাড়া তাদের সাথে বাণিজ্যিক কাজে যোগাযোগের ব্যাপারে সংযত থাকুন।
অপব্যবহারের অভিযোগ
- আপনি যদি ফেইসবুকে এমন কিছু দেখেছেন বলে মনে করেন যা আমাদের শর্তাবলী ভঙ্গ করে, আমাদের অবহিত করতে পারেন। অনুগ্রহ করে মনে রাখবেন, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা উপাত্তের বিপক্ষে রিপোর্ট এটা সাইট থেকে মুছে ফেলার বিষয় নিশ্চিত করে না।
- যেহেতু আমাদের কমিউনিটি অনেক বিস্তৃত, তাই কোনোকিছু আপনার মতের বিপক্ষের হতে পারে বা আপনার জন্য বিরক্তিকর হতে পারে, যা হয়তো সরিয়ে ফেলা বা ব্লক করার উপযুক্ত নয়। একারণে, আমরা আপনাকে ব্যক্তিগত নিয়ন্ত্রণ দিয়ে থাকি আপনি কী দেখতে পাবেন তার উপর। যেমন আপনি হয়তো সেসব বিষয়বস্তুকে আড়াল করে দিতে পারেন বা নীরবে সেই সমস্ত ব্যক্তি বা পাতা বা অ্যাপ্লিকেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিতে পারেন যা আপনাকে আক্রান্ত করে।
- যেসব বিষয়বস্তু আমাদের শর্তাবলি লঙ্ঘন করে সেগুলো আমাদের সাইট থেকে সরিয়ে দেয়া হতে পারে, (কিছু ক্ষেত্রে) আইনানুগ বা অন্য প্রকারের ব্যবস্থাও নেয়া হতে পারে।
সূএ:ফেসবুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই প্রত্যাশা রেখে ।
“আল্লাহ হাফেজ”।
*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন ও হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....
Thanks