Yahoo mail কী তাদের দরজা আমাদের জন্য বন্ধ করে দিল?

আমার এক ছোট ভাই আজ আমাকে ইয়াহু তে একটা id খুলে দিতে বলল। আমি সগৌরবে id খুলতে গিয়ে যে জিনিসটি দেখে হতবাক হলাম টা হল: সেই চেনা ইন্টারফেস এর সব ই আছে। কিন্তু সিকিউরিটি কোয়েশ্চান এর পরিবর্তে মোবাইল নাম্বার চাচ্ছে। সেখানে ইন্ডিয়া, ভিয়েতনাম এর নাম থাকলেও আমাদের মাতৃভূমি বাংলাদেশের নাম নাই।

medinfo24.com

 

এই পোস্ট টি আমার একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তুলে ধরলাম। আমার সমস্যা মানে যে সবার সমস্যা এরকম ভাবার কোনও কারণ নেই।

সমাধান চাই।

Level 0

আমি Mahmudul Hasan Monnaf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a 5th year MBBS student at Rajshahi Medical College, ex-student of Mirzapur Cadet College. I love blogging though i haven't written so much. Actually i love these tech blogs, forums and now trying to develop http://medinfo24.com/ for my own.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

ki bolen aisob?

    yes brother. বিশ্বাস না হলে নতুন একটা id খুলে দেখতে পারেন।

Level 3

apnar post porar por try kore dekhe ami reply korechi……..

Level 0

acha ami sei 2009 theke try kortesi…kintu protibari bole sorry something went wrong. pls try latet.

আপনার আইপি বোধ হয় ইয়াহু এর পছন্দ হয় নি। তাই বারবার something went wrong দেখাচ্ছে।আর কত রঙ যে দেখবো।

মাত্র একটা খুলে দেখলাম।আপনার সমস্যা প্রথমেই ধরতে পেরেছিলাম।আপনি যে আইপি ব্যবহার করছেন সেটি সম্ভবত প্রক্সি আইপি এবং যুক্তরাষ্ট্রের।তাই প্রক্সি ধরতে পেরে ভেরিফাই করতে বলেছে। http://www.whatismyip.com তে গিয়ে আপনার আইপি চেক করুন সেটি কোন দেশ দেখাচ্ছে।

vai amar to hosse na. ip check korechhi. no proxy detected.@nishachorvi

ভাই ভাল করে না দেখে শুনে টিউন করবেন না প্লিজ , আপনার টিউন পরে অবাক হয়ে সাথে সাথে ২ টা আইডি বানালাম , ১ তা আমার নিজের আইপি দিয়ে আরেকটা প্রক্সি আইপি দিয়ে ।আইডি বানিয়ে কমেন্ট করলাম । আমার মনে হয় আপনার অন্য কোন সমস্যা আছে , হয়ত আপনার আইপি কোন কারনে ইয়াহু সার্ভার এ ব্যান লিস্টে পরেছে । তা না হলে শুধু আপনার এই সমস্যা হবে কেন ? আর কারো তো হচ্ছে না । টিউন করার আগে আপনার উচিৎ ছিল আরও কয়েকটা আইপি অথবা পিসি থেকে ভাল করে ব্যাপারটা বুঝে নেয়ার ।
কিছু মনে করবেন না আমি আসলে আপনাকে আঘাত করে কথাটা বলছিনা , সবাইকে বলছি কোন কিছু সম্পর্কে কাউকে ধারনা দেয়ার আগে নিজে আগে সে বিষয় টা ভাল করে বুঝে শুনে জেনে তার পরে করলে ভাল হয় । ধন্যবাদ ।

Comments are closed.