বাংলাদেশের সরকারী ছুটির জন্য ঘরের কোনায় আলাদা করে ক্যালেন্ডার টাঙ্গিয়ে রাখি সবাই! ডিজিটাল যুগে কি আর সেটা চলে? নেটে বাংলা ছুটি সম্বলিত ক্যালেন্ডার না পেয়ে শেষ-মেস নিজেই বানাতে বসে গেলাম! 😀
গুগল ক্যালেন্ডারে বানিয়েছি, অনলাইণ অফলাইন দুটো ভার্সনই দিয়ে দিচ্ছি, যার সেটা লাগে নিয়ে নিন!
যারা গুগল ক্যালেন্ডার ব্যবহার করেন, তারা বিনা ঝামেলায় এখানে গিয়ে
এ ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন!
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধামাকা টিউন মাস্টার ভাই! খুব কাজের জিনিষ বানিয়েছেন! মোবাইলে সরকারী ছুটির ক্যালেন্ডার, জোস! কাজের এবং দরকারী!