“বাংলাদেশে এই প্রথম এক সাইটে সব গুলো রেডিও স্টেশন,কোন লিঙ্ক নয়”(আপডেট)

অক্লান্ত পরিশ্রম এর পর  সম্পন্ন করলাম আমার নতুন ওয়েবসাইট।এটি মূলত একটি রেডিও ডিরেক্টরি সাইট শুধু অনলাইনে বাংলা রেডিও শোনার জন্য।আমি এখানে কোন লিঙ্ক ব্যবহার করি নাই যাতে আপনারা বোকা হোন।এতে আপনারা পছন্দের রেডিও শুনুতে পারবেন।আবার ভালো না লাগলে অন্য গুলোও শুনতে পারবেন।আপনাকে অন্য কোন সাইটে যেতে হবে না।বিস্তারিত কিছুই বললাম না।নিজেই ঘুরে আসুন আর কমান্ট করুন।ভালো খারাপ সব কমান্ট করতে পারেন।কোন অসুবিধা হলে তাও জানাবেন।কারন এতে আমার সাইট আপগ্রেড করতে সুবিধে হবে।

বর্তমানে বাংলাদেশের ১৮টি স্টেশন আছে।এর মধ্য দুটি fm স্টেশন রয়েছে।খুব শীঘ্রই অন্যগুলো পাওয়া যাবে।

ওয়েবসাইটঃ http://www.radiolink.net.tc

টিউন পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইটটা খুবই ভাল হয়েছে ।ব্যক্তিগতভাবে আমার খুবই ভাল লেগেছে

    Level 0

    ধন্যবাদ মামুন ভাই।আপনাদের ভালো লাগাই আমার স্বার্থকতা।

    সবগুলো রেডিও নন্সটপ ভাবে শুনতে পেরে ভাল লাগছে (রেডিওফুর্তি শুনতে পারি নাই, মনে হয় ফুর্তির সার্ভারে সমস্যা)।বেশি ভাল লাগল রেডিও গুনগুন। আপনার সাইট খুবই ভাল হয়েছে। 🙂
    thumbs up

ভাই চমৎকার একটা সাইট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

রেডিও শুনার জন্য আপনাকে ধন্যবাদ

    Level 0

    ধন্যবাদ

Level 0

ভাই আনেক ভালো লাগলো খুব সুন্দর হইছে আপনার সাইটটা , আপনাকে ধন্যবাদ

Level 0

রাহাত ভাই ভাল লাগল চালিয়ে য়ান
Thanks……

Level 0

@ভোরের স্বপ্ন,
রেডিও ফুর্তির সার্ভারে সমস্যা করছে।তাই হয়তো শুনতে পারেননি।আশা করি ঠিক হয়ে যাবে।আর আগামী দু’এক দিনের মধ্য বিবিসি বাংলা সহ আরো কয়েকটি বাংলা স্টেশন পাবেন ইনশাল্লাহ।

রাহাত ভাই ,
online Radio যখন চলতে থাকবে
তখন আমার PC তে কিভাবে তাহা রেকর্ড করে রাখতে পারবো ?

    Level 0

    টপটিউনার ফয়সাল ভাই অনলাইনে গান রেকর্ড সফটওয়্যার নিয়ে একটি টিউন করেছিল।আপনি দেখতে পারেন।

‘Rahat’ ভাই সাইটটা দারুন হয়েছে। আশা করি খুব শীঘ্রই সাইটটি আরও আপডেট করবেন।
Really a great Job!……….Thanks.

    Level 0

    আপডেট করার জন্য এবং নতুন স্টেশন দেবার জন্য কাজ চলছে।আশা করছি খুব শীঘ্রই আপডেট পাবেন।

ধন্যবাদ। আপনার সাইটটি ভাল লাগল

আমি রেডিও শুনি এখান থেকে

http://forum.obosor.com/radio.php

Level 0

রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ নতুন আরেকটি সাইটের সন্ধান দেয়ার জন্য।

রাহাত ভাই আপনাকে ও ধন্যবাদ, সুন্দর একটি কাজ করার জন্য। রাহাত ভাই আরেকটি কথা আপনি কী রাসেল ভাইয়ের লিংকে ক্লিক করে দেখে কমেন্ট করেছেন। আমারতো মনে হয়ে ক্লিক না করেই মন্তব্য করছেন। আপনার সাইটের চেয়ে রাসেল ভাইয়ের দেয়া লিংক সাইটে অনেক বেশি রেডিও চ্যানেল। আমার মনে হয় আপনার খারাপ লেগেছে রাসেল ভাই এই লিংকটা দেয়ার জন্য। আপনার দাবি সত্য নয় আপনার সাইট প্রথম নয়। রাসেল ভাইয়ের দেয়া সাইটটাই আমার কাছে মনে হলো প্রথম।

    Level 0

    আপনি বোধহয় আমার কথায় দুঃখ পেয়েছেন।পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থনা করছি।তবে আমি গুগলে সার্চ করে এরকম ওয়েবসাইট পাইনি।
    ভুল হলে বা আমার কথায় কস্ট পেলে ক্ষমা করবেন।তবে আপনার কথায় আমি কস্ট পেয়েছি।কারন আমি নিজের জন্য করিনি।শুধু ভালো কিছু দিতে চেস্টা করেছি।
    ধন্যবাদ মন্তব্য করার জন্য।

    রাসেল ভাইর কাছে আমি ক্ষমা চাচ্ছি।আমার ব্রাউজারে হয়ত সমস্যা ছিল।তাই কাজ করেনি।

    Level 0

    রাহাত ভাই, আপনার কমেন্ট টা মুছে দেয়া উচিত হয়নি। যাই হোক গুগলে কী দিয়ে খুজ করছেন আমি জানিনা, আমার কথায় কষ্ঠ পেয়েছেন জেনে খারাপ লাগলো। আমি আমার মন্তব্যে বলিনি আপনি আপনার জন্য করেছেন। আমি মন্তব্যের প্রথমেই আপনার কাজের প্রশংসা করেছি। পরে আপনার ভুল গুলো তুলে ধরেছি, আর কিছু বলিনি। আর ভাই আমি গুছিয়ে লিখতে পারি না, শব্দ চয়নে আমার সমস্যা আছে তাই হয়ত আমার লেখায় আপনি কষ্ট পেয়েছেন।

আপনার ইমেইল ঠিকানা দিন।আথবা ইমেইল করন [email protected]

Level 0

সাইট আপডেট করা হয়েছে।এখন ১৮টি স্টেশন পাওয়া যাবে।

রাহাত ভাই,
টপটিউনার ফয়সাল ভাইয়ের অনলাইনে গান রেকর্ড সফটওয়্যার টিউনটি খুজে পেলাম না।
অনলাইনে গান রেকর্ড সফটওয়্যার পেলে একটা লিংক দিলে উপকৃত হবো ।
—————————————————————
Can anyone help me about this?

online Radio শুনতে অন্যান্য ব্রাউজিং অপেক্ষা বেশি খরচ হয় কি ?

রাহাত ভাই,
“টপটিউনার ফয়সাল ভাই অনলাইনে গান রেকর্ড সফটওয়্যার নিয়ে একটি টিউন করেছিল।আপনি দেখতে পারেন।”
অনলাইনে গান রেকর্ড সফটওয়্যার নিয়ে লিখেছিলেন Microqartar ভাই ।
“অনলাইনের রেডিও পিসিতে রেকডিং করুন”
যার লিংক হলো

https://www.techtunes.io/featured/tune-id/1415/

Thanks Everybody.

    Level 0

    আমিন ভাই,আমি সত্যি আপনার কাছে ক্ষমা চাচ্ছি।আসলে আমি লেখাটি সম্ভবত ফয়সাল ভাই এর নিজস্ব সাইট থেকে পড়েছিলাম।তাই ভেবেছিলাম উনিই এই টিউন করেছেন।আপনাকে কস্ট দেয়ার জন্য আমি দুঃখিত।

যাইহোক শেষ পর্যন্ত কাজটি উদ্ধার করা গেল ।
রাহাত ভাই, আপনার মাধ্যমেই কিন্তু তা সম্ভব হয়েছে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

sob radio link paben ai site http://www.worldradiolive.blogspot.com

আমার লিংকে আরো ওনেক রেডিও আছে দেখতে পারেন। http://www.abohomanbangla.com/radio/index.htm তা ছাড়া এটা আমার একটা ২৪/৭ ঘন্টা লাইভ রেডিও ষ্টেশন শুনতে পারেন। http://www.radiomainamati.com/