শেয়ার ব্যবসায় যারা সক্রিয় ভাবে জড়িত তারা ভালো ভাবেই জানেন প্রতিদিনের শেয়ার মূল্য তালিকা ডিএসই (http://dsebd.org/latest_share_price_scroll_l.php) ওয়েবসাইটে পাওয়া যায়। ডিএসইতে ট্রেড চলাকালীন সময়ে এ সাইটে প্রতিদিনের তাৎক্ষনিক মূল্য তালিকা আর ট্রেড শেষ হলে মূল্যের সর্বশেষ অবস্থা দেখা যায়।
তাতক্ষণিক ডিএসই এর আপডেট জানাতে অনেকে তাদের ওয়েবসাইটে ডিএসই-এর স্কল ব্যবহার করেন। আবার অনেকে তাদের ওয়েবসাইটে এই স্কল ব্যবহার করার জন্য হন্যে হয়ে খুজেন এবং ব্যর্থ হন। যারা ডিএসই-এর লাইভ স্ক্রল খুজছেন তারা খুব সহজেই এই লিংকটাকে ব্যবহার করতে পারেন। http://bdnews21.com/DsE.php বেশিরভাগ ডিএসই- এর স্ক্রলের সাথে কোম্পানির বিস্তারিত দেখার সুযোগ থাকে না। কিন্তু এখানে অতিরিক্ত সুবিধা যেটা রয়েছে তা হলো- স্ক্রলের প্রতিটি কোম্পানির নামে সাথে বিস্তারিত দেখার ব্যবস্থ।
আপনি খুব সহজের আইফ্রেম ব্যবহার করে এই স্কলটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।
উদাহরণ :
<iframe name="I1" src="http://bdnews21.com/DsE.php" scrolling="no" border="0" frameborder="0"></iframe>
আমি আত্মভোলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বস ঠিক আছে বাট……খালি প্রাইজবারটা যায়…এটা কি সিএসই না ডিএসই ওই লেখাটা থাকতে হবে তো…..ধন্যবাদ