ক্লিকের ধুম, পিটিসি সাইটে আয় রোজগার দিয়ে যারা সফল হচ্ছেন……….

আসসালামু আলাইকুম। আমি শুধু টেকটিউনের একজন দর্শক হয়েই আজ অবধি সময় পার করেছি। মন্তব্য করেছি কোন কোন লেখার উপর তার জবাব পেয়েছি অনেক সময় ভালভাবে অথবা মন্দভাবে। আজ আমি কিছু মনের কথা বলতে টিউনার বনে গেলাম। মন্তব্য করা যতটা সহজ তার তুলনায় টিউনকরা অনেক গুন কঠিন তা লিখতে বসে বুঝলাম। যাইহোক আজুইরা প্যাচাল বাদ...

পিটিসি দিয়ে আয় করে সবাই আমরা ধুম ফেলে দিচ্ছি। কেউ টিউনকরে তার মাঝে একটা রেফারেল এ্যাড করেদেয় যদি একখান রেফারেল লাইগা যায়। কিন্তু আমার অনেক জনের সামনে বসে দেখা এসমস্ত রেফারেল বাদদিয়ে মুল ডোমেইন ব্যবহার করেই সাইন আপ করে থাকে অনেক ইউজার আবার আমরা যারা একটু কাচা তারা করি কি রেফারেল দিতে গিয়ে সুধু ডোমেইন দিয়ে বসে থাকি ফলাফল যা হবার তাই। প্রকৃত (ভূযা বাদ) পিটিসি সাইট থেকে যে আয় হয় তার পরিমাণ দেখে আর মাউসে হাত পড়তে চায় না তবু বাম বটন ক্লিক করে করে করে মনে হয় এই বুঝি এক ডলার জমলো না আরো কিছু দিন লাগবে কি যে করি চোক ব্যাথা হয়ে গেল তাকিয়ে থাকতে থাকতে। লেগেযাই রেফারেল তৈরী করার জন্য। যদিও আমি রেফারেল তৈরীতে খুবই কম দক্ষ তবু যারা বিভিন্ন ভাগে চেষ্টা করেন তা দেখে মাঝে মধ্যে উতসাহ বোধ করি বটে তবে হয়ে ওঠেনা অমন কাজ করা আচ্ছা বাবা ও কাজ আমার জন্য নয় তা আমি ধরেই নিয়েছি।

অনেকে ওয়েব সাইটে SEO র‌্যাংক বাড়ানোর জন্য রেজাল্টের সিজনের অপেক্ষায় থাকে কখন ট্যাগ, মেটা ট্যাগ এর কিওয়ার্ড গুলিতে ফাকি দিয়ে ওর ওয়েব সাইট ভিজিট করানো যায়। বিশ্বাস করুন আমি অনেক ক্যাফেতে বসে অসভ্য ভাষায় গালি দিতে শুনেছি কয়েক ডজন মানুষকে SEO র‌্যাংক বাড়ানোর এহেন অভিনব টেকনিক ব্যবহার করার জন্য। আমাদের প্রয়োজন অর্থের নাকি অর্থের প্রয়োজন আমাদের খুব কনফিউজিং তবু বিরামহীন জীবনের দৈড়ে বুঝতে চেষ্টা করেছি।

কাজের কথায় আসি চারি দিকে শুধু ক্লিকের ধুম... এই তোর কত ডলার হইছে? কিছু দিস কিন্তু বস আর দুইটা রেফারেল তাইলে মামা কেল্লাফতে ... আমারে আর পায় কে? দেহায় দিমু ট্যাকা কারে কয়। মামা খালি ডলার একটা হইলেই ৭০ টাকা (আমি জানি না কোন দেশি ডলার এটি)

আমার এক ছেট ভাই সে দেখি ঘুমের মধ্যেও ক্লিক মারে। আমি জিগাই ঝন্টু কিরে তোর ক্লিক কেমন চলছে চোক লাল ডলে আর কয় ভাই খেলা বাধাই ছি বন্দুরা সবাই মিলা প্রতি রাতে হাস দিয়া পিক নিক করি। আর ক্লিক মারি। তো কয় মাস হলো... যত গুলি টাকা দিয়া ডলার কিনলি সব পাইছিস তো? ও কয় এই ৩ মাস দশ দিন হইলতো। জাহিদ, সুলতান কুদ্দুস, মফিস হগলেরে ডুকাইছি। মফিজ খালি ঝিমায় অর ক্লিক আমি মারি। সর্বনাস বাড়ির আর কারে বাদ দিছস সব টাকা ডলারে! হ ভাই দুইডা গাছ, আম্মার গয়না, একটা গুরু , দশটা হাস, ৫টা মুরগী সব ব্যইচা কিছু ট্যাহা কম পড়ছে তাই এনজিও থ্যাক্যা ধার লাইছি। আমি জিগাই এত টাকা দিলি কারে, ও কয় আপ লাইনে লইছে? ওর বাড়ি কই? কয় মোবাইলে কইল কুরিয়ারে টাকা দিতে ঢাকা থাকে আমার একাউন্টে ডলার আইছ তো ভাই তোর ডলার ব্যাংকে গেলে কয় ট্যাহা দেয়? কয় একটাও না..হুদা আপলাইনে লয়।

এখনো সময় আছে একটু ভাবেন আপনার টাকা কই যায়? কোন দেশে ডলারের দাম ৭০ টাকা? আপনার মুল্যবান ৩ মাস দশদিনের বেতন ৭০০০ টাকা? তার পিছনে খরচ করলেন কত? আপনার এই আয়ে ভ্যাট ও রাজষ্ব সরকার পেল কিনা? কম্পানী এদেশের অর্থনীতিতে আদৌ কোন ভুমিকা রাখে কিনা? তারা এদেশে টাকাটা বিনিয়গ করে কিনা?

আর অভিভাবকদের বলব (৮-১১ শ্রেনীতে অধ্যায়নরত সন্তানের )নিরুতসাহিত করুন আপনার সন্তানের ভবিষ্যত নষ্ট হতে বসেছে পড়া শুনা বাদ দিয়া খালি ক্লিক গুনে আর ডাউন লাইন খুজে। আমি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছোট করার জন্য এই টিউন করিনি।

আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা এর থেকে লাভবান হচ্ছেন তাদের প্রতি শুভকামনা রইল। যারা ভাল অর্থনীতি বুঝেন অনুগ্রহ পূর্বক আমার এই টিউনে পারলে মন্তব্য কলমে উত্তর দিবেন এই টাকাগুলি আমাদের দেশথেকে কোথায় যাচ্ছে? কারা নিচ্ছে বিনিময়ে আমাদের কি দিচেছ? আর কত আমরা দেশের সর্বনাস হতে দেখে চুপ থাকব নোংরা রাজনীতির কারনে। কেউ কি এমন নাই, যে দেশের এহেন পরিস্থিতিতে অন্তত খোজ নেবে এরা কারা? কোথায় যাচ্ছে এদেশের টাকা গুলি। আর কত ???????????????

Level 0

আমি মনির শিকদার। Programmer, Rabeya Jute Mills, Chapainawabganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am working as a programmer at Rabeya Jute Mills, Chapainawabganj, Bangladesh. Expert in Visual Basic, HTML, PHP, MySql, Wordpress, SEO, Webdesign, Web development, Basic Computer Troubleshooting, Database maintenance, Photoshop etc. Interested to help others.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আবার এম এল এম !!! উফ, জীবনটা গেল রে ভাই এই সব ডানহাত-বামহাত শুনতে শুনতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তথ্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাল থাকবেন।

thanks… Vi ai dolancer, skylancer a sober birodde ki kisu kora jaina?????

আমিও আপনার মতো কখনও টিউন করিনি এমন কি মন্তব্য করি নি। আপনার লেখা পড়ে মন্তব্য না করে পারছি না , আসলে কেউ কি হাতে টাকা পেয়েছেন এই প্রশ্ন আমার মাঝে সব সময় খুরে।কেউ পেয়ে থাকলে প্রমান দিন।

    Level 2

    @জুয়েল ফুজি: জুয়েল ভাই আমি নিজে ৭০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলেছিলাম এবং আমি (click+MLM)
    করে ১৫০০০/- টাকা ইনকাম করেছি আমি তার বড় প্রমান এবং টাকা পাইছি খুব সহজে আর দয়া করে না জেনে কিছু বলবেন না

আব্দুল মালেক ও মাসুম রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার টিউনে মন্তব্য করার জন্য। আমি নাম ধরে কোন কোম্পানীর বিরুদ্ধে বলতে চাইনি। আমি বা আপনাদের মত সবাই যখন এর ক্ষতিকর দিকগুলি বুঝতে পারব তখনই হয়ত নিস্তার পাব। ডান হাত বামহাতকে অবশ্য আমি দোষ দেইনা কারন আমরা যা কিছু করি তাতে একটু লাভ আমাদের আসলে ক্ষতি কি বলুন, শুধু নীতির যায়গায় আপোষ না করে দেশের ক্ষতি না করে অন্যের ক্ষতি না করে যদি লাভ পাওয়া যায় চালিয়ে যেতে পারেন।

জুয়েল ভাই … আপলাইনে দেয়!!!! বলেন কি ডলারের যা চাহিদা তাতে থাকলে তো ব্যাংকে জাবেন। তরপরে আবার প্রতি ডলারে ১৪ টাকা কমিশন ভাবতে পারেন। যেখানে ৫ টাকার জন্য (আমার জানা তথ্য অনুযায়ী) একজন মানুষকে হত্যা করা হয়। সেখানে এক ডলারে ১৪ টাকা কম লাগে কে ব্যাংকে ডলার কিনবে ভাই.। বিদেশ যারা যাবেন যদি প্রয়োজন পড়ে ডলারের একবার ব্যাংক থেকে ডলার ইনডোজ করে দেখতে পারেন কতটা ঝামেলা পোহাতে হয় বাংলাদেশে ডলার কিনতে। আর এখানে তো মাগনা পাইতেছি তাই না…

Level 0

vai asol kothai asa jak, kaho paisen kina or ata vua kina amar o janta essa kora parla janan

Level 0

টিউনারকে ধন্যবাদ এরকম একটি টিউন করার জন্য। এইসব ধান্ধাবাজী ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতারনার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নেয়া এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা পাচার করা। আমাদের সবারই এসব বিষয়ে সতর্ক হয়ে এদের থেকে দূরে থাকা উচিৎ।

বাস্তবই এর উত্তর যদি পেতে চান তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজন বোধ করলে বাস্তবেই আপনার মধ্যমেই আমি টাকা পাওয়ার বিষয়টি প্রমাণ করবো,এতে কোন সন্দেহ নাই, তবে আপনার যে কোন বেসরকারি ব্যাংক যেমন, ডাচ-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক ইত্যাদি ব্যাংকে এক্যাউন্ট থাকতে হবে সরকারি হলেও হবে তবে, বেসকারি হলে বেশি ভাল হয়। কারন আমি যে ptc সাইটে কাজ করি তাতে যে কোন বেসরকারি ব্যাংকে আপনি টাকা উঠাতে পারবেন ১০০%। প্রয়োজনে আমাকে মেল করতে পারেন। [email protected]

Level 2

মনির ভাই PTC সাইট থেকে কত বেকার পুলাপাইন click করে টাকা কামাই করছে তা আপনি মনে হয় বেমালুম ভুলে গেছেন আমারা কেও ইতিবাচক ভাবতে পারি না Negative চিন্তা করি যাইহোক মনির ভাই
কিছু গরিব পুলাপান কিছু টাকা কামাই করছে তা আপনার ভাল লাগছে না please ভাই সব কিছু না জেনে
Comment কইরেন না plz.

    dcnipu vai, I don’t know how you realize that I am thingking negative. Even I would like to join PTC (real) team. I am ever considaring the real fact. So many people like you (even you may include my relatives who have lots of opertunity to work with PTC) working all over Bangladesh. I know some of the member (Gold, Silver, Dimond etc….) got huge money. But please try to understant my point what I mention in the tune. I never wanted to restict you to work with PTC. I just want to point out some technical and machanical financial terms which may not good for us as well as our Country. In short you pay $100 to whom? Does he/she provide any diposit sleep? Heve there any tax or Vat? Did you pay any income tax? Does your company located in Bangladesh where you may complain if you found any difficulties? Last question you pay for what? Answer- may be membership. Not for any shorts of training, skill development, foundamental analysis, technical analysis. You the people who just pay $100 they certified you have the ability to work. What is the theam of PTC. Could you please explain to me. We are very unlucky the people who are our leader, rules and regulator they ever look after this what is happening here? ভাই আমি কিন্তু আপনাদের স্বাগত জানাতে ভুলিনাই এবং চালিয়ে যেতে বলেছি। তবে ছোট বেলায় একটা চালাকের গল্প শুনেছিলাম…।সংক্ষেপে .ছেলে তার বাবাকে দেখছে বাজারে কিছু লোক বিনা কারনে পিটাচ্ছে, ও বাড়িতে দৈড় মেরে চলে এসে মায়ের কাছে বসে পার্বনের পিঠা ক্ষেতে ক্ষেতে বলছে আমি বেচে গেছি মা বাবা যা ব্যাদান খাচ্ছে না..তুমি ভাবতেও পারবেনা। বাবার মাথা ফাটে রক্ত পড়ছে দেখে যা হাসি পাচ্ছিল না।” ভুলে যাবেন না Speakasiaonline কম টাকা লুটে নেয় নাই। সৌভাগ্যত আপনি বোধ হয় বেচে গেছেন কারন আপনার টাকা উঠে গেছে ….. হা হা হা…. চালিয়ে যান… ভাল থাকবেন।

একটা কথাই বলব।পিটিসি কোন ভাল জিনিস না। তারপর রয়েছে এমএলএম।আমার দুই চোখের বিশ।:D

আমাদের বাঙ্গালীর সভাব একটাই।কিভাবে সহজভাবে টাকা কামানোর ধান্ধা।কস্ট করতে আমরা রাজি না। আমি নিজেও বাঙ্গালী।আর আমাদের খারাপ দিক দিয়ে আমি খুব খুশি না।

আমার মত একজন ব্যক্তির একটা টিউনে এতটা পাঠক পাব ভাবিনাই। আমি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছোট করার জন্য এই টিউন করিনাই। দয়া করে আমার কোন কথা বা শব্দে যদি কেউ কষ্ট পেয়ে থাকবেন অনুগ্রহ পূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো এ ভাবেই কথা বলি… সবাই আন্তরিক অভিনন্দন সময় দেবার জন্য।

monirsikder @ কে কি বলছে আপ্নের এত কিছু খেয়াল করার দরকার নাই। আপ্নি যাই বলছেন ঠিক বলছেন। ১ টা কথাও ভুল না। ৮-১১ শ্রেনীতে অধ্যায়নরত সন্তানরা কেন পড়ালেখা বাদ দিয়া ক্লিকের পেছনে ছুটবে?
কম্পিউটার সায়েন্সের একজন ছেলে কেন প্রোগ্রামিং বাদ দিয়ে ক্লিক করা শুরু করবে? ৪ বছর পর পাশ করার পর প্রোগ্রামিং না পারলে কোন জায়গায় চাকরি পাবে?

আর ক্লিক করে যে ভালই টাকা ইনকাম করছে এটা সত্য। অনেকে আছে ৭০০০ টাকা ইনভেস্ট করে ২০-৩০ হাজার টাকা পেয়েছে। কিন্তু সেমিষ্টার পরীক্ষা সে রেজাল্ট খারাপ করেছে। এখন লাভটা কার হল?