আসসালামু আলাইকুম। আমি শুধু টেকটিউনের একজন দর্শক হয়েই আজ অবধি সময় পার করেছি। মন্তব্য করেছি কোন কোন লেখার উপর তার জবাব পেয়েছি অনেক সময় ভালভাবে অথবা মন্দভাবে। আজ আমি কিছু মনের কথা বলতে টিউনার বনে গেলাম। মন্তব্য করা যতটা সহজ তার তুলনায় টিউনকরা অনেক গুন কঠিন তা লিখতে বসে বুঝলাম। যাইহোক আজুইরা প্যাচাল বাদ...
পিটিসি দিয়ে আয় করে সবাই আমরা ধুম ফেলে দিচ্ছি। কেউ টিউনকরে তার মাঝে একটা রেফারেল এ্যাড করেদেয় যদি একখান রেফারেল লাইগা যায়। কিন্তু আমার অনেক জনের সামনে বসে দেখা এসমস্ত রেফারেল বাদদিয়ে মুল ডোমেইন ব্যবহার করেই সাইন আপ করে থাকে অনেক ইউজার আবার আমরা যারা একটু কাচা তারা করি কি রেফারেল দিতে গিয়ে সুধু ডোমেইন দিয়ে বসে থাকি ফলাফল যা হবার তাই। প্রকৃত (ভূযা বাদ) পিটিসি সাইট থেকে যে আয় হয় তার পরিমাণ দেখে আর মাউসে হাত পড়তে চায় না তবু বাম বটন ক্লিক করে করে করে মনে হয় এই বুঝি এক ডলার জমলো না আরো কিছু দিন লাগবে কি যে করি চোক ব্যাথা হয়ে গেল তাকিয়ে থাকতে থাকতে। লেগেযাই রেফারেল তৈরী করার জন্য। যদিও আমি রেফারেল তৈরীতে খুবই কম দক্ষ তবু যারা বিভিন্ন ভাগে চেষ্টা করেন তা দেখে মাঝে মধ্যে উতসাহ বোধ করি বটে তবে হয়ে ওঠেনা অমন কাজ করা আচ্ছা বাবা ও কাজ আমার জন্য নয় তা আমি ধরেই নিয়েছি।
অনেকে ওয়েব সাইটে SEO র্যাংক বাড়ানোর জন্য রেজাল্টের সিজনের অপেক্ষায় থাকে কখন ট্যাগ, মেটা ট্যাগ এর কিওয়ার্ড গুলিতে ফাকি দিয়ে ওর ওয়েব সাইট ভিজিট করানো যায়। বিশ্বাস করুন আমি অনেক ক্যাফেতে বসে অসভ্য ভাষায় গালি দিতে শুনেছি কয়েক ডজন মানুষকে SEO র্যাংক বাড়ানোর এহেন অভিনব টেকনিক ব্যবহার করার জন্য। আমাদের প্রয়োজন অর্থের নাকি অর্থের প্রয়োজন আমাদের খুব কনফিউজিং তবু বিরামহীন জীবনের দৈড়ে বুঝতে চেষ্টা করেছি।
কাজের কথায় আসি চারি দিকে শুধু ক্লিকের ধুম... এই তোর কত ডলার হইছে? কিছু দিস কিন্তু বস আর দুইটা রেফারেল তাইলে মামা কেল্লাফতে ... আমারে আর পায় কে? দেহায় দিমু ট্যাকা কারে কয়। মামা খালি ডলার একটা হইলেই ৭০ টাকা (আমি জানি না কোন দেশি ডলার এটি)
আমার এক ছেট ভাই সে দেখি ঘুমের মধ্যেও ক্লিক মারে। আমি জিগাই ঝন্টু কিরে তোর ক্লিক কেমন চলছে চোক লাল ডলে আর কয় ভাই খেলা বাধাই ছি বন্দুরা সবাই মিলা প্রতি রাতে হাস দিয়া পিক নিক করি। আর ক্লিক মারি। তো কয় মাস হলো... যত গুলি টাকা দিয়া ডলার কিনলি সব পাইছিস তো? ও কয় এই ৩ মাস দশ দিন হইলতো। জাহিদ, সুলতান কুদ্দুস, মফিস হগলেরে ডুকাইছি। মফিজ খালি ঝিমায় অর ক্লিক আমি মারি। সর্বনাস বাড়ির আর কারে বাদ দিছস সব টাকা ডলারে! হ ভাই দুইডা গাছ, আম্মার গয়না, একটা গুরু , দশটা হাস, ৫টা মুরগী সব ব্যইচা কিছু ট্যাহা কম পড়ছে তাই এনজিও থ্যাক্যা ধার লাইছি। আমি জিগাই এত টাকা দিলি কারে, ও কয় আপ লাইনে লইছে? ওর বাড়ি কই? কয় মোবাইলে কইল কুরিয়ারে টাকা দিতে ঢাকা থাকে আমার একাউন্টে ডলার আইছ তো ভাই তোর ডলার ব্যাংকে গেলে কয় ট্যাহা দেয়? কয় একটাও না..হুদা আপলাইনে লয়।
এখনো সময় আছে একটু ভাবেন আপনার টাকা কই যায়? কোন দেশে ডলারের দাম ৭০ টাকা? আপনার মুল্যবান ৩ মাস দশদিনের বেতন ৭০০০ টাকা? তার পিছনে খরচ করলেন কত? আপনার এই আয়ে ভ্যাট ও রাজষ্ব সরকার পেল কিনা? কম্পানী এদেশের অর্থনীতিতে আদৌ কোন ভুমিকা রাখে কিনা? তারা এদেশে টাকাটা বিনিয়গ করে কিনা?
আর অভিভাবকদের বলব (৮-১১ শ্রেনীতে অধ্যায়নরত সন্তানের )নিরুতসাহিত করুন আপনার সন্তানের ভবিষ্যত নষ্ট হতে বসেছে পড়া শুনা বাদ দিয়া খালি ক্লিক গুনে আর ডাউন লাইন খুজে। আমি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছোট করার জন্য এই টিউন করিনি।
আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা এর থেকে লাভবান হচ্ছেন তাদের প্রতি শুভকামনা রইল। যারা ভাল অর্থনীতি বুঝেন অনুগ্রহ পূর্বক আমার এই টিউনে পারলে মন্তব্য কলমে উত্তর দিবেন এই টাকাগুলি আমাদের দেশথেকে কোথায় যাচ্ছে? কারা নিচ্ছে বিনিময়ে আমাদের কি দিচেছ? আর কত আমরা দেশের সর্বনাস হতে দেখে চুপ থাকব নোংরা রাজনীতির কারনে। কেউ কি এমন নাই, যে দেশের এহেন পরিস্থিতিতে অন্তত খোজ নেবে এরা কারা? কোথায় যাচ্ছে এদেশের টাকা গুলি। আর কত ???????????????
আমি মনির শিকদার। Programmer, Rabeya Jute Mills, Chapainawabganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am working as a programmer at Rabeya Jute Mills, Chapainawabganj, Bangladesh. Expert in Visual Basic, HTML, PHP, MySql, Wordpress, SEO, Webdesign, Web development, Basic Computer Troubleshooting, Database maintenance, Photoshop etc. Interested to help others.
আবার এম এল এম !!! উফ, জীবনটা গেল রে ভাই এই সব ডানহাত-বামহাত শুনতে শুনতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তথ্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাল থাকবেন।