SOPA এবং PIPA- এর জায়গায় আসছে নতুন আইন ওপেন ইন্টারনেট
বিভিন্ন ওয়েবসাইট থেকে চাপের কারণে SOPA এবং PIPA আইন প্রণয়ন আইন বন্ধ হয়ে গিয়েছে এবং তার জায়গায় এসেছে OPEN Act। ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি ড্যারেল ইসা এই আইনটি গত বুধবার (জানুয়ারী ১৮, ২০১১) উপস্থাপন করেন।
Online Protection and Enforcement of Digital Trade Act নামের এই নতুন আইন ড্যারেল ইসার মতে আমেরিকার মেধাবীদের মেধাস্বত্ব রক্ষায় আরও কার্যকরী ভূমিকা পালন করবে একই সাথে ইন্টারনেট সকলের জন্য উন্মুক্ত থাকবে।
OPEN Act এর মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন বিদেশী ওয়েবসাইটের উপরে আরও নিয়ন্ত্রণ লাভ করবে এবং যেসব ওয়েবসাইট উদ্দেশ্যমূলক ভাবে কপিরাইট আইনভঙ্গ করে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। যদি কোন বিদেশী ওয়েবসাইট উদ্দেশ্যমূলক ভাবে কপিরাইট আইনভঙ্গ করে তাহলে আইটিসি ভিসা এবং পে-প্যালের মত ওয়েবসাইটকে উক্ত ওয়েবসাইটের সাথে সকল রকমের লেনদেন বন্ধ করার নির্দেশ দেবে। এতে করে উক্ত ওয়েবসাইট মালিকরা কোন অর্থ উপার্জন করতে পারবে না।
গুগল, ফেসবুক, লিঙ্কড ইন, টুইটার ইতিমধ্যেই এই নতুন আইনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।
সূত্রঃ পিসি ওয়ার্ল্ড
SOPA এবং PIPA- এর কারণে আমার ছোট একটা প্রচেষ্টা ব্যর্থ : এখানে
আমার আগের টিউন জানতে : এখানে
আমি মাঈন উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I Love Technology
er fol shorup ki hobe seta details e bolle bhalo hoto