Sopa আমাকে অলরেডি বাঁশ দিয়ে দিয়েছে । আপনার খবর কী ?

অনেক কষ্ট কের কমেবশী ২ বছর পের সফলতা েপলাম আমার েছাট blogspot এ । গত ২ মাস পার েড কমেবশী ৫০০০ িভিজটর আসেতা । Adsense থাকায় ভােলা আয়ও হিচ্ছল । পরশু আমার িভিজটর িছল ৫৪০০ জন। SOPA/PIPA কাজ শুরুর পের কাল আমার িভিজটর একলােফ ২৩০০ েত েনেম আেস । আজ মেন হয় আেরা কমেব । িনেজেক ব্লগার বেল পিরচয় িদেত পািরনা কারন এই জগতের টেকিনকাল নেলজ আমার নাই । তাই আপনােদর সামেন হাত েপেত দাড়ালাম । বলুন েদিখ িক করেল আিম আমার িভিজটর িফের পােবা ?
আমার গােনর blogspotিলংক

Level 2

আমি আওলাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ব্লগ দেখলাম।

বেশ ভালো লাগল।

    @সবুজের অভিযান ( Sobujer Abhijan ): ভালো লেগে কি আর হবে। SOPA আমার সহ অনেক ব্লগের ট্রাফিক রুট অফ করে দিচ্ছে 50-80% .।

      @Aowlad Hossain:এত সামান্য জিনিস নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন ?

      এটাতো আপনার শখ, জীবনধারণের মাধ্যম তো নয়।

      আর আপনিতো নিজের ভালোলাগা অন্যকে উপহার দিতে আপনার ব্লগ তৈরি করেছেন। Adsense থেকে আয় করাতো আপনার মুখ্য উদ্দেশ্য নয়।

Vi apnar post pore monkharap holo asa kori abar ager moto visitor paben.

নিজের ভালোলাগা থেকে ব্লগ করি ঠিকই, আর মূখে যাই বলিনা কেন আসল উদ্দেশ্য Adsense থেকে আর্নিং ।

    Level 0

    @Aowlad Hossain: কিন্তু সোপা তো এখন স্থগিত! এর কোন কার্যকারিতা নেই। আশা করি বিল পাস ও হবে না। কারণ আমেরিকা আর যায় হোক বাংলাদেশের মতো না।

    @Aowlad Hossain:বিশ্বাস করলাম না।

Level 2

wha is ট্রাফিক রুট ???bolben ki??ami akta new blogsite khulam upnar khotha sune to boi pachchi..