MIG33 এর যতো লতা পাতা- মিগ বানিজ্য

আগের পর্ব দুটিতে আমি শেয়ার করেছিলাম মিগ ইতিহাস আর পরিচয় পর্ব(আইডি/রুম) ইত্যাদি।এখন যা শেয়ার করব এই পোস্টে তা হলো মিগে ব্যবসা করার পদ্ধতি।

মিগে অনেক ভাবে ব্যবসা করা যায়।

* বৈধ * অবৈধ

বৈধ ব্যবসা বলছি শুধু মাত্র সেগুলোকেই যেগুলো মিগ অথরিটি কর্তৃক অনুমোদন প্রাপ্ত।তো চলুন জেনে নিই কি কি ব্যবসা মিগ অথরিটি বৈধতা দেয়।

মিগ অথরিটি শুধুমাত্র মিগ ক্রেডিট ক্রয়/বিক্রয়ের অনুমোদন দেয় তাও শুধুমাত্র তারাই এ ব্যবসা করতে

পারবে যারা তাদের কাছে নথিভুক্ত এ কারবারের জন্য।যারা এই কারবারে নথিভুক্ত তাদের বলা হয় মূলত মার্চেন্ট (খুচরা বিক্রেতা) আর মেন্টর(পাইকারী বিক্রেতা)

মার্চেন্টঃ-

যারা মার্চেন্ট তাদের ব্যবসায়িক সুবিধার্থে মিগ তাদের আইডি রঙ ভিন্ন করে দেয়।সাধারন ব্যবহারকারীর আইডি রঙ নীল হলে এদের হয় হালকা বেগুনী/পার্পেল।এদের কাছ থেকে মিগ ক্রেডিট কিনতে পারবেন নগদ/মোবাইল ব্যালেন্স এসব পদ্ধতিতে।মার্চেন্ট হতে চাইলে সরাসরি মিগ অথরিটি এর সাথে অথবা মেন্টর এর সাথে যোগাযোগ করে হতে পারবেন।শুরুতে আপনাকে ৫০ ডলার সমান মিগ ক্রেডিট কিনতে হবে এবং তার জন্য আলাদা করে আপনাকে আপনার আইডি দিয়ে মার্চেন্ট সেন্টারে লগ ইন করতে হবে এবং এপ্লাই করতে হবে।এতে আপনি আলাদা একটি কোড পাবেন ঐ কোডটি আপনি যতদিন মারচেন্ট/মেন্টর থাকবেন ততদিন মিগ ক্রেডিট ট্রান্সফার করার সময় দরকার হবে।সুতরাং এটি যত্নে রাখুন।আগে বিভিন্ন অংকে মিগ ক্রেডিট পাঠানো গেলেও বর্তমানে ৪০ বিডিটি এর নিচে পাঠানো যায় না।এই মার্চেন্টদের জন্য রয়েছে নানান অফার রয়েছে নানান সুবিধা।আর এদের জন্য আলাদা ট্রেনিং দেওয়া হয় মিগ মার্চেন্ট স্টাফদের পক্ষ থেকে প্রতি ১৫ দিন পর পর।শুধু ক্রেডিট কিনলেই কিন্তু আপনি আপনার পার্পেল রঙ ধরে রাখতে পারবেন না।

এজন্য আপনাকে বিভিন্ন ভাবে পয়েন্ট সংগ্রহ করতে হবে।প্রতি ১০টা মিগ গিফট এর জন্য ১ পয়েন্ট,প্রতি ১০টা মিগ গেম খেলার জন্য ১০ পয়েন্ট,প্রতি ১০ জন ইউজার টেগ করলে পাবেন ৩ পয়েন্ট।(বর্তমান মার্চেন্ট পলিসি পুরোপুরি জানা নাই কিছু ভুল থাকতেই পারে কেননা আমি গত বছর রিজাইন দিয়েছি)এখন ভাবছেন এই পয়েন্টগুলো সংগ্রহ করতে গেলেতো ব্যবসা লাঠে উঠবে! না ভয় পাবেন না,বেশী বেশী টেগ করুন।আপনার টেগ করা ইউজার যত ক্রেডিট খরচ করবে আপনি তত বেশী প্রতিদিন একটা বোনাস পাবেন( ২৫% )একটু খেয়াল করে দেখুন কোন কোন ইউজার গেম খেলছে বেশী গিফট দিচ্ছে বেশী তাকে টেগ করুন।এই টেগ করার মাঝেও একটা কারচুপি আছে,অর্থাৎ যার থেকে যে যতবেশী ক্রেডিট দিয়ে ইউজার টেগ করতে পারবে।ধরুন আমি এক আইডিতে দিলাম ১০ বিডিটি কিন্তু একটু পর আপনি দিলেন ১১ বিডিটি তাহলে ঐ ইউজার আর আমার টেগ থাকবে না সে তখন আপনার টেগ করা ইউজার হয়ে যাবে।

মেন্টরঃ-

যারা পাইকারী মিগ ক্রেডিট বিক্রেতা তাদের মেন্টর বলা হয়।মার্চেন্ট থেকেও এদের ক্ষমতা একটু বেশী আর সুবিধাও বেশী।এদের আইডি রঙ বর্তমানে লাল রঙের হয়,যদিও গতবছর নভেম্বর পর্যন্ত পার্পেল ছিল।মেন্টর হতে হলে আপনাকে স্টাফদের সাথে যোগাযোগ করতে হবে আর ৫০০ ডলার প্রতি মাসেই কিনতে হবে।পয়েন্ট তোলার পদ্ধতি একই।**

http://bit.ly/z1yJc9 << এটি মিগ মার্চেন্টদের জন্য স্টার্টার প্যাক ডাউনলোড করে পড়ে নিতে পারেন।

অবৈধ ব্যবসাঃ-

মোদ্দাকথা মিগ যে সকল ব্যবসা করার অনুমতি দেয় না তাই অবৈধ তাদের চোখে।অবৈধ ব্যবসা হোল মার্চেন্ট/মেন্টর না হয়েও মিগ ক্রেডিট বিক্রয় করা,মিগ আইডি কেনা বেচা করা,লাইক/গিফট/থার্ড পার্টি সফটওয়্যার কেনা বেচা করা ইত্যাদি।

মার্চেন্ট/মেন্টর না হয়েও কিভাবে ক্রেডিট বিক্রি করে তা যদি জানতে চান তাহলে ১ম পর্বে বলেছিলাম মিগে বন্ধু রেফার করলেই আপনাকে বিডিটি দেওয়া হয় এছাডাও এতে গেম খেলার ব্যবস্থা আছে এই সকল গেমে জিতলে পাবেন ক্রেডিট এই দুই পদ্ধতিতে বিডিটি বানিয়ে মার্চেন্ট না হয়েও বিডিটি উপার্জন করা যায় এবং তা বিক্রি করা যায় তুলনামুলক কম দামে।তবে শুনতে পেয়েছি এখন মারচেন্ট/মেন্টর ছাড়া অন্যকেউ ক্রেডিট আদান প্রদান করলে আইডি ব্যান যাচ্ছে।(এই পদ্ধতিটা গত বছর ছিলনা যার ফলে এইসব অবৈধ ব্যবসায়ীদের জন্য আমি রিজাইন দিয়েছি কেননা বাড়তি টাকা দিয়ে কেন আমার থেকে কিনবে? যেখানে কম দামে পাচ্ছে)

আইডি বেচাকেনা হোলো মিগে বিগত ৪ বছর ধরে শর্ট ডিজিট আইডি/মিনিংফুল আইডি খুব বিক্রি হচ্ছে।যেমন ধরুন আমার নাম সুমিত কিন্তু আমার আইডি হল >ac1d_rishi< কিন্তু আমার কাছে যদি এই >sumit<আইডি থাকে তাহলে আমার নামটা সবাই সহজেই জানল।আর ৩/৪/৫ ডিজিটের আইডি বিভিন্ন দামে বিক্রি হয়।তা ছাড়াও বর্তমানে হাই লেভেল আইডি কেনা বেচা হচ্ছে।

আর লাইক/গিফট এসবও কেনা বেচা হয়।যেমন আমার প্রোফাইলে অনেক গিফট/লাইক দরকার কিন্তু গিফট পাচ্ছি না তাহলে একজন এসব বিক্রেতার সাথে যোগাযোগ করলেই সে এসব দিয়ে দিবে।

**আপনাকে এসব মিগ ক্রেডিট কিনতে বিদেশে অর্থ পাঠাতে হবে অর্থাৎ মিগের অফিস সিঙ্গাপুরে স্টিভেন গোহ এর একাউন্টে,যেহেতু বাংলাদেশ সরকারের কোন রকম অনুমতি নেই বিদেশে টাকা পাঠানোর সুতরাং এক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকছেই। আমি হয়েছিলাম আমার এক বন্ধু বিদেশে থাকে তার মাধ্যমে কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আমি এক প্রকার অবৈধ ব্যবসায়ী।সুতরাং যা করবেন ভেবে চিন্তে করবেন।

শেষ করবার আগে একটি কথা বলে যেতে চাই >আমি যদি সবি জানতাম তবে আমি ভিটামিন ক্যাপসুল হয়ে যেতাম<

ভালো থাকবেন সবাই অনেক ভালো সেই কামনায়

আমার মিগ আইডি :-  ac1d_rishi মিগে যে রুমে পাবেনঃ- dhaka twity/robohelp

ফেবুতে পাবেন:- http://facebook.com/sumitland

বিস্তারিত জানতে:- http://sumitland.4t.com

Level 0

আমি সুমিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি যদি সবি জানতাম তবে আমি ভিটামিন ক্যাপসুল হয়ে যেতাম


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

share korar jonno dhonnobad

ভালো লাগলো।চালিয়ে জান।

Level 0

Tulonamolok vabe onnanno mig33 tips theke valo

Level 0

nice!

তুমি ভাই মিগ পিস

@S4t4N1C ধন্যবাদ আপনাকেও ভালো থাকবেন
@সোহাগ এটাই আমার প্রাপ্য ভালো থাকুন
@lisiam পড়ে ভালো লাগলো ভালো থাকবেন
@iLeopard চমৎকার ভালো থাকুন
@পথিক রসুল একটা তো হতে পারলাম ভালো থাকবেন
আপনাদের অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার লেখা গুলো পড়বার জন্য
ভালো থাকুন অনেক অনেক বেশী ভালো
সেই পর্যন্ত…

অনেক কিছু জানলাম

ভাল হচ্ছে চালিয়ে যান শুভ কামনা রইল