ইন্টারনেট বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে স্বাধীন মত প্রকাশের মাধ্যম। কিন্তু এই মাধ্যমকে নিয়ন্ত্রিত করতে চাইছে বিশ্বের ক্ষমতাধারী দেশ আমেরিকা। তারা SOPA ও PIPA আইনের মাধ্যমে স্বাধীন মত প্রকাশে মাধ্যমকে নিজেদের নিয়ন্ত্রনে আনতে চাইছে। এর প্রধান কারন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিবাদ অনলাইন থেকে সংগঠিত হওয়ার কারনে, এছাড়াও রয়েছে উইকিলিক্স এর মত বাঘা বাঘা সাইট আছে যারা প্রতিনিয়ত আমেরিকার গোপন সত্যি ফাঁস করে দিয়ে বাশ দিতে সদা প্রস্তুত তাদেরকেও নিয়ন্ত্রনে আনা। এক জরিপে দেখা যাচ্ছে বিশ্বের উন্নত দেশ গুলোর মধ্যে যতগুলো আন্দোলন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে ৯০ শতাংশ মানুষ ছিল তরুন প্রজন্মের আর এই আন্দোলন গুলোও সংগঠিত হয়েছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফরম যেমন ফেসবুক টুইটার ও ব্লগের মাধ্যমে। আমেরিকা পাইরেসীর কথা বলে, মূলত পাইরেসীকে একটি পণ্যের প্যাকেট হিসেবে রেখে এর মধ্যে দিয়ে তারা অনলাইন স্বাধীনতাকে বাধা গ্রস্থ করতে চাইছে। ব্যাপার-টা আসলে এমন যে প্যাকেটের গায়ে লেখা ইহা সম্পূর্ণ বিশুদ্ধ ইরি ধান কিন্তু ভিতরে এটা মিনিকেট ধান। যাই হোক আশা রাখি ব্যাপারটা আমি আপনাদের বুঝাতে পেরেছি। সোপা ও পিপা নিয়ে বিস্তারিত পড়ুনঃ এখানে ক্লিক করুন
শুধুই আমি নই। আমার সাথে আছে সারা বিশ্বের বাঘা বাঘা সাইট। রেডিট, মজিলা, টুইটপিক এবং ওয়ার্ডপ্রেস এর মতো বাঘা বাঘা সাইটগুলোও বন্ধ রয়েছে। এ তালিকায় আরোও রয়েছে লিটল অ্যাপস, মুভঅন, টুকাউজ, চিজবার্গার, ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন এবং লিকি উইকি-র মতো সাইটও। মাইক্রোব্লগিং সাইট টুইটারে #SOPASTRIKE হ্যাশট্যাগেও আন্দোলন বেশ জমে উঠেছে। ফেসবুক স্ট্যাটাস এবং কমিউনিটি ব্লগগুলোতেও এ নিয়ে চলছে জোর প্রতিবাদ।
সোপা-র বিরুদ্ধে আন্দোলনে যাতে সাধারণ ওয়েবসাইটের মালিকও অংশ নিতে পারেন এজন্য অনলাইনে তৈরি হয়েছে সোপাস্ট্রাইক এবং প্রটেস্টসোপা-র মতো ওয়েবসাইট। এসব ওয়েবসাইট ব্যবহারকারীদের সোপা আন্দোলনে অংশ নেয়ার যেমন আমন্ত্রণ জানাচ্ছে তেমনি নিজের ওয়েবসাইট ব্লাকআউটে নেয়ার জন্য এইচটিএমএল ব্লাকআউট পেজ সরবরাহ করছে।
ইতিমধ্যে চালু হয়েছে সোপা বিরোধী অ্যাপ্লিকেশনও। ওয়ার্ডপ্রেস পাওয়ারড ওয়েবসাইটগুলোকে ব্লাকআউটে নেয়ার জন্য বিশেষ প্লাগিনও পাওয়া যাচ্ছে।
সব থেকে বড় কথা সোপা ও পিপার মাধ্যমে সারা বিশ্বের ওয়েব সাইট গুলোকে নিয়ন্ত্রন করবে আমেরিকা। যার বড় সমস্যায় পড়বে আমেরিকার বাহিরে থাকা ইন্টারনেট ব্যাবহারকারী মানুষ-জন। সব থেকে বর হুমকি হবে বিভিন্ন দেশ গুলোর সরকারী ও দেশের সরকারী গোপন ওয়েব সাইট গুলির জন্য।
আসুন আমরা বাংলাদেশ থেকেও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই। সমগ্র বিশ্বের মানুষের সন্মিলিত প্রচেস্টায় পারে আমেরিকার এই নিদারুণ সিধান্ত বাতিল করতে। আসুন এক হই। আপাতত ফেসবুক এর দুটি ফ্যান পেজ লাইক করি। একটি বাংলাদেশের পক্ষ হতে লিঙ্কঃ এখানে ক্লিক করুন
আর অন্নটি ওয়ার্ল্ড ওয়াইড সাপোর্ট এর জন্য মার্ক জাকারবারগ নিজেই খুলেছেন ও পরিচালনা করছেন লিঙ্কঃ এখানে ক্লিক করুন
সোপা ও পিপাকে স্টপ করতে চাইলে বাংলাদেশের পক্ষ হতে কেউ সহযোগিতা করতে চাইলে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে http://stopsopabd.unmukto71.com/
SOPA & PIPA এর বিরুদ্ধে বাংলাদেশের সাধারন ওয়েব সাইট মালিক বা অ্যাডমিন গন প্রতিবাদ করুন এখান থেকে
এই ওয়েব সাইট এর মাধ্যমে আমরা সোপা ও পিপার বিরুদ্ধে বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাবো।
আমি বাংলার কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকটিউন এর ফ্যান অনেক আগে থেকেই কিন্তু আজ (১১/১০/২০১১ | ১১:০৬ রাত) থেকে টিউন করবো। টিটিকে ভালবেসে এসেছি, অবশ্যই টিটিকে কিছু দিতে। বড় বড় টিউনার এবং বাকি সবাই আমার সাথে থাকবে বলে আসা রাখি। ধন্যবাদ।
khub kharaf bapar ….