সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলে ভালো আছেন । আজকে আমাদের পোষ্ট এর বিষয় হলো কিভাবে P7 অর্থাত্ ৩৫ টাকায় 99MB-5GB ব্যবহার করা যায় ।
আমরা আগে ভাবতাম যদি একটি P6 নিয়ে কয়েকজন ভাগ করে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো । কিন্তু এখন আর তার প্রোয়োজন নেই ।
আমাদের মধ্যে অধিকাংসই GP ইন্টারনেট ব্যবহার করি ।আমার মনে হয় যারা অন্য অপারেটর এর ইন্টারনেট ব্যবহার করে তারা আমার এই পোষ্টটি দেখার পর GP ইন্টারনেট ব্যবহার শুরু করবে ।আপনারা জানেন যে, GP সিমে যদি কোন ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করা হয় এবং প্যাকেজ এর মেয়াদ শেষ হওয়ার মধ্যে একই প্যাকেজ পুনরায় নেয়া হয় তাহলে নতুন প্যাকেজের MB এর সাতে পুরাতন প্যাকেজ এর অব্যহৃত MB যোগ করা হয় ।
কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব P7 অর্থাত্ ৩৫ টাকায় 99MB-5GB ব্যবহারের উপায় ।
তো চলুন আজকের টিউন নিয়ে আলোচনা করিঃ
প্রথমে আপনাকে 99MB অথবা 1GB অথবা 5GB এর প্যাকেজ এ্যকটিভ করতে হবে । এখন 99MB এর মেয়াদ ১৫ দিন । 1GB ও 5GB এর মেয়াদ ৩০ দিন । এখন মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আপনার প্যাকেজের সম্পূর্ন MB ব্যবহার না করে কিছু MB ব্যবহার করুন ।
এরপর যথন এই প্যাকেজ এর মেয়াদ শেষ হয়ে যাবে তখন একটি P7 এর প্যকেজ চালু করুন । এর ফলে আপনার পূর্বের প্যাকেজে যে অব্যবহৃত MB ছিল তা এই নতুন P7 প্যাকেজে যোগ করা হবে ।
আরো বিস্তারিত করে বলছিঃ
ধরুন আপনি এই মাসে P6 (1G) প্যাকেজ এ্যকটিভ করলেন । এখন আপনার রয়েছে 1024MB এবং এর মেয়াদ 30 দিন ।
ধরুন এই 30 দিনে 100MB ব্যবহার করলেন এবং 924MB অব্যবহৃত থেকে গেল ।
এবার 30 দিন পরে একটি P7 এ্যকটিভ করলেন ।
এখন P7 এর 15MB ও অব্যহৃত 924MB total =15+924=939MB হয়ে গেল ।
এরপর P7 এর মেয়াদ শেষ হয়ে গেলে পুনরায় নতুন একটি P7 নিয়ে অব্যবহৃত MB ব্যবহার করুন ।
এভাবে অব্যবহৃত MB শেষ না হওয়া পর্যন্ত যতবার খুশি P7 নিয়ে মেয়াদ বৃদ্ধি করে অব্যবহৃত MB ব্যবহার করুন ।
অব্যবহৃত MB দেখতে *500*60# প্রেস করুন । যদি P6এর সময় 100MB এবং প্রতি P7 এ 50MB করে ব্যবহার করেন তাহলে ১৪মাস এর বেশি ব্যবহার করা সম্ভব ।
আমি নিজে এই পদ্ধতিতে গত দুই মাস যাবত ইন্টারনেট ব্যবহার করছি । যদি বিশ্বাস না হয় তাহলে GP Care এ কল করে জেনে নিন ।
এই রকম আরো কিছু টিপস্ দেখুন http://bdfoorti.com
পোষ্টটি ভালো লাগলে কমেন্টস এ অবশ্যই অবশ্যই জানাবেন ।
এই পোষ্টটি পূর্বে আমাদের এই সাইটে প্রকাশ করা হয়েছে.....
http://blog.bdfoorti.com
আমি কিবরিয়া রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধুর এইটা কোন tune হল ??