আস-সালামু-আলাইকুম।
বাংলাদেশ আস্তে আস্তে ডিজিটাল দেশ এ রুপান্তরিত হচ্ছে।যদিও আমার মনে হয় এতে সরকারের কোনো সহায়তায় নয়,সবার অংশগ্রহনে।
আপনি কি এমন কোনো ওয়েবসাইট খুজছেন যেটা বাংলাদেশি এবং বাংলাদেশ থেকেই উক্ত ওয়েবসাইট থেকেই কেনা কাটা করা যায় কোনো ঝামেলা ছাড়াই?
হ্যা।এরকম একটি ওয়েবসাইট রয়েছে যার নাম হলো এখনি.কম (www.akhoni.com)। এ ওয়েবসাইট এ সব রকমের পন্য পাওয়া যায়না।কিন্তু যা পাওয়া যায় সেটাও নেহাত কম নয়।কারন এই ওয়েবসাইট এর মুল কাজ হলো কিছু সময়ের জন্য কিছুপন্য,খাবার,কাপর,সেবা খুবি কম মুল্যে দেয়া।সব চেয়ে মজার ব্যাপার হলো তারা হোম ডেলিভারি পেমেন্ট নেয়।অর্থাত আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করে টাকা দিবেন বাসায় অর্ডার হাতে পাওয়ার পর।ব্যাপার টা খুব মজার।আবার যাদের কাছে ব্র্যাক ব্যাংক অথবা ডাচ-বাংলা ব্যাঙ্ক এর ভিসা/মাস্টার ডেবিট/ক্রেডিট কার্ড রয়েছে তারা অনলাইন এ পেমেন্ট করতে পারবেন ফুল সিকিউরিটির সাথে,কারন আমি নিজেই তাআদের একজন নিয়মিত ক্রেতা।
অর্ডার জন্য আপনাকে যা যা করতে হবে।
আমি ডাচ-বাংলা মাস্টার ডেবিট কার্ডের মাধ্যমে এখান থেকে কেনাকাটা করে থাকি।যদি কারো বিস্তারিত জানার দরকার হয় তবে তাদের সাইট এ যেয়ে দেখুন অথবা তাদের ফোন করে জেনেনিন।
বিঃদ্রঃআমি কিন্তু তাদের সাটের কেউ না।আমি তাদের ক্রেতা এবং ভিজিটর।তাই কারো কোনো সমস্যাহলে আমাকে দাইয়ি করা যাবেনা। আর এই সাইটের রিভিয় আমি নিজে থেকে করেছি।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
বিঃদ্রঃআমি কিন্তু তাদের সাটের কেউ না।আমি তাদের ক্রেতা এবং ভিজিটর।তাই কারো কোনো সমস্যাহলে আমাকে দাইয়ি করা যাবেনা। আর এই সাইটের রিভিয় আমি নিজে থেকে করেছি।