ওয়েবসাইট থেকে অর্ডার দিন।টাকা দিন বাসা থেকে।প্রতারিত হবার চান্স নাই।

আস-সালামু-আলাইকুম।

বাংলাদেশ আস্তে আস্তে ডিজিটাল দেশ এ রুপান্তরিত হচ্ছে।যদিও আমার মনে হয় এতে সরকারের কোনো সহায়তায় নয়,সবার অংশগ্রহনে।

আপনি কি এমন কোনো ওয়েবসাইট খুজছেন যেটা বাংলাদেশি এবং বাংলাদেশ থেকেই উক্ত ওয়েবসাইট থেকেই কেনা কাটা করা  যায় কোনো ঝামেলা ছাড়াই?

akhoni.com

হ্যা।এরকম একটি ওয়েবসাইট রয়েছে যার নাম হলো এখনি.কম (www.akhoni.com)। এ ওয়েবসাইট এ সব রকমের পন্য পাওয়া যায়না।কিন্তু যা পাওয়া যায় সেটাও নেহাত কম নয়।কারন এই ওয়েবসাইট এর মুল কাজ হলো কিছু সময়ের জন্য কিছুপন্য,খাবার,কাপর,সেবা খুবি কম মুল্যে দেয়া।সব চেয়ে মজার ব্যাপার হলো তারা হোম ডেলিভারি পেমেন্ট নেয়।অর্থাত আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করে টাকা দিবেন বাসায় অর্ডার হাতে পাওয়ার পর।ব্যাপার টা খুব মজার।আবার যাদের কাছে ব্র্যাক ব্যাংক অথবা ডাচ-বাংলা ব্যাঙ্ক এর ভিসা/মাস্টার ডেবিট/ক্রেডিট কার্ড রয়েছে তারা অনলাইন এ পেমেন্ট করতে পারবেন ফুল সিকিউরিটির সাথে,কারন আমি নিজেই তাআদের একজন নিয়মিত ক্রেতা।

অর্ডার জন্য আপনাকে যা যা করতে হবে।

  • প্রথমে এখান থেকে তাদের সাইট এ যান।
  • অর্ডার দেবার জন্য তাদের সাইটে রেজিস্টার হতে হবে।সে জন্য ফর্ম পুরন করুন।
  • এর পর আপনাকে মেইল করবে Activation Link সহ।লিঙ্ক এ ক্লিক  করে কনফার্ম করুন।
  • উপরে আপনার নাম এ ক্লিক করে প্রয়োজনিয় তথ্য দিন।
  • এবার প্রথম পেইজ এ যান।

  • যে অফার পছন্দ হবে সেখানে View Details n Buy এ  ক্লিক করে বিস্তারিত পড়ে নিন।এর পর Buy now তে ক্লিক করুন।
  • এর পর আপনার নাম ঠিকানা ভালো ভাবে চেক করুন অথবা পুরন করুন। এবং কনফার্ম এ ক্লিক করুন।
  • পরবর্তি পেইজ এ আপনি কোন অফার গ্রহন করতে চান সেখানে টিক দিন।

  • যে কোনো ডেলিভারি অপশন নিলেই কনফার্ম হয়ে তারা আপনাকে ফোন করে আবার কনফার্ম হবে।
  • এর পরবর্তি ৩দিনের মধ্যেই আপনি আপনার সেবা,পন্য,কুপন হাতে পেয়ে যাবেন।
  • বিঃদ্রঃ যদি আপনি কার্ড দিয়ে অর্ডার দিতে চান তবে ভালো ভাবে খেয়াল করে সঠিক ভাবে কার্ডের নাম্বার পুরন করুন।কনফার্ম করার পর পেইজ টি ভুলেও কাটবেন না।প্রায় ১ মিনিট পর কেটে দিন যখন অর্ডার সাকসেস হবে।

আমি ডাচ-বাংলা মাস্টার ডেবিট কার্ডের মাধ্যমে এখান থেকে কেনাকাটা করে থাকি।যদি কারো বিস্তারিত জানার দরকার হয় তবে তাদের সাইট এ যেয়ে দেখুন অথবা তাদের ফোন করে জেনেনিন।

বিঃদ্রঃআমি কিন্তু তাদের সাটের কেউ না।আমি তাদের ক্রেতা এবং ভিজিটর।তাই কারো কোনো সমস্যাহলে আমাকে দাইয়ি করা যাবেনা। আর এই সাইটের রিভিয় আমি নিজে থেকে করেছি।

আমার ব্লগ

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বিঃদ্রঃআমি কিন্তু তাদের সাটের কেউ না।আমি তাদের ক্রেতা এবং ভিজিটর।তাই কারো কোনো সমস্যাহলে আমাকে দাইয়ি করা যাবেনা। আর এই সাইটের রিভিয় আমি নিজে থেকে করেছি।

    @learner: আমার কথা আমাকেই কেনো কমেন্টের আকারে করলেন ভাই?

ভালো আমাদের দেশে এমন সাইট আরো প্রয়োজন ।। ধন্যবাদ মুকুট ভাই এমন একটি নতুন সাইট নিয়া টিউন করার জন্য।।

    @কাওসার আহমেদ: হুম।আরো অনেক দরকার।এমন একটা সাইট দরকার যেখানে সব পাওয়া যাবে এবং বাসা থেকে পেমেন্ট করা যাবে। আপনাকে ধন্যবাদ।

As salamu alikum.Balo asan apni.bai ai serbise ta kon kon jalar jonno projojjo.Bai apni akhon khob kom tune koran akhon apnar kas thaka aro Tune asha kori.Thank u

    @farhad islam: সময় পাইনা।আর এখন আমার থেকে অনেক ভালো টিউনার এসেছেন।তাই আরো করা হয়না।ভয় লাগে। ধন্যবাদ পরামর্শের জন্য।

    @farhad islam: ওয়ালাই-কুমুস-সালাম

Refer your friends & Get Tk. 50 🙂

    @Boyzx শাকিল: ভালো উদ্যোগ।কিন্তু এতো সহজ না।যদি কারো রেফারেল এ জেয়ে কেনা কাটা করে তবেই ৫০টাকা পাবে। 🙂

Level 0

আমি নওগাঁ জেলা শহরে থাকি।আমি কি অর্ডার করতে পারব?

আরো একটি আছে http://www.hoichoioffer.com/dhaka/

এই ধরনের আরো কিছু সাইট আছে। আমার জানা ২টি সাইট হলঃ
১. http://www.ajkerdeal.com
২. http://www.hoichoioffer.com