আসসালামু আলাইকুম ।। আশা করি সবাই ভাল আছেন ।। যেহেতু আমি পিসিতে রেডিও
শুনতে খুব ভালবাসি তাই যদি কখনো একটি পদ্ধতিতে রেডিও শুন্তে অসুবিধা হয় তখন
আরেকটি পদ্ধতি অবলম্বন করি ।। আর আমি যা জানি বা জেনেছি তাই নিয়ে আমি
টিউন করছি ।। আশা করি আপনাদের কাছে ভাল লাগবে ।।
আমরা অনেক সময় অনেক টিউনারদের কাছে থেকে রেডিও উইডগেটের জন্য
Html কোড পেয়ে থাকি ।। এসব কোড দিয়ে আমরা নোট প্যাডের সাহায্যে ইচ্ছা
করলে ডেস্কটপ ব্যাসড রেডিও সফটওয়ার বানাতে পারি ।।এজন্য সবার প্রথমে নোট
প্যাড অপেন করি ।।
নোটপ্যাডের ফাকা অংশে Html কোড কপি করে পেস্ট করি ।। নিচে আমি
Html কোড দিলাম ।।
<embed autosize="-1" autostart="true" id="mediaPlayer" name="mediaPlayer" pluginspage="http://microsoft.com/windows/mediaplayer/en/download" showcaptioning="0" showcontrols="1" showdisplay="0" showpositioncontrols="0" showstatusbar="1" showtracker="0" src=" Radio URl " width="500"></embed></div>
রেডিও ফুর্তি-http://115.127.14.180:8000/
রেডিও টুডে-http://122.248.11.50:8000/
লেমন২৪-http://115.127.14.58:8000/
অনিয়ম-http://teksea.homeip.net:8000/
বাংলাদেশ বেতার-http://123.49.36.26:1200/
রেডিও আর্তনাত-http://67.212.189.122:8070/
রেডিও গুন গুন-http://69.39.233.135:8032/
রেডিও আপন-http://99.198.118.205:8150/
রেডিও আমার-http://203.202.253.56:8000/
এবার save as ক্লিক করুন ।। File name এ লিখুন radio.html
এবার save এ ক্লিক করুন ।। এবার ফোল্ডার অপেন করে মজিলা ফায়ার ফক্স বা
গুগল কোরম দিয়ে ফাইল টি অপেন করুন কিছু হ্মন পর রেডিও শুন্তে পাবেন ।। ভাল
থাকবেন।।
আর সময় পেলে আমার আমার রেডিও ব্লগে ঘুরে আসবেন ।। যেখানে আপনি সুনতে
পাবেন বাংলাদেশ ও ভারতের সবগুলো জনপ্রিয় এফ এম ও অনলাইন রেডিও ।।
http://fmguys.blogspot.com/
একটা জিনিশ তো বললেন না। লাল করে লেখা Radio URl এ তো রেডিও এর লিঙ্ক দিতে হবে।
মজার ব্যাপার হলো আমি সব ই দিলাম।ঠিক মত সেইভ ও করলাম।কিন্তু রেডিওশুনিনা কেনো ভাই? বয়রা হয়ে গেলাম নাকি কাজ হয়না? আর রেকর্ড এর ব্যাবস্থা নাই?