সবাইকে শুভেচ্ছা। বছর শেষ না হতেই নতুন বছরের প্রবেশ লগ্নে প্রিয়জনদের শুভেচ্ছা পাঠাতে SMS পাঠানোর ধুম পড়ে যায়। সবাই একই সাথে এসএমএস পাঠায়, ফলে সেবাদাতাদের সার্ভারে লোড পড়ে বেশি। দেখা যায় অনেক সময় পাঠানো এসএমএস টা ঠিকমত যায়নি, কিন্তু ব্যালেন্স ঠিকই কমে গেছে। মাঝখানে আপনার কিছু টাকা ও গচ্ছা যায়।
এই পুরো প্রসেসটা আমরা চাইলে বিনামূল্যে করতে পারি। মানে শুভেচ্ছা জানাব কিন্তু বাড়তি কোন খরচ নেই। চলুন তাহলে শুরু করি।
প্রথমে এই লিংকে ক্লিক করুন।
তাহলে যে পেইজ পাবেন তাতে নিচের দিকে নিচের ছবির মত দেখতে পাবেন। তাহলে নিচের ছবিতে নাম্বার দেয়া ফিল্ডগুলো পূরণ করে সেন্ড করুন।
1. এখানে কোন দেশে পাঠাবেন তা সিলেক্ট করুন (যেমন: Bangladesh +880)
2. এখানে বাকী ডিজিটগুলোর মধ্য থেকে তিন ডিজিট লিখুন (যেমন : 171)
3. এখানে বাকী ডিজিটগুলো লিখুন।
4. সেন্ডারের নাম লিখুন, এটা আপনার নাম হতে পারে বা অন্য কারও নাম হতে পারে। যেনাম টা দিবেন সেটা দেখাবে।
5. এখানে মূল ম্যাসেজটা লিখুন।
6. ক্যাপচাটা পূরণ করূণ। ক্যাপচা মানে ইমেজে যে লখাটা দেখছেন সেটা। যেমন এখানে হবে: futivin the
7. এবার Send বাটন চাপুন।
ব্যাস চলে গেল আপনার SMS, একটু পরেই তা প্রাপকের মোবাইলে ডেলিভারি হয়ে যাবে।
আমি মহসিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অতি সাধারন একজন মানুষ আমি। অন্যের মাঝে সুখ খুঁজি......
কাজ হয়েছে ধন্যবাদ ।