**এবার অ্যান্টিভাইরাস নিয়ে ছিনিমিনি খেলি **

আমি ভাবতে পারিনি আমার প্রথম টিউন অনেকের কাছে অনেক গোছালো , অনেক পরিপক্ক মনে হয়েছে । সেজন্য আমি সবার কাছেই কৃতজ্ঞ ।

আমরা আসলে অনেক ব্লগ , অনেক ওয়েবসাইটে অ্যান্টিভাইরাস এর কার্যকারিতা নিয়ে অনেক পোস্ট , অনেক ক্যাচাল শুনেছি এবং পরেছি । অনেকের কাজ হয়েছে এবং অনেকের হয়নি । কিন্তু কেন যেন মনে হচ্ছে আসলে আপনারা আমার পোস্টটির জন্যই  বসে ছিলেন ।

সিরিয়াস কথায় আসি । সেটা হল আজ আমরা দেখবো আসলেই আমাদের অ্যান্টিভাইরাসগুলো কাজের নাকি মন ভোলানো কোন কিছু । আমি যে ওয়েবসাইটের কথা বলবো তারা রীতিমতো ভাইরাস এর কারখানা খুলে বসেছে ।

ওয়েবসাইটের সৌন্দর্য অনেকটা এইরকম

ওয়েবসাইটের অ্যাড্রেস ঃ http://vx.netlux.org/vl.php

এবার আপনি ওয়েবসাইটে গিয়ে অনেক ভাইরাস এর কালেকশন পাবেন । আমি সিলেক্ট করেছি ব্যাকডোর
সিলেক্ট করার পর অনেক ফাইল আসবে , আমি ব্যাকডোর ভাইরাস এর ব্যাট ফাইল এর সাব ফাইলটিতে ক্লিক করলাম

লক্ষ্য করুন মার্ক করা আছে । ফ্লপি ডিস্ক এর চিহ্ন দেয়া আছে ।

এবার আপনি যখন ক্লিক করবেন তখন ডাউনলোড করতে চাইবে আপনার ডাউনলোড ম্যানেজার , এবং আপনার অ্যান্টিভাইরাস যদি আসলেই কর্মক্ষম হয় তাহলে মাঝপথেই আটকে দিবে , অথবা ডাউনলোড করতে দিবে না , অথবা ডাউনলোড এর পর ব্লক করে দিবে ।   আমি ইসেট ইউজার । দেখুন আমার অ্যান্টিভাইরাস কিভাবে আটকে দিলো ।

(( আপনার অ্যান্টিভাইরাস যদি উপরোক্ত কোনটাই না করে তাহলে দয়া করে ফাইলটি ওপেন করবেন না, ওপেন করলেই আপনার পিসির কেল্লা ফতে )))

যারা  ক্র্যাক করে ব্যাবহার করেন তারাও দেখতে পারেন , পাইলেও পাইতে পারেন ...... (গ্যাপে বসিয়ে নিয়েন নিজ গুণে )

___কানে কানে বলি আমারটাও কিন্তু ক্র্যাক করা ____ কাজ কিন্তু হইতেসে 🙂

বরাবরের মতো ছোট্ট একটি উপদেশ _

(( আমরা মোবাইল ফোনে মিথ্যা বলা থেকে বিরত থাকি , হয়তো সারাদিন কাজকর্মে কোন মিথ্যা বলছিনা কিন্তু মোবাইল ফোনে মিথ্যা বলছি । বিশেষ করে আমরা তরুণ সমাজের কাছে এটা এখন হাল ফ্যাশান । প্রেমিকার কাছে মিথ্যা না বললে নাকি প্রেমিক  ই  না সে ... আর কিছু বললাম না , অনেকের কলিজায় আঘাত লাগতে পারে))

Level 0

আমি Nayim_Tarchira। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা ভাল লাগে টাই করি । সুপার পাগল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

মিয়া দিছেন তো ভাইরাসের কারখানা। এখন তো পোলাপাইনে ভাইরাস ডাউনলোড কইরা ছড়াইয়া দিবো। তখন যারা ভাল এন্টিভাইরাস ইউজ করে না তারা তো শেষ।

    Level 0

    @jobayerassal: পোস্ট এর কোয়ালিটি বুঝে কমেন্ট করেন ভাই। নেগেটিভ ভাবে নিলে এই পোস্ট আপনার জন্য না। এরকম কমেন্ট এ টিউনার এর উৎসাহ কমে যায়। আশা করি বুঝতে পেরেছেন।

এইডা একটা কাম করলেন মিয়া? আমি জোবায়ের ভাই এর সাথে একমত!

জোবায়ের ভাই…hw can i change ma prof pic??????????????????

amar avira ta o dorce

মিয়া দিছেন তো ভাইরাসের কারখানা। এখন তো পোলাপাইনে ভাইরাস ডাউনলোড কইরা ছড়াইয়া দিবো। তখন যারা ভাল এন্টিভাইরাস ইউজ করে না তারা তো শেষ। …. গুরু যারা কুকর্ম করবে তারা তো চাঁদে গিয়েও করবে …। সব জিনিস এর ই তো ভাল খারাপ দুইটা দিক থাকে , আপনি ভাল তা গ্রহণ করলেই হল । কে কি করবে তার দরকার নাই …। 🙂

আমার Avg তো সাইটেই ঢুকতে দিতাছেনা

তানভীর ভাই তাহলে তো অনেক ভাল … আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার জিনিস থিক আছে …। 🙂

Level 0

Nice

আমার Avast ব্লক করে দিছে। অ্যান্টিভাইরাস কাজ করে। Facebook এ বাংলা লেখা পড়া যাই না কিন্তু টিটি তে ঠিক ভাবেই পড়তে পারছি । এই সমস্যার সমাধান কি ভাবে করব।

good job broo…

Level 0

yap block………….

Level 0

Eset Smart Security 5 er crack serial lagbe …ko system janale khushi hobo…1 month por por trial license nite r valo lage na 😛

Level New

ভাই আমার একটা প্রশ্ন হল- আপনি কি প্রেম করেন?

Level New

ভাই আমার ছোট খাট কিছু শত্রু আছে তাগোরে এই ভাইরাস দিমু আর সাথে একটা নতুন গান দিমু। তার পর কেল্লা ফতে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি খারাপটা গ্রহন করলাম আমার ভালোর জন্য।

@jobayerassal : ভাই আমার একটা প্রশ্ন হল- আপনি কি প্রেম করেন?

উত্তর ঃ হা ভাই (বুঝতে পারছি কেন বলেছেন )

আমি খারাপটা গ্রহন করলাম আমার ভালোর জন্য। ভাল গ্রহণ করলেই আমার কাজ সার্থক

Level 0

আমারটা Microsoft Security Essential. ঢুকবো? সাহস পাইতিসি না ভাই! :O
সাহস দিলে একটু ট্রাই কইরা দেখতাম…..

Level 0

download করসি। antivirus দিয়ে search ও করসি। পাইসে ও 😀

@টেক ভাই … 🙂

    Level 0

    @Nayim_Tarchira: আপনার পোস্ট এর শেষের উপদেশ টা অত্যন্ত বাস্তব সম্মত। খুব ভালো লাগলো।

ধুর !!বেরসিক এন্টি ভাইরাস , site এ ঢুকতেও দিল নাহ

বাজে কাজ

সংরক্ষণের জন্য কি এন্টিভাইরাস বন্ধ রেখে ভাইরাস ফাইল গুলো ডাউনলোড করতে পারব? ওপেন করব না আর কি?