আমি ভাবতে পারিনি আমার প্রথম টিউন অনেকের কাছে অনেক গোছালো , অনেক পরিপক্ক মনে হয়েছে । সেজন্য আমি সবার কাছেই কৃতজ্ঞ ।
আমরা আসলে অনেক ব্লগ , অনেক ওয়েবসাইটে অ্যান্টিভাইরাস এর কার্যকারিতা নিয়ে অনেক পোস্ট , অনেক ক্যাচাল শুনেছি এবং পরেছি । অনেকের কাজ হয়েছে এবং অনেকের হয়নি । কিন্তু কেন যেন মনে হচ্ছে আসলে আপনারা আমার পোস্টটির জন্যই বসে ছিলেন ।
সিরিয়াস কথায় আসি । সেটা হল আজ আমরা দেখবো আসলেই আমাদের অ্যান্টিভাইরাসগুলো কাজের নাকি মন ভোলানো কোন কিছু । আমি যে ওয়েবসাইটের কথা বলবো তারা রীতিমতো ভাইরাস এর কারখানা খুলে বসেছে ।
ওয়েবসাইটের সৌন্দর্য অনেকটা এইরকম
ওয়েবসাইটের অ্যাড্রেস ঃ http://vx.netlux.org/vl.php
এবার আপনি ওয়েবসাইটে গিয়ে অনেক ভাইরাস এর কালেকশন পাবেন । আমি সিলেক্ট করেছি ব্যাকডোর
সিলেক্ট করার পর অনেক ফাইল আসবে , আমি ব্যাকডোর ভাইরাস এর ব্যাট ফাইল এর সাব ফাইলটিতে ক্লিক করলাম
লক্ষ্য করুন মার্ক করা আছে । ফ্লপি ডিস্ক এর চিহ্ন দেয়া আছে ।
এবার আপনি যখন ক্লিক করবেন তখন ডাউনলোড করতে চাইবে আপনার ডাউনলোড ম্যানেজার , এবং আপনার অ্যান্টিভাইরাস যদি আসলেই কর্মক্ষম হয় তাহলে মাঝপথেই আটকে দিবে , অথবা ডাউনলোড করতে দিবে না , অথবা ডাউনলোড এর পর ব্লক করে দিবে । আমি ইসেট ইউজার । দেখুন আমার অ্যান্টিভাইরাস কিভাবে আটকে দিলো ।
(( আপনার অ্যান্টিভাইরাস যদি উপরোক্ত কোনটাই না করে তাহলে দয়া করে ফাইলটি ওপেন করবেন না, ওপেন করলেই আপনার পিসির কেল্লা ফতে )))
যারা ক্র্যাক করে ব্যাবহার করেন তারাও দেখতে পারেন , পাইলেও পাইতে পারেন ...... (গ্যাপে বসিয়ে নিয়েন নিজ গুণে )
___কানে কানে বলি আমারটাও কিন্তু ক্র্যাক করা ____ কাজ কিন্তু হইতেসে 🙂
বরাবরের মতো ছোট্ট একটি উপদেশ _
(( আমরা মোবাইল ফোনে মিথ্যা বলা থেকে বিরত থাকি , হয়তো সারাদিন কাজকর্মে কোন মিথ্যা বলছিনা কিন্তু মোবাইল ফোনে মিথ্যা বলছি । বিশেষ করে আমরা তরুণ সমাজের কাছে এটা এখন হাল ফ্যাশান । প্রেমিকার কাছে মিথ্যা না বললে নাকি প্রেমিক ই না সে ... আর কিছু বললাম না , অনেকের কলিজায় আঘাত লাগতে পারে))
আমি Nayim_Tarchira। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা ভাল লাগে টাই করি । সুপার পাগল
মিয়া দিছেন তো ভাইরাসের কারখানা। এখন তো পোলাপাইনে ভাইরাস ডাউনলোড কইরা ছড়াইয়া দিবো। তখন যারা ভাল এন্টিভাইরাস ইউজ করে না তারা তো শেষ।