আমরা যেখানে ফ্রি নেটের সুবিধা পেতাম সেখানে এখন টাকা দিয়ে নেটের সুবিধা পেতে হচ্ছে তাও টাকার তুলনায় সার্ভিস অত্যন্ত নগন্য । এছাড়াও কিছুদিন পরে পরে ব্রডব্যান্ডের লাইনে সমস্যা হলে তো কথাই নেই আমাদের মত কম্পিউটার প্রেমীদের পরতে হয় ভোগান্তিতে । আবার আমাদের দেশের সব জায়গাতেই ব্রডব্যান্ডের লাইন এখনও পোছয়নি যার ফলে অনেককেই ব্যবহার করতে হয় gprs অথবা edge মডেমে । যার খরচ অত্যাধিক বেশী কেননা তাকে প্রথমেই একটি মডেম কিনতে হয় আর একটি ভাল মডেম কিন্তু ৪০০০ - ৫০০০ টাকা খরচ পরে । আর যে কোম্পানিরই সিম দিয়ে সে মডেম চালাবে তাকে এজন্য সিম কিনতে প্রায় ১০০০ টাকা দিতে হয় । আমি জানি অনেকেই আপনারা ব্রডব্যান্ডের প্রতি অনাগ্রহ কিন্তু খারাপের মাঝে ২-১ টা ভালও থাকে এটা ব্যাতিক্রম নয় । আমি নিজেও কয়েকটি লাইন চালিয়েছি যেমন প্রথমে চালিয়েছি বাংলালিংক দিয়ে gprs মডেম দেখলাম কখণও কখনও ০ বিটেও নেমে আসে ।এটা ২০০৮ এর ঘটনা । তার এক মাস পরে নিলাম ব্রাক নেট , দেখলাম ওদের কেরামতি । ইচ্ছাছিল ওদের সার্ক এনার্জি ড্রিংক খায়িয়ে স্পিড বাড়াতে । যাইহোক ডাউনলোড স্পিড দেয়ার কথা ছিল ৩২ কেবিপিওস । কিন্তু পেতাম ৭-১২ ।এর মাঝে ১৩ দিন নেটের লাইনই ছিল না ।
এরপর আমার বন্ধু ISP থেকে Reseller হিসেবে নেট আনে আমার ও আর এক বন্ধুর জন্যে । কিন্তু ব্রডব্যান্ডের উপরে অনেক রাগছিলাম তাই মনে মনে বলেছিলাম আর নেট চালাব না । কিন্তু ওই বন্ধুর ওখানে মাঝে মাঝে ফ্রি চালাতাম । ৩ মাস ধরে পর্যবেক্ষন করলাম ওদের সার্ভিস । দেখলাম অন্যন্য ISP থেকে ওদের সার্ভিস অনেক গুনে ভাল আর মাসে মাসে বিলও কম । এই Isp এর নাম Maisha সংক্ষেপে Mtlbd । আমি যতটা জানি আমার বন্ধু ব্রাউজিং স্পিড ১২৮-১৯৬ কেবিপিএস এর জন্য ISP কে দেয় ৫০০ টাকা । আর আমি আমার বন্ধূকে দেই ৭০০ টাকা মাসে । আর আমি ডাউনলোড স্পিড পাই ২০-২২ কেবিপিএস । আর ব্রাউজিং স্পিড ২৫৬-৩২০ কেবিপিএস এ স্পিড পাওয়া যায় ৪০-৫০ কেবিপিএস । তবে বেশীরভাগ সময়ই ৪০+ থাকে । এটার জন্য ISP কে দিতে হয় ৯০০ টাকা আমি যদি নেই তবে ওকে ১০০০ দিব ।
দেখুন আমি যে স্পিড পাইঃ
এদের প্রায় পুরো ঢাকা জুড়েই নেটের লাইন আছে । আপনারা যদি কখনও Maisha এর নেট ব্যভহার করে থাকেন আশা করি তখন বুঝবেন এদের সেবার মান কতটুকু । তবে সেবা শুধুমাত্র ISP এর উপর নুর্ভর করে না Reseller দের উপরও নির্ভর করে । তাই আগে রিসেলারদের সেবা দেখে নিন । আশা করি ব্রডব্যান্ড ব্যবহার করার মজাটা বুঝবেন Maisha এর লাইন ব্যবহার করলে । আমি নেটে এদের ম্যাপ খুজেছিলাম দেখাতে কোথায় কোথায় ওদের শাখা আছে কিন্তু পাই নাই । আশা করি সবার বাসার খুব কাছেই এদের রিসেলার দের পাবেন ।
আপনাদের জন্যে আমি Maisha এর অফিস গুলোর ঠিকানা ও ফোন নম্বর দিয়ে দিচ্ছি ।
বনশ্রী শাখাঃ
H#17 ( 1st Floor ) , Road-B,Banasree,Rampura
Dhaka - 1219
Phone: 7286790,7287600
Mobile : 01713-194869
মতিঝিল শাখাঃ
78 motijheel C/A , 6th Floor, Dhaka - 1000
Phone : 9570245
Mobile : 01713-194880
খিলগাও শাখাঃ
H#271/C[GF],Khilgaon
Dhaka-1219
Phone:7218113
Mobile: 01713194897
পল্টন শাখাঃ
40/3 Naya Paltan VIP Road , 3rd Floor
Dhaka-1000
Phone: 8362072
Mobile: 01713-194876
বংশাল শাখাঃ
Shahid Syed Nazrul Islam Sharani
North South Road,Bongsal
Mobile: 01713-194868
ধানমন্ডি শাখাঃ
H#31/A, 1st Floor,Road-9,Dhanmondi
Dhaka-1209
Phone-9145419
Mobile: 01713-194893
গুলশান শাখাঃ
30,Shazad Plaza,2nd Floor,Gulshan-2
Dhaka-1212
Phone-8832592
Mobile:01713194890
নিকুন্জ শাখাঃ
H#8 [GF], Road-18,Nikunjo-2,
Dhaka-1219
Phone:8957836
Mobile:01713-194883
মিরপুর শাখাঃ
219,Rokeya Saroni Road Senpara, Parbota,Mirpur-10
Dhaka-1207
Phone:9015452
Mobile:01713-194898
উত্তরা শাখাঃ
H#35[GF], Road-7,Sector-4, Uttara Model Town
Dhaka-1230
Phone:8957465
Mobile:01713194886
টংগী শাখাঃ
Mobile : 01713-194867
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ভাই !!! উত্তরা ৩ নং সেক্টরে ওদের কোন রিসেলার কি আপনার জানা মতে আছে ?
আর আমি যতটুকু জানি মাইশা ভিওআইপি ধরা খেয়ে প্রচুর টাকা জরিমাণা দিয়ে লাইসেন্স হারিয়ে আপাত্ত ঘুমাচ্ছে।