” একের ভেতর তিন । জাভা মোবাইলে মিনিমাইজ করে একসাথে Opera Mini + Ebuddy 1.5 + Royel File Explorer ব্যবহার করুন “

সাধারনত অধিকাংস জাভা মোবাইলে সফটওয়্যার মিনিমাইজ করা যায় না বা একটি সফটওয়্যার চালু রেখে অন্য কোন সফটওয়্যার ওপেন করা যায় না ।
অন্য সফটওয়্যার চালু করতে হলে প্রথমে চলতি সফটওয়্যারটি বন্ধ করতে হয় । এটি অত্যন্ত বিরক্তিকর কাজ । বিশেষ করে ফেসবুক বা অন্যান্য সোসিয়াল নেটওয়্যাকে মোবাইল দিয়ে চ্যাট করার সময় চ্যাট ছাড়া অন্য কিছু করা যায় না , ইচ্ছে হলেও ইন্টারনেট এর অন্য কিছু ব্যবহার করা যায় না ।
অন্য কিছু ব্যবহার করার জন্য অপনাকে সফটওয়্যারটি বন্ধ করতে হয় ।
এরপর যখন আবার চ্যাটিং সফটওয়্যারটি ওপেন করবেন তখন অনেক কে.বি. (k.b) খরচ হবে ।[কারন চ্যাটিং সফটওয়্যার চালু করার সময় প্রচুর k.b. খরচ হয় এরপরে অল্প-অল্প করে খরচ হয়]
এই কারনে একটি বিশেষ সফটওয়্যার তৈরী করা হয়েছে । এরমধ্যে Ebuddy , Opera Mini & Royel File Explorer একসাথে আছে ।
এই সফটওয়্যারটি ওপেন করে একসাথে এই তিনটি সফটওয়্যার ব্যবহার করা যাবে ।
এই তিনটির মধ্যে যেকোন একটি ওপেন করুন ।
এবার চালু অবস্থায় অন্য সফটওয়্যার ব্যবহার করতে চাইলে মোবাইলের * চেপে ধরে রাখুন তাহলে হোমপেজে চলে আসবেন । এবার অন্যটি ওপেন করুন । এভাবে তিনটি সফটওয়্যারই চালু রাখতে পারবেন । এইটির বিশেষ সুবিধা হল যদি আপনি Ebuddy চালু রেখে Opera Mini /Royel File Explorer ব্যবহার করলে কেউ যদি আপনাকে চ্যাটে ইনভাইট /ম্যাসেজ পাঠায় তাহলে আপনি Opera Mini /Royel File Explorer ব্যবহার করা অবস্থায়ও ম্যাসেজ এর টোন শুনতে পাবেন ।
তো চলুন এখুনি এই বিশেষ সফটওয়্যারটি ডাউনলোড করে নিই ।
সফটওয়্যারটি ডাউনলোড করতে

ক্লিক করুন ।

Fore More
http://bdfoorti.com
>(Latest Tips & Tricks)

এই পোষ্টটি পূর্বে আমাদের এই সাইটে প্রকাশ করা হয়েছে....
http://blog.bdfoorti.com

Level New

আমি কিবরিয়া রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.