আসসালামুআলাইকুম ।
Tech Tune এ আপনাদের সকলকে স্বাগতম । আজ আমি আপনাদের Windows এর একটা গোপন কথা বলব । আপনি কি জানেন Widows আপনার Total Internet speed থেকে 20% (version ভেদে ভিন্ন হতে পারে )কেটে রেখে দেয় । লাইনটি আবার পরুন । কি অবাক হচ্ছেন না । আর Windows এটা করে তার Update নেয়ার জন্য । আর তাই আপনি Windows Update এর বেশীর ভাগ সময় টের পান না । আর Internet Browsing সময় এই 20% সম্পূর্ন অলস ভাবে পড়ে থাকে । মনে মনে হয়ত বলছেন কতই না Tricks এর কথা শুনলাম কতই না Software Download করলাম কিন্তু এটা কি !!!! এক মিনিট পড়ে আপনি ও বুঝতে পারবেন ।
এবার চলুন দেখা যাক কিভাবে এই 20% কাজে লাগানো যায় ।
আমাকে অনুসরন করুন :
1/Click on Run option
2/type>gpedit.msc
>>>>>>>>See Local Computer Policy
ঠিক আছে এখন ....
3/Click >Administrative Templates.
4/Click>Network
5/Click >QoS Packet Scheduler
6/ Click >Limit Reservable Bandwidth
7/এখন উপরের বাম কোনায় Enable এ Click করুন এবং Bandwidth Limit(%) 0দিবেন ।
8/Apply দিয়ে OK Click করুন । কাজ শেষ শুধু একটা Restart দিন আর দেখুন ।
আশা করি আপনারা আর এই Internet Speed নিয়ে আর মাথা ঘামাবেন না । আর একটি কথা না বল্লেই নয় যে, Bangladesh এর প্রেক্ষিতে আপনার Internet Speed বাড়াতে তে কোন Software ই কাজে লাগবে না ।এটাই একমাত্র স্থায়ী পদ্ধতী বিশ্বাস করুন আর না করুন ।
আপনি কি আমার এই টিউনগুলো দেখেছেন
ইন্টারনেটে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস !!! (বাংলাদেশকে ভালবাসলে অবশ্যই পড়া উচিত)বাংলাদেশের সকল সরকারি মন্ত্রণালয়ের ওয়েবসাইট সমূহের লিংক ।(অবশ্যই পড়া উচিত)
সকল Techtuner ভাই ও বোনদের জন্য একটি গুরুত্বপূর্ন Message ।(অবশ্যই পড়বেন)
Compress Your GB File to MB File(max10MB)
আমার টিউনটি ভাল লাগলে আমার Blogটি visit করতে পারেন ।Click Here
ধন্যবাদ !!!!!!
লেখক : মো: মিজানুর রহমান হৃদয়
সময় : 6:53am
তারিখ :29/12/2011
আমি Hridoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একটা কথা বলি।কিছু মনে করবেন না।টেক্টিউন্স এ এমন কাউকে খুজে পাবেন না যে এটা না জানে।আর সার্চ দিন।দেখবেন আপনার আগে এটা নিয়ে ভুরি ভুরি টিউন হয়েছে।
এসব নিয়ে টিউন না করাই ভালো।করতে চাইলে Windows Vista,7,8 কে নিয়ে করুন।
যাই হোক,নতুন টিউনার হিসেবে স্বাগতম।ধন্যবাদ।