আপনার জি-মেইলকে ব্যবহার করুন অনলাইনে ফাইল সংরক্ষণে জি-মেইল ড্রাইভ শেল এক্সটেনশন দিয়ে

আপনার জি-মেইল অ্যাকাউন্টকে ব্যবহার করুন অনলাইনে ফাইল সংরক্ষণে।

জি-মেইল ড্রাইভ আপনার গুগল মেইল অ্যাকাউন্ট কেন্দ্র করে ভার্চুয়াল(যে জিনিসের বাস্তব অস্তিত্ব নেই কিন্তু যৌক্তিক ভাবে বিদ্যমান)  ফাইল-সিস্টেম তৈরি করে  জি-মেইলকে   স্টোরেজ মাধ্যম(যেমন: হার্ড ডিস্ক,পেন-ড্রাইভ প্রভৃতি) হিসেবে ব্যবহার করার ব্যবস্থা করে দেয়।

জি-মেইল ড্রাইভ আপনার গুগল মেইল অ্যাকাউন্টের উপর ভার্চুয়াল ফাইল-সিস্টেম তৈরি করে। উইন্ডোজ এক্সপ্লোরার  থেকে জি-মেইল অ্যাকাউন্টে সরাসরি ফাইল সঞ্চয় এবং  জি-মেইল ড্রাইভে সঞ্চিত ফাইল পাওয়ার ব্যবস্থা করে দেয়। আক্ষরিক ভাবে জি-মেইল ড্রাইভ আপনার কম্পিউটারের মাই কম্পিউটার ফোল্ডারের অধীনে নতুন ড্রাইভ যুক্ত করে। যেখানে আপনি নতুন ফোল্ডার তৈরি, ফাইল অনুলিপি(Copy) এবং ড্রাগ এবং ড্রপ(কম্পিউটারে ফাইল টেনে এনে ছেড়ে দিয়ে কাজ করা)  করতে পারবেন।

যখন থেকে গুগল ব্যবহারকারীদেরকে জি-মেইল ই-মেইল অ্যাকাউন্ট প্রদান করা শুরু করল, ৮০০০ মেগাবাইট স্টোরেজ জায়গা সহ। আপনার অনেক জায়গা থাকলেও এই জায়গা পূর্ণ করার জন্য তেমন কিছু নেই। জি-মেইল ড্রাইভ ব্যবহার করে আপনি আপনার ফাইল জি-মেইল অ্যাকাউন্টে সঞ্চয় এবং ফেরত পেতে পারবেন।

জি-মেইল ড্রাইভ ব্যবহার করে আপনি যখন তৈরি করেন, এটি একটি ই-মেইল তেরি করে আপনার ই-মেইল অ্যাকাউন্টে পাঠায়। ই-মেইল আপনার সাধারণ মেইল অ্যাকাউন্টের ইন-বক্সে থাকে এবং ফাইলটি ই-মেইল সংযুক্তি হিসেবে সংযুক্ত হয়। জি-মেইল ড্রাইভ সময়ানুয়ী আপনার মেইল অ্যাকাউন্ট পরিক্ষা করে( জি-মেইলের সার্চ ফাংশন ব্যবহার করে) নতুন ফাইল পৌঁছেছে কিনা দেখার জন্য  এবং ডিরেক্টরির গঠন পূনর্গঠন করে। কিন্তু জি-মেইল ড্রাইভ আপনার কম্পিউটারে সংযুক্ত অন্যান্য হার্ড ড্রাইভের মত কাজ করে।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ব্যবহার : ডাউন-লোড করে ইন্সটল করার পর ব্যবহার করার মাই কম্পিউটারে নিচের মত ড্রাইভ তৈরি হবে।

 

এই ড্রাইভে ক্লিক করলে আপনার জি-মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

লগ ইন করার পর জি-মেইল ড্রাইভ ফোল্ডারে ডাবল ক্লিক করুন।নিচের ফোল্ডার খুলবে।এই ফোল্ডারে ফাইল সংরক্ষণ বা ডিলিট বা কপি করলে তা আপনার অনলাইন ড্রাইভে হবে।

 

মনে রাখবেন যে জি-মেইল ড্রাইভ গুগল প্রদত্ত ফ্রি জি

-মেইল সেবার উপর নির্ভর করে, জি-মেইল সিস্টেমের পরিবর্তন এই টুলটির কার্যকারিতা নষ্ট করে দিতে পারে।

উইন্ডোজের সকল ভার্সন সাপোর্ট করে।

আমার Plasma ব্লগে পূর্বপ্রকাশিত।

Level 0

আমি মোঃ রানা মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পরিসংখ্যান নিয়ে পড়ছি সাস্টে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

an error occured: login failed.

system error message

your IE browser’s cookie functionally is turned off…

যতবারই ট্রাই করি এটাই দেখায়…আমার প্রচুর ডাটা এটার ভিতরে…পিসি সেটাপ থেকে শুরু করে সবই করলাম…কোনো সমাধান পেলাম না…
পারলে সমাধান দিবেন…

এই সফটওয়্যারটি মূলত অনলাইনে কাজ করে। অফলাইনে কাজ করে না। আপনি ইন্টারনেট কানেকশন ছাড়া ফাইল সংরক্ষণ বা উদ্ধার করতে পারবেন না। এটি কাজ করার জন্য ইন্টারনেট এক্সপ্লোরারের কুকি ব্যবহার করে। ।আপনার ব্রাউজারে কুকি ব্ন্ধ করা তাই এই ত্রুটি। এ জন্য ইন্টারনেট এক্সপ্লোরারে Tools>Internet Option খুলে Privacy ট্যাবে settings এ select a zone থেকে যে ধরণের সেটিংয়ে কুকি গ্রহণ করা হয় তা ব্যবহার করুন।

Level 0

aki problem, baparta somadhaner chesta korun, aar problem ta solve er jonyo chobi diye post korun, mone hoche eta kaj debe, jodi kaj daye tobei priyo te rakhbo 🙂 tobe mononoyon e tick dilam