সকল Techtuner ভাই ও বোনদের জন্য একটি গুরুত্বপূর্ন Message ।(অবশ্যই পড়বেন)

সকল Techtuner ভাই ও বোনদের জন্য একটি গুরুত্বপূর্ন Message ।(অবশ্যই পড়বেন)

আসসালামুআলাইকুম,

Techtuner ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ন Message

আশা করি সবাই ভাল আছেন ।আজ আমি আসলে এমন একটি বিষয নিয়ে আলোচনা করব নিয়ে আলোচনা করব যা ‍আমাদের নৈতিক দায়িত্যবোধকে জাগ্রত করতে উৎসাহিত করবে ।আপনারা যারা ব্লগিং করেন বা নিজেদের ওয়েবসাইট আছে তারা হয়ত প্রায়ই বা হঠাৎ হঠাৎ একটি বিষয় লক্ষ করেন ।আর তা হল আপনার প্রিয় পাঠকদের মন্তব্য ।

আপনি অবশ্যই এমনটি চান যে, আপনার ব্লগে বা সাইটে বিষ্লেষন মূলক ভাল ভাল মন্তব্য আসুক যা আপনার পাঠকদের আপনার লেখা গুলো পড়তে আগ্রহি করবে এবং আপনিও অারো ভাল ভাল লেখা তাদের উপহার দিতে পারবেন ।এটা আসলে সবাই চায় ।কিন্তু কেউ যখন আপনার কষ্টের লিখাগুলোকে এমন ভাবে তিরষ্কর করে যে আপনার এই লেখার কোন ভিত্তিই নেই ।আর তারা মাঝে মাঝে এটা প্রকাশ করে গালি দেয়ার মাধ্যমে ।আর এই বিষয়টা কোন লেখকের পক্ষেই ভাল ভাবে নেওয়া সম্ভব নয় ।এটি শুধু একজন লেখককে তার সৃষ্ঠি থেকেই বিরত রাখেনা ভবিষৎ সকল প্রকার কাজে তাকে বাধা প্রদান করে ।আপনি যেমন একজন ব্লগার বা ওয়েবসাইটের মালিক তেমনি আপনি একজন পাঠকও।

আমি শুধু আপনাদের বলতে চাচ্ছি যে, আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করেন এই লেখা গুলো পড়ার জন্য ।তাই কখনও কোন প্রকার খারাপ বা উদ্দেশ্যমূলক মন্তব্য করবেন না ।এতে আপনাদেরই সবচেয়ে বেশী ক্ষতি হবে । ভাবছেন ‍আমি কেন আপনাদের এসব বলছি ।এর পিছনে অনেক বড় একটা কারন ‍আছে । এই বিষয়টা অনেকটা একটি জ্বলন্ত প্রদ্বিপকে নিভিয়ে দেয়ার মত ।আমাদের বাঙ্গালীদের এরকম প্রতিটি site কে ‍আপনার ঘরের একটি করে প্রদিপ মনে করুন ।পার্থক্য হচ্ছে হয়তো কোনটা বেশি আলো ছড়াচ্ছে আবার হয়ত কোনটা কম আলো ছড়াচ্ছে কিন্তু তার মানে এই নয় যে আপনি তা নিভিয়ে দিবেন ।আর যদি নিভিয়ে দেন তাহলে ক্ষতিটা আপনার । আমরা সবাই বাঙ্গালী ।আর এই ইন্টারনেটের যুগে লক্ষ লক্ষ website ও Blog এর মাঝে ‍আমাদের site গুলোকে জনপ্রিয় ও আলোচিত করে তুলতে হলে ভাল মানের লেখার পাশাপাশি ভাল পাঠক ও তাদের মহা মুল্যবান মন্তব্যগুলো প্রয়োজনের কোন শেষ নেই ।আপনার একটি মহামুল্যবান বক্তব্য হয়ত লেখককে আরেকটি মহামুল্যবান সৃস্টির দিকে নিয়ে যাবে ।আর এই ভাবেই ‍আমাদের বাঙ্গালী সাইটগুলো জনপ্রীয় করে তুলতে হবে ।ভাবছেন এতে আপনার লাভ কি ।লাভ অবশ্যই আছে আর তা হল আপনি যখন একটি সাইট খুলবেন তখন আপনি এর লাভ আর ক্ষতি সম্পর্কে বুঝতে পারবেন ।তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে, যদি আমাদের সাইটগুলো জনর্প্রীয় হয় তাহলে আমাদের দেশ প্রচুরে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে । ফলে এতে আমাদের সকলেরই লাভ ।

আশা করি আপনাদের সবাইকে আমি যা বুঝাতে চেয়েছি তা বুঝাতে পেরেছি ।আপনারা আজকের পর থেকে যারই ব্লগ বা ওয়েব সাইটে ঢুকবেন অবশ্যই তাতে উৎসাহ প্রদান করার মত কিছু না কিছু লিখতে চেষ্ঠা করবেন ।যদি ভাল না লাগে তাহলে খারাপ মন্তব্য করা থে খেকে বিরত থাকুন আর ভাল না লাগার কারনটি লিখে দিন যাতে লেখক তার ভূল গুলোকে সংষোধন করতে পারে ।আর বেশি বেশি বাঙালীদের সাইগুলো Visit করবেন।অন্তত একটা click দিবেন ।

সকলকে ‍অনেক ‍অনেক ধন্যবাদ আমার লেখাটি ধৈর্য সহকারে পড়ার জন্য ।আমার লেখাটি সার্থক হবে যদি ‍আপনারা আমার এই সামান্য অনুরোধটুকু রাখেন ।সকলকে আগাম HAPPY NEW YEAR 2012

সবাই ভাল থাকবেন ।

লেখক: মো: মিজানুর রহমান হৃদয়

ভাল লাগলে আমার ব্লগটি একবার দেখতে পারেন । এখানে Click করুন

সময় :3:23pm

তারিখ :26/12/2011

Level 0

আমি Hridoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিকই বলেছেন। যদি কারও ভুল হয়, তাহলে তা সুন্দরভাবেই তুলে ধরা উচিত, তিরস্কার নয়। আর এটিও ১০০% সত্য যে লেখক যদি কোন সুন্দর মন্তব্য পায়, তবে সে আরো উৎসাহিত হয়। তবে আমদের একটা সমস্যা হচ্ছে, আমরা শুধু ভাল ভাল লেখকদের পোস্টেই মন্তব্য করি, অন্য পোস্টে করি না বা করতে ইচ্ছা করে না, সেটা যত উপকারি পোস্টই হোক না কেন।

    Level 0

    আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ।

Level 0

tar mane kono rajakarer shontan jodi ekta blog open kore bole muktijuddhe rajakar ra bhalo kaaj korechilo, rajakarder kono dosh nei, rajakarder bicharer dorkar nei, tahole shei kukur ke gali na die haat tali die ashte hobe,karon she onek kosto kore likhechhe, karon shei blog theke boideshik mudra orjon hochhe, naki? karon oita ekta prodeep, ri8?
bhaia, amar kotha te raag hoenna, ektu bibechona koren, tarpore likhen

    Level 0

    ভাই আমি যা বঝাতে চেয়েছি তার বিন্দু মাত্রও আপনি বুঝতে চেষ্টা করেননি ।একজনকে রাজাকার মনে কারে হাজার জন বাঙালীকে গালী দেয়া ‍আপনার মতে ঠিক হতে পারে। আপনি যা বলতে চাচ্ছেন তার কোন যৌক্তিকতা নেই ।তবে একটা কথা ঠিক আমি যাদের জন্য এই Message টা লিখেছি তাদের জন্য আপনার এই মন্তব্য উদাহারন হয়ে খাকবে ।আর আপনার পরিচিত কোন রাজাকারের Blog বা Website থাকলে আমাদের সাথে Share করতে পারতেন ।তারপর দেখতেন কী হয় ???? আর ভাই আপনার User Name টা আজই পালটান ।কারন আপনার দ্ধারা কারো কাছ থেকে কোন কিছু শিখা সম্বব নয় ।ধন্যবাদ !!

      Level 0

      @Hridoy: adf.ly দিয়ে টিউন করেই তো আপনি ব্লগ এর আইন ভঙ্গ করছেন, ২ ডলার ইনকাম এর জন্য ১০০০ ভিজিটর কে কষ্ট দিবেন এই কি আপনার ব্লগিং?
      ar bhaia, rajakarder gali dile ki apnar jole?lol, taile to beparta shondehojonok, 😛
      khub shabdhan, khub shabdhan , Rajakar der kintu alltime latthi-jutar upore rakhi ami, bhuleo ei bhul koirenna

হৃদয়ের কথা বলেছেন।১০১ঠা ধন্যবাদ।

Level New

ভালো কথা ।

সকল Techtuner ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ন Message ।(অবশ্যই পড়বেন)…..
Khub valo Topics..Thank you…Kintu Title ta Sudhu Techtuner Vai der jonye keno? Bon ba Apa der jonye keno na ?

    @বিপাশা: আপুরাতো কমেন্টস কম দেয়, তাই তাদের কথা ভুলে যায়। মনে থাকলে আবার কল্পনায় অন্য কারো কথা মনে পড়ে যায়।

    Level 0

    Sorry! আপু ‍এখনই টাইটেল টা Change করে দিলাম ।ধন্যবাদ ভূলটিকে ধরিয়ে দেয়ার জন্য ।

    Level 0

    @বিপাশা: 🙁 আপু মিটআপে কোন আপুকেই পাইনি। আসা প্রয়োজন ছিল ঢাকার মিটআপে। তা হলে পোস্টের সময় আপুদের কথা স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে

Level 0

অনেক ভাল একটা কথা বলছেন ধন্যবাদ আপনাকে………………………

Level 0

খুব ভাল লাগল লেখাটা। আমি ফেসবুক এ দুই বাংলার একটা মিলন পেজ খুলেছি। আমি চাই ওখানে আমি না,দুই বাংলার মানুষ কথা বলবে। তাই আপনাদের সহযোগিতা চাই। পেজটি লাইক করুন এবং আপনাদের কথা তুলে ধরুন। ( এখানে পেজ প্রোমোট করার জন্য ক্ষমা চেয়ে নিলাম ) পেজ লিঙ্কঃ http://www.facebook.com/DuiBangla