পিসিতে রেডিও শোনার কিছু পদ্ধতি(পর্ব-১)

আসসালামু আলাইকুম ।। আজ পিসিতে রেডিও শোনার কিছু টিপস নিয়ে হাজির হলাম ।।
রেডিও আমাদের খুব প্রিয় একটি বিনোদনের মাধ্যম ।। ৪০ বছর পুর্বে ১৯৭১ সালে রেডিও প্রযুক্তি আমাদের মুক্তিযোদ্ধাদের খবর শুনা ও যোগাযোগ রহ্মার অন্যতম মাধ্যম ছিল।। এই যুগে এফ এম রেডিও গুলো আমাদের প্রতি মূহুর্তের সঙ্গি ।। তাই ক্রমিক আকারে পিসিতে রেডিও শুনার কিছু টিউন আপনাদের সামনে হাজির করব ।।

পদ্ধতি ১-
Apple itune নামে বিশ্ব বিখ্যাত কোম্পানি এপেল এর একটি সফটওয়ার আছে প্রথমে আমাদের সেটা আমাদের ডাউনলোড দিতে হবে।। এখান থেকে ডাউনলোড দিন http://www.apple.com/itunes/

এখন এই সফটওয়ার ওপেন করেন ।। একটি প্লে লিস্ট বানান ।। প্লে লিস্ট বানাতে নিচে "+" বাটনে ক্লিক করেন ।। আপনার ইচ্ছা মত একটা নাম দেন ।।
এবার উপরে "Advance" থেকে " Open Audie Stream" ওপেন করেন ।।

এই বক্সে আপনার প্রিয় বাংলা রেডিওর URL লিখতে হবে।। নিচে কিছু বাংলা রেডিওর URL দিলাম।।
রেডিও ফুর্তি-http://115.127.14.180:8000/
রেডিও টুডে-http://122.248.11.50:8000/
লেমন২৪-http://115.127.14.58:8000/
অনিয়ম-http://teksea.homeip.net:8000/
বাংলাদেশ বেতার-http://123.49.36.26:1200/
রেডিও আর্তনাত-http://67.212.189.122:8070/
রেডিও গুন গুন-http://69.39.233.135:8032/
রেডিও আপন-http://99.198.118.205:8150/
রেডিও আমার-http://203.202.253.56:8000/
এখান থেকে URL কপি করে পেস্ট করুন বক্সে এর পর ওকে ক্লিক করুন ।।
আর আমার ব্লগ থেকে শুনতে পারেন বাংলাদেশের সব গুলো রেডিও http://fmguys.blogspot.com/
ভাল থাকবেন।। আবার দেখা হবে রেডিও শোনার কিছু পদ্ধতির দ্বিতীয় পর্বে।। শুভ রাত্রি।।

Level 0

আমি আহমেদ কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এখনও একজন ছাত্রই আছি। মাঝে মাঝে যুক্ত হই টেকটিউন্স আর ব্লগিং এর সাথে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks .darun kaj hoy

ভাই ভালো

খুবই ভাল লাগলো।
ইন্ডিয়ান কিছু station– radio one-94.3/ radio mirche-98.3/ red fm-93.5/ friends fm- 91.9/
power fm-107.8 এগুলো কি পাওয়া যাবে?
please একটু যানাবেন কি?
[email protected] এই ঠিকানায়
ধন্যবাদ।

খুবই ভাল লাগলো।

amar kaje asba

Level 0

ভাই ভালো,but vai http://www.apple.com/itunes/ soft ta download hosse na!?

awesome vaia.

Level 0

ektao kaj korena . radio amar er ip holo http://114.130.35.222:8000/ eita . shothik ip gula den
dekhen eita kaj korbe