আপনার ব্লগ এর পোস্টগুলো অটোপোস্ট করুন ফেসবুক ফান পেজে

আপনি যখন একটি ব্লগ তৈরি করেন ঠিক তখন পাশাপাশি আপনি চান জ ফেসবুকেও এর একটি পেজ খুলতে। পেজ ঠিকই খুলেন কিন্তু আপনি আপনার ব্লগ এ পোস্ট করলেও, আপনার ফেসবুক ফান পেজ এ পোস্ট করার টাইম হয় না। তাই আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার ব্লগ ( ব্লগার.কম) এর পোস্ট ফেসবুক এ অটো পোস্ট করবেন।

নিচের ক্রমানুসারে কাজ করবেনঃ

১) আপনার ফেসবুক এ লগিন করুন
২)সার্চ বক্স এ সার্চ দিন "NetworkedBlogs."
৩) আপানার ফেসবুক এর "app" থেকে "Register a Blog" এ ক্লিক করুন। এবং আপনার ব্লগ এর বিস্তারিত দিন।
ভাল টপিক দিবেন যেন আপনার ব্লগটি সহজে খুজে পাওা জায়।
৪) রেজিস্টার করার পর আপনার , Edit Details এ ক্লিক করুন এবং RSS or ATOM feed যোগ করুন।
৫) এখন আপনার "NetworkedBlogs. এ জান এবং "Syndication," এ ক্লিক করুন।
৬) "auto-publish to personal profile" এটি চেক করুন
৭) এবার আপনি একটি টেস্ট পোস্ট পাবলিশ করুন।
৮)যদি টিক মত পাবলিশ হয় তাহলে আপনার কাজ হয়ে গেছে।

এবার আপনার ইচ্ছা মত ব্লগ এ পোস্ট করুন আর দেখুন যে ফেসবুক পোস্ট এ অটো পাবলিশ হচ্ছে সব পোস্ট
পোস্টটি পূর্বে এই ব্লগ এ প্রকাশিত
ধন্যবাদ সবাইকে

Level 2

আমি খালেদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello World


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে কেউ বুঝবে?ছবি সহ দিবেন তো। আর একটা জিনিশ কিন্তু বলেন নি।যে ব্লগ Network Blog এ যোগ করবেন সেই ব্লগ এ Network Blog এর Gadget যোগ করে কনফার্ম করতে হবে।নাহলে কিন্তু পোষ্ট হবেনা।

ফেসবুক এ যে ফান পেইজ আছে সেটা তো আগে জানতাম না।

ফান পেইজ না।ফ্যান পেইজ।

    @মুকুট: এত প্যাচ মারেন কেন ? ছবি ছাড়াইতো আপনি বুঝলেন । যারা না বোঝে (আমার মত) তাদের জন্য ছবি সহ টিউনটা আপনিই করে ফেলুন প্লীজ ।

      @Aowlad Hossain: আরে ভাই…আপনি তো আজিব মানুষ।আমি তো বুঝবই।কারন যখন থেকে Network Blog চালু হয়েছে তখন থেকেই এটা ব্যবহার করছি।আর যারা নতুন তারা ছবি ছাড়া বুঝবে কিভাবে?ভেবে দেখুন।

      আমি এটা নিয়ে টিউন করলে আপনারাই বলবেন “”” একি টিউন বার বার ভালো লাগেনা।”””
      তাই এখন টিউন করলে বুঝে শুনে করি।

kisu bujhe na

Kisui Khuje pelam na.