Google Wave এ আমার দুটি Sandbox একাউন্ট এবং একটি Preview একাউন্ট রয়েছে। Sandbox দুটির মধ্যে একটি হচ্ছে টেস্ট একাউন্ট। Sandbox একাউন্ট হচ্ছে Wave এর ডেভেলপারদের জন্য যাতে বাগ থাকে পারে। আর Preview একাউন্ট হচ্ছে সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি Stable ভার্সন। যারা এখনও পর্যন্ত Google Wave এর Preview একাউন্ট যাচাই করে দেখতে পারেন নি, তাদেরকে আমার এই টেস্ট একাউন্টটি ব্যবহার করার আমন্ত্রণ জানাচ্ছি।
একাউন্টটি ব্যবহার করতে নিচের লিংকে ক্লিক করুন -
https://wave.google.com/a/wavesandbox.com/
Username: zakaria-test
Password: googlewave
লগইন করার পর Google Wave দেখতে না পেলে উপরের লিংকটিতে পুনরায় ক্লিক করুন।
Preview একাউন্ট পেতে চাইলে নিচের পোস্টে আপনার মন্তব্য দিন। যারা গুগল থেকে একাউন্ট পাবে, তারা আপনাদেরকে Invitation পাঠাবে।
আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার
জাকারিয়া ভাই। গুগল ওয়েব সম্পর্কে আমার ধারণা নাই। তাই একটু ধারণা দিলে ভালো হয়।