আপনারা হয়ত ইতিমধ্যেই জেনে গেছেন যে, Google Wave এর Preview ভার্সন রিলিজ হয়েছে। তবে এই মূহুর্তে তা সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে না। শুধুমাত্র Invitation এর মাধ্যমে তা ব্যবহারের সুযোগ দেয়া হচ্ছে, যেমনটি Gmail এর ক্ষেত্রে করা হয়েছিল। এক্ষেত্রেও একটি সীমাবদ্ধতা রয়েছে, আপনি শুধুমাত্র ৮ জনকে Google Wave ব্যবহারের আমন্ত্রণ জানাতে পারবেন।
আমি Google Wave এর একজন Sandbox User যা কয়েকমাস থেকে ব্যবহার করে আসছি। আজকে আমি Google থেকে Wave এর Preview একাউন্ট ব্যবহার করার আমন্ত্রণ পেয়েছি। আমি চাই এই পোস্টের মাধ্যমে টেকটিউনসের ৫ জন ব্যবহারকারীকে Invitation পাঠাতে। যারা আমন্ত্রণ পাবেন তারা যদি আরো ৫ জন টেকটিউনস ব্যবহারকারীকে আমন্ত্রণ পাঠান তাহলে একে একে সবাই Google Wave ব্যবহার করার সুযোগ পেয়ে যাবে।
যারা আমন্ত্রণ পেতে চান তারা নিচের কাজগুলো করুন -
Invitation পাঠানোর পর তা আপনার ইমেইল ইনবক্সে আসতে সময় লাগতে পারে, তাই অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। আশা করছি এই পদ্ধতিতে সবাই উপকৃত হবেন।
আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার
জাকারিয়া ভাই আমি আছি আমাকে পাঠান না হয় মরে গেলাম [email protected] তাড়াতাড়ি