আজ আমি আবার ও হাজির হলাম মজিলা ফায়ারফক্স এর গুরুত্বপূর্ণ অ্যাড অন্স পার্ট ২ নিয়ে।এই টিউন এর প্রথম পার্টে আমি ১০ টি অ্যাড অন্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই অনুযায়ীয়ই আজও আমি আরও ১০ টি অ্যাড অন্স শেয়ার করবো। তো আর কথা না বাড়িয়ে শুরু করি
১১. FoxTab 1.4.4
এই অ্যাড অন্স ব্যাবহার করে আপনার ফায়ারফক্স এ ব্রাউজ করা ট্যাব গুলো 3D আকারে আপনার ফায়ারফক্স হোমে পেজে দেখতে পাবেন।
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/foxtab/?src=cb-dl-users
১২. FoxyProxy Standard 3.3
এই অ্যাড অন্স ব্যাবহার করে আপনার ফায়ারফক্স এর সার্চ বক্স,বাঁটন,টেক্সট ইত্যাদি Proxy style এ রূপান্তর হবে। try it
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/foxyproxy-standard/?src=cb-dl-users
13. Download Manager Tweak 0.9.5
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সের ডাউনলোডার এর অপশন বাড়বে। যেমনঃ Launch , Open Folder, Delete file, Remove File ইত্যাদি। এতে করে আপনি অন্য ডাউনলোডার না ব্যাবহার করে নিরবিগ্নে ডাউনলোড করতে পারবেন।
এখানেঃ https://addons.mozilla.org/en-us/firefox/addon/download-manager-tweak/?src=cb-dl-users
১৪. Google Shortcuts - All Google Services at a glance
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সে Google এর সকল Services বাটন আকারে আপনার address bar এর নিচে। যেমনঃ Gmail, Google reader, Google maps, Google calendar, and many more in a single click from your browser.
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-shortcuts-all-google-se/?src=cb-dl-users
১৫. TV-FOX - Watch TV Online 8.0.0
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সে আপনি বিভিন্ন দেশের 2780 Live TVChannels আপনার হাতের মোঠোয়।
এখাণেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/tv-fox-watch-tv-online/?src=cb-dl-users
১৬. Screenshot Pimp - Screengrab, Screen Shots, & Save Selection 6.0
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সে বিভিন্ন web site এর ওয়েব পেজ Screengrab, Screen Shots, & Save Selection ইত্যাদি করে পছন্দের পেজ কে ইমেজ আকারে সংগ্রহ করে রাখুন।
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/screenshot-pimp-screengrab-scr/?src=ss
১৭. Forecastfox Weather 2.0.21
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সে আপনি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের weather দেখুন ভিন্ন ভাবে highly customizable সহ।
এখাণেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/forecastfox-weather/?src=cb-dl-mostpopular
১৮. NoScript 2.2.3
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সে trust যোগ্য ওয়েব কোনটি তা জানাবে। এবং protect yourself against XSS and Click jacking attacks.
এখানেঃ https://addons.mozilla.org/en-uS/firefox/addon/noscript/?src=cb-dl-mostpopular
১৯. Public Fox 1.09
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সে ব্যাবহারিত Bookmarks/Addons/History/Fire Fox Option সহ ইত্যাদি password দিয়ে protect করতে পারেন।
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/public-fox/?src=cb-dl-users
২০. BD Webportal Toolbar
এই টুলবার টি অ্যাড করে আপনি বাংলাদেশের সকল জনপ্রিয় পত্রিকা,ব্লগ,ওয়েবসাইট,লাইফ খেলার খবর, নিউজ ট্রিকার সহ অনেক ফিচার
এখাণেঃ http://bdwebportal.toolbar.fm/
আজ এই পর্যন্তই, আবার হাজির হবো অন্য কোন টিঊন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। টিঊন টি ভালো লাগলে PLEASE কমেন্ট নিচে কমেন্ট করবেন।
প্রথম পর্ব কেও মিস করে থাকলে এখানে দেখুন: https://www.techtunes.io/internet/tune-id/101509/
আমি hridoy hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই, কাজের টিউন