আমরা যারা Microworkers’এ কাজ করি তারা সবাই মোটামুটি Proxy Browser (Jumpto)’র সাথে পরিচিত, এর কারন হল প্রত্যেক সপ্তাহে Jumpto Download সম্পরকিত কমপক্ষে একটি কাজ আমরা Microworkers’এ পেয়ে থাকি, কিছুটা নিচের ছবির মত 🙄
কিন্তু আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে যেখানে Microworkers নিজে Proxy allow করেনা সেখানে Proxy Browser (Jumpto) কেন এত ব্যাপক ভাবে প্রচার করছে!!!
যাইহোক এখন মুল কথায় যাওয়া যাক। আমারা যারা (বাংলাদেশি’রা) Microworkers’এ কাজ করি তারা অন্য দেশের তুলনায় (UK,USA,CANADA) অনেক কম কাজ এবং অনেক কম রেট পেয়ে থাকি। তাই আমাদের মাঝে অনেকএই Proxy ব্যবহার করে অন্য দেশের (UK,USA,CANADA) কাজ করে থাকে (মামা,চাচা,ভাই যারা বিদেশে থাকে তাদের মাধ্যমে address verify করে নেয়ার আসায়)। কিন্তু এতে সবথেকে লাভবান হয় Microworkers নিজে। ক্ষতিগ্রস্ত হয় যে Proxy ব্যবহার করে সে এবং যে Employer’র কাজ করে সে। সাধারন Browser’এ Proxy ব্যবহার করা কিছুটা কঠিন তাই Microworkers নিজে Proxy Browser (Jumpto)’র মাধ্যমে সেই সুবিধাটা সবার জন্য করে দিছে।
এখন Microworkers কেন লাভবান হয় তা দেখা যাক। কেউ যদি Proxy ব্যবহার করে Microworkers’এ অ্যাকাউন্ট খোলে তাহলে Microworkers সাথে সাথে তার অ্যাকাউন্ট বন্ধ করে না, যেটা চাইলেই Microworkers করতে পারে। আপনি যখন $১০ করবেন এবং পিন’র জন্য আবেদন করবেন তখনও Microworkers অ্যাকাউন্ট বন্ধ করবে না বরং পিন আপনাকে মেইল করে দিবে। পিন মেইল করেছে সেই আসায় আপনি আরও কাজ করা শুরু করবেন বেশি USD earn করার আসায়। Microworkers থেকে UK,USA,CANADA’তে পিন যেতে সময় লাগে ২ থেকে ৭ দিন, কিন্তু Proxy ব্যবহার করে যারা কাজ করবে তাদের পিন যেতে সময় লাগবে ২০/৩০ দিন। এই দিন গুলোতে আপনি আরও বেশি করে কাজ করবেন Microworkers তাই চায়। এর পর আপনি পিন’ও পাবেন। পিন Submit দিলে address’ও verify হবে। এর পর আপনি পেমেন্ট’র জন্য আবেদন করলে পেমেন্ট day’তে আপনার অ্যাকাউন্ট’টি বন্ধ হয়ে যাবে নয়তো আপনাকে সেই day’তে পেমেন্ট করা হবে না। হাতে গোনা কয়েক জন কে তারা পে করে সুধুমাত্র এই পথে অন্যদের উৎসাহ দেবার জন্য (১০০০’এ ১ জন কে)। Proxy ব্যবহার করে যারা কাজ করে তাদের সকল Income’অই Microworkers’এর লাভ। আপনারা সকলই জানেন Microworkers’এ এক IP ব্যবহার করে দুইটি অ্যাকাউন্ট খোলা যায় না। কিন্তু একটা জিনিস কি লক্ষ করেছেন যে Proxy Browser (Jumpto)’র IP এক (USA:184.106.92.92, CANADA:184.107.200.58, UK: 83.170.113.110) হবার পরেও এটা ব্যবহার করে আপনি Microworkers’এ যত খুসি তত অ্যাকাউন্ট খুলতে পারেন!!!
আর এটা সুধু বাংলাদেশের জন্য নয় সমস্ত দেশের জন্য Microworkers’এর একটি প্রতারনা, তাই আসুন এই পোস্ট’টি শেয়ার করে আমাদের সকল বাংলাদেশের বন্ধুদের সাবধান করে দেই Proxy থেকে দূরে থাকার জন্য। কারও কোন কমেন্ট থাকলে আমাদের Facebook Fan Page’এ কমেন্ট করতে পারেন।
আমি suzon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপ্নের সাথে আমি একমত। আমার প্রথমে অ্যাকাউন্ট ভ্যান করে দিছিল। পরে আরেক্তা অ্যাকাউন্ট খুলে কাজ সুরু করি। কয়দিন আগে পিন পেয়েছি। তাকা ও তুল্র ফেলসি।