বিজয় দিবসের শুভেচ্ছা নিন ।।।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই । আমি গর্বিত বাংলাদেশী হয়ে । বাংলাদেশকে ভালবাসুন , বাংলাদেশের মঙ্গলের কথা চিন্তা করুন । আর সকলের উচিত সেই ত্রিশ লক্ষ শহীদদের শ্রদ্ধা জানানো কারন তাদের কল্যাণে আজ আমরা এত সুন্দর একটি দেশ পেয়েছি ।কি নেই এই দেশে।লক্ষ করুন

• বিশ্বের ৭৬তম ধনী রাষ্ট্র।
•অন্যতম শক্তিশালি ১০টি মুসলিম দেশের একটি।
•এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত(কক্সবাজার)
•বিশ্বের সবচেয়ে বড় লোনা পানির বনাঞ্চল (সুন্দরবন) এখানে।
•বিশ্বের ১১তম দীর্ঘ সেতু(যমুনা সেতু) তো এদেশেই।
•জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বেশী সৈন্য প্রেরন করা দেশ।
•রপ্তানিকারক দেশ হিসাবে বিশ্বে ২৭তম, গার্মেন্টস শিল্পে প্রথম।

প্রাকৃতিক সম্পদে ভরপুর এ দেশটি ২০৫০ সালে বিশ্বের অন্যতম ১০টি ক্ষমতাধর দেশের একটিতে পরিণত হতে যাচ্ছে।

তাহলে কিসের এত দুঃখ, কিসের এত হাহাকার?? আমাদের রয়েছে নিজ ভাষা রক্ষার্থে প্রাণ দেওয়ার ইতিহাস, রয়েছে ৩০ লক্ষ প্রানের বিনিময়ে কেনা স্বাধীনতার ইতিহাস। তবে আর পরোয়া কেন?? এরপর যা হবে সব ইতিহাস।

তাই আমাদের সকলের উচিত যেঁসকল মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার মানবেতর জীবনযাপন করছে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া । তাহলে তাদের দেশ বাঁচানোর স্বার্থকতা কিছুতা হলেও পূরণ হবে । আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি নিজের দেশের সঠিক ইতিহাস সকলের কাছে তুলে ধরে মাথা উঁচু করে দাঁড়াব ।

Level 0

আমি Koushik_dhk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে এখন কিছু পেলাম না,শুধু শুন্যতা যেন মরুর মাঝে হেঁটে চলা এক বেদুইন!!!~!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরো আছে দুর্নীতি,দ্রব্যমূল্যের উর্দ্ধগতি,গুপ্তহত্যা,লুটপাট,আইন শৃঙ্খলার অবনতি।বাইরে বের হতেই ভয় করে।এই আমাদের দেশ।

এর নামই কি স্বাধীনতা?