সত্যি গ্রামীন ইন্টারনেট স্পিড পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, দুরে থাকবো আমি সাথে আপনারাও।

গত এক বছর যাবত আমি গ্রামীন p6 প্যাকেজটি ব্যবহার করছি। এ প্যাকেজটিতে আমি ৩০ দিনের সময়সীমা সহ ১ জিবি ব্যবহার করতে পারি। আমাকে মাসে ৩৪৫ টাকা রিচার্জ করতে হয়। এ ১ বছরে আমি কখনো ডাউনলোড স্পিড ২৮কেবি এর বেশি পাই নাই। অধিকাংশ ক্ষেত্রেই ৪-৫কেবি থাকতো। তবে সম্প্রতি নেটওয়ারকের কাজ সম্পন্ন হবার পর এখন মোটামুটি ২৫কেবি/সেকেন্ড পাই। তারা শুধুমাত্র ডাস্টবিন  থেকে পলিথিন সরিয়েছে, কিন্তু পচা জিনিসগুলো এখনো দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি আর এই ডাস্টবিনে পড়ে থাকতে চাই না। ভাই আপনারা আমাকে টেনে তুলেন। ডাউনলোড দিয়ে ঘুমিয়ে গেলেও ঘুম থেকে উঠে দেখি ডাউনলোড হয় নাই। ভাই আপনারা আমাকে পরামর্শ দিন ৩৫০ টাকার মধ্যে মাসে ইন্টারনেট ব্যবহারের জন্য কোনটি ভালো হবে। আর তার ডাউনলোড স্পিড কত হবে। আমি জীবনে আর গ্রামীন ইন্টারনেট ব্যবহার করবো না । আপনাদের কাছে অনুরোধ আপনারাও ব্যবহার করেন না। আপনাদের আমি ডাস্টবিনে রাখতে চাই না। এবার আপনারা যদি না চান আমি ডাস্টবিনে থাকি তাহলে comment এর মাধ্যমে আমাকে তাড়াতাড়ি জানান।

Level 0

আমি Likhon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পচাঁ গন্ধ. হা হা হা হা হা হা………………………

Level 0

কিন্তু পচা জিনিসগুলো এখনো দুর্গন্ধ ছড়াচ্ছে

Level 0

vi banglalion use koren ata matro 300 tkai 1 gb r speed o joss. tobe apni citycell zoom o use korte paren atao mota muti valo ontoto gpr theke valo ata o 1 gb 300 tk may
be

jekono wimax connection nite paren

Level 0

apni ja kisui use koren na durgondho holeo gp is the best choice.Apni onno service 1bar kore babohar koren tarpor ter paben ami thik na vul.

Vhai apne broadband line nite paren.ar khoros onek kon.1000kbps speed 25GB matro 1800 taka ar 512kbps speed 12GB matro 1000taka.ar 500 takai unlimited speed 128kbps.ami sob bollam na.aro jante http://www.btcl.com ai address a or google a search dite paren.

ওয়াইম্যাক্স নেন।

    @মিনহাজুল হক শাওন: শাওন ভাই, সত্যি করে বলেন তো আপনি কি ওয়াইম্যাক্সের বিল ভরেন? 😀 .. আমার তো মনেহয় না আপনার কোনদিনই ওয়াইম্যাক্সের বিল দেবার প্রয়োজন পড়বে। সাফারী কিং, ভয়েজ কিং সবই তো আপনার হয়ে যাবার কথা!! 😛

আমি রবি চালাই । speed regular 29-30 kb পাই

Level 0

thank you vai.

Level 0

” ভাই আপনারা আমাকে পরামর্শ দিন ৩৫০ টাকার মধ্যে মাসে ইন্টারনেট ব্যবহারের জন্য কোনটি ভালো হবে”
ডাউনলোড স্পীড বেশী চান আবার বলছেন ৩৫০ টাকাই মাসে । বুঝলাম না ভাই ডাউনলোড স্পীড বেশি হলে এ টাকাই ১ মাস না ৫,৬ দিনে নেট শেষ হবে।

আমি অনেক আগেই ওচিজ বাদ দিয়ে বাংলালিংক নিয়েছি। আপনার এলাকায় খোজ নিয়ে দেখুন কোন অপারেটরের স্পীড ভাল। ধন্যবাদ।

Bortomana airtel best speed dichca

Level 0

onek voye voye aj airtel er 3gb package nisi.
ekta fiile download korsi 105.51mb’r.time lagse 83 minutes.I m really impressed.ami shob shomoi gp’y use kori.tai jani gp’r ekiy file a download hote 90-95 minutes lage.
gp te majhe majjhe dejhi 50kb/s er moto dekhai.kintu hisheb korle dkha jai 18-20 kb/s ba er kasakasi.eita keno hoi kew bolte paren?

apni ekota sim use korte paren.vat shoho 287.5 tk
mattra.

যেখানে ওয়াইম্যাক্স নাই সেখানে জিপি ও সিটিসেল ই ভাল। জিপি ব্যাবহার করলে একতা সিম ১৫০ টাকা দিয়ে কিনে ইন্টারনেট ব্যাবহার করতে পারেন। একতা সিমে খরচ ২৮৭.৫০ টাকা, আর অন্যান্য প্রিপেইড সিমে ৩৪৫ টাকা।প্রায় ৬০ টাকা সেভ হয়। সিটিসেলে মনে হয় ২৮৭.৫০ টাকায় ৮০০/১০২৪ মেগাবাইট।

Level 2

বাংলালায়ন ওয়াইম্যাক্স নেন, ভালো থাকবেন আশা করা যায়, যদিও সবগুলাই একই গোয়ালের গরু । তবুও তুলনামূলক ভাবে বাংলালায়ন ভালোই মনে হয় ।

Level 0

ভাই আমিও একই সমস্যাই আছি?

Level 0

cityell ta valo mone hocche…

    Level 0

    @Al Mahmud: ভাই মোবাইল এর নেট কোনটাই তেমন ভাল না…citycell এ আমি ৯-১০ KBps এর বেসি পাই নাই।

    অবশেষে …Banglaবিলাই আমারে ২৬৩ KBps পর্যন্ত দেখাইসে, কিন্তু ওইটায় খুব জলদি data consume করে। আর ১০২৪ GB এর জায়গায় ৯৬০MB দেয়…! এখন বিচার আপনের।

Level New

হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা……………………….

zoom ultra night time unlimited 317 taka(1a.m-8a.m)

Level 0

vai amio to gp ar p3 use kori, unlimited night

zoom ultra use korun.speed 40/45 regular paben

Level 0

ভাই, একটা কথা বলি- যদি সুযোগ থাকে তাহলে ব্রধব্যন্ড অপ্টিকাল ফিবার লাইন নেন। আমি ইউজ করছি ঢাকা কম এর লাইন। ডাঊন স্পীড সত্যিকার ভাবে ৫০০-৫১০ kbps. বিশ্বাস না করলে ডাঊনলোড সময়কার স্ক্রীন সট দেখাতে পারব। মুহুর্তেই ৫০ mb ডাঊনলোড হয়ে যায়।

Level 0

Robi 3gb use krte paren. Vat shoho 520 tk.

ami robi calai 32-35 KBPS pai

Level 0

ভাই মোবাইল এর নেট কোনটাই তেমন ভাল না…citycell এ আমি ৯-১০ KBps এর বেসি পাই নাই।

অবশেষে …Banglaবিলাই আমারে ২৬৩ KBps পর্যন্ত দেখাইসে, কিন্তু ওইটায় খুব জলদি data consume করে। আর ১০২৪ GB এর জায়গায় ৯৬০MB দেয়…! এখন বিচার আপনের।

ami 20 taka te rat 12 ta theke sokal 10 ta porjonto 250MB Download kori GP dia….. Speed thake 15-25 Kbps…. ami gp POSTPAID XPLORE use kori… P3 likhe 5000…. diner taka dine kate.. amr jejin iccha active kori… jedin iccha CANCEL kori…. Darun mojay ase… Aro jante GP cair a jao..

Level 2

ভাই আমিও জিপি ব্যবহার কইরা জীবনের গতি কইমা গেসে

Level 2

Right

Level 0

zoom modem use koran download speed 50 thake e .

Level 0

যেটাই নেন, সব কিছু ভালো মতো খোজ খবর নেন। এলাকায় কোনটার নেটওয়ার্ক টাওয়ার আছে তা দেখে কিনুন।