বিগত টিউন গুলো থেকে সারা পেয়ে ভীষণ ভালো লাগছে। কিছু দিন আগেই দেখলাম টেকটিউনের জরিপে মজিলা ফায়ারফক্স এগিয়ে আছে তাই ভাবলাম টেকটিউন পাঠকদের ফায়ারফক্স এর অতি দরকারি কিছু Add-ons গুলি শেয়ার করি। এই অ্যাড অন্স গুলি ১০ টি করে ৩ পর্ব টিউনের মাধ্যমে আপনাদের কাছে হাজির হবো । আজ প্রথম পর্ব । এই অ্যাড অন্স গুলো না চালিয়ে আপনি ফায়ারফক্স এর পরিপূর্ণতা পাবেন না। তো আর কথা না বাড়িয়ে শুরু করি
১. Adblock Plus 1.3.10
এটি দিয়ে বিভিন্ন ওয়েব সাইটের অপ্রয়োজনীয় অ্যাড বল্ক করতে পারবেন খুব সহজেই। যে অ্যাড টি ব্লক করবেন তা সিলেক্ট করে কম্পিউটার এর মাউস এর রাইট বাঁটন চেপে নিচে লক্ষ্য করুন Adblock প্লাস এর দুটি অপশন আছে ইচ্ছা মত সিলেক্ট করে অ্যাড থেকে মুক্তি পান।
এখানে: https://addons.mozilla.org/en-US/firefox/addon/adblock-plus/?src=cb-dl-users
২. WOT - Know Which Websites to Trust 20111107
এটি দিয়ে আপনি যে ওয়েব টিতে ঢুকছেন তা Trust করার মত কি না তা আপনাকে সতর্ক করে দেবে এই অ্যাড অন্স টি।
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/wot-safe-browsing-tool/?src=cb-dl-users
৩. Flashblock 1.5.15.1
আমরা প্রায়েই flash video site যেমন you tube ইত্যাদি তে ভিডিও দেখে থাকি আবার বিভিন্ন ওয়েব এ অ্যানিমেটেড অ্যাড ও দেখতে পাই এগুলো ওয়েব এ ধুঁকলেই অটো খুলে যায়। এটি ব্যাবহারে আপনার ইচ্ছা অনুসারে ভিডিও বা অ্যানিমেটেড অ্যাড খুলবে।এতে আপনার ওয়েব পেজ ও তারা তাড়ি ওপেন হবে।
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/flashblock/?src=cb-dl-users
৪. Flagfox 4.1.9
এটি দাঁরা আপনি যে ওয়েব সাইট এ ঢুকছেন তার IP Addrees ও Server Location সার্চ বক্সের পাশেই দেখতে পাবেন।
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/flagfox/?src=cb-dl-users
৫. FastestFox - Browse Faster 4.7.4
এটি ব্যাবহারে আপনার ওয়েব পেজ দ্রুত গতিতে চলবে আর আটোমেটিক নেক্সট পেজ লোড হবে।
এখানে; https://addons.mozilla.org/en-US/firefox/addon/fastestfox-browse-faster/?src=cb-dl-users
৬. FEBE 7.0.2
এটি ব্যাবহার করে আপনি আপনার ফায়ারফক্স এর সকল ডাটা যেমন; history, Extention, password, theme ইত্যাদি ডাটা ব্যাকআপ রাখতে পারবেন।
এখানে; https://addons.mozilla.org/en-US/firefox/addon/febe/?src=search
৭. Stylish 1.2.4
এটি ব্যাবহার করে আপনি আপনার ফায়ারফক্স কে বিভিন্ন ভাবে Stylish করে তুলতে পারবেন শুধু টাই নয় facebook, google, you tube কেও ভিন্ন রূপে দেখতে পারবেন। সে জন্য এই অ্যাড অন্স টি অ্যাড করে আপনাকে http://userstyles.org/ এই ওয়েব থেকে পছন্দ মত Style বেছে নিতে পারবেন।
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/stylish/?src=cb-dl-users
8. Cooliris 1.12.3.53363
এটি দিয়ে আপনি আপনার পিসি তে থাকা যেকোনো ফটো 3D ভাবে দেখতে পারবেন । তাছাড়া google, you tube, Facebook,flickr, picasa ইত্যাদি ওয়েব এর ফটো ও ভিডিও style করে 3D করে দেখতে পারবেন।
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/cooliris/?src=hp-dl-featured
৯. FlashGot 1.3.5
এটি ব্যাবহার করে আপনি কয়েকটি downloader একসাথে চালাতে পারবেন কোনও ঝামেলা ছাড়াই। আপনার ইচ্ছা মত downloader দিয়ে মনের সুখে download করুন।
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/flashgot/?src=cb-dl-users
১০. Tab Scope 1.1.3
এটি দিয়ে আপনি আপনার ব্রাউজারের ট্যাব গুলো দেখতে পাবেন ক্লিক না করেই। Scope করে অন্য ট্যাবে না গিয়ে কাজ ও করতে পারবেন।
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/tab-scope/?src=ss
পরবর্তী টিউনের জন্য অপেক্ষাই থাকবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কমেন্ট করতে ভুলবেন না ।
আমার আগের টিউনগুলি মিসস করে থাকলে দেখতে পারেন এখানে
আমি hridoy hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ভালো লাগল। আমি কিছু ব্যাবহারও শুরু করে দিয়েছি। Looking for next tune………ভালো থাকবেন, তানাহলে তো পরের টিউনটা পাবনা।