আমি গুগলকে কেন ভয় পাই?

google-microsoft-yahoo-aol

গুগল একদিন পুরো বিশ্ব শাসন করবে – এই কথাটি কি বিশ্বাস করেন? তাহলে আশা করি এই পোষ্টটি আপনাকে নতুন করে ভাবতে শিখাবে।

সম্প্রতি গুগলের প্রধান এরিখ স্মিড্থ এক সাক্ষাতকারে বলেছেন, অর্থনৈতিক মন্দাকে মোকাবেলা করতে তারা তাদের আয়ের পথ প্রশস্ত করতে প্রতিমাসে অন্তত একটি উদীয়মান কোম্পানীকে কিনে নিতে চান। ফলে নতুন কোম্পানীর সাথে সাথে তাদের সাথে যোগ দেবে কোম্পানিগুলোর চৌকস প্রোগ্রামাররা।

ভেবে দেখেছেন এই ছোট্ট কথাটিই কত ভয়ংকর হতে পারে? যারাই বড় হয়ে উঠতে চেষ্টা করবে, তাদেরকেই গুগল কিনে নেবে। ঠিক তেমনটিই হয়েছে গুগলের অতীতে কেনা প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে – গুগল ১.৬ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে ছিল ইউটিউবকে, কারন তারা গুগল ভিডিওকে ছাপিয়ে অধিক জনপ্রিয় পেয়ে গিয়েছিল। ৩.১ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনেছিল ডাবলক্লিককে – কারন ডাবলক্লিক Adwords এর প্রতিদ্বন্দী হয়ে উঠছিল। তারা এন্ড্রয়েডকে কিনে নিয়েছে, কারণ তারা দেখেছে মোবাইলই একদিন কম্পিউটারের প্রতিদ্বন্দী হবে – আর তাই মোবাইলের রাজত্বকে জয় করতে তাদের একটি অপারেটিং সিস্টেম দরকার আর এন্ড্রয়েড তখন উঠতি অপারেটিং সিস্টেম হিসেবে মাথা চাড়া দিয়ে উঠছিল, বেশ গুগল তাদেরকেও কিনে নিল। এভাবে করে গুগল হরেক ধরনের প্রচুর কোম্পানিকে কিনে নিয়েছে, তাদের তালিকা পাবেন এখানে – http://www.meettheboss.com/google-acquisitions-and-investments.html

আমি গুগলের একনিষ্ট ফান কিন্তু মাঝে মাঝে গুগলের বেড়ে ওঠার হার দেখলে শিউরে উঠি। Gmail এখন সারা বিশ্বে ইমেইলের তালিকায় তৃতীয়, আজকাল প্রায়ই জিমেইলে সমস্যা দেখা যাচ্ছে। ফলে পুরো বিশ্ব থেমে যাচ্ছে। কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে। মাইক্রোসফট আমাদের যা শুধু স্বপ্নই দেখিয়েছে যে তারা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কম্পিউটার এনে দেবে। কিন্তু বাস্তবায়ন করতে পারেনি। আর গুগল তা কাজে পরিনত করে দেখাচ্ছে। এখনই দিনের অনেকগুলো কাজের জন্য আমরা গুগলের উপর ভর করছি। ধীরে ধীরে গুগল আমাদের পুরোপুরি গ্রাস করবে।

আপনারা হয়তো জানেন না, এন্ড্রয়েড শুধু কম্পিউটারই নয়, বরং এয়ার কন্ডিশনার থেকে শুরু করে গৃহস্থালির প্রায় প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রকে নিয়ন্ত্রন করতে পারবে। গুগল সম্প্রতি গৃহস্তালির বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের উপর একটি প্রোগ্রাম তৈরি করেছে যাতে আমরা ইন্টারনেটে বসেই পরীক্ষা করতে পারব ঘরের কোনো যন্ত্রটি চলছে কিংবা কত বিদ্যুৎ ব্যবহার করছে। প্রাথমিকভাবে সফটওয়ারটি কাজের মনে হতে পারে কিন্তু একটু চিন্তা করে দেখুন যদি কোনো কারনে সফটওয়ারটি কাজ করা বন্ধ করে দেয় তবে কি সর্বনাশ হতে পারে। দেখা গেল আপনি কম্পিউটারই চালাতে পারছেন না, তখন কি হবে?

পিকাশার সর্বশেষ ভার্সনটি Face Detection করতে পারে এবং প্রতিটি ছবি সম্বন্ধে তারা নিজেদের ডেটাবেজে তথ্য রেখে দেবে। ফলে আপনি না চাইলেও আপনার কোনো আপন জনের ছবির সাথে সাথে আপনার তথ্যও গুগলের হাতে চলে যাচ্ছে। ব্যক্তিগত গোপনীয়তার আর কিছুই রইল না।

সার্চ ইঞ্জিন থেকে শুরু করে গুগল আজ আমাদের মোবাইলের Contact Lists এ চলে এসেছে। গুগল এখন আপনার প্রতিদিনের ডায়রী নিয়ন্ত্রন করে।গুগল জানে কে আপনার বন্ধু আর কাকে আপনি কি লিখে পাঠান। যদি আপনি গুগল ল্যাটিটিয়ুড ব্যবহার করেন তো গুগল আপনার অবস্থান সম্বন্ধেও নিশ্চিত। গুগল সৌর শক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে, যদিও তারা বলছে নিজেদের বিদ্যুৎ করতেই এত বিনিয়োগ – কে জানে ভবিষ্যতে কি হবে? কিছুদিন পরে আসছে গুগল wave যা ইন্টারনেটের ব্যবহারকেই পাল্টে দেবে। এমনকি ইন্টারনেট এক্সপ্লোরার মৃত্যুর ঘন্টা বাজিয়ে দিয়েছে। গুগল wave ব্যবহার করতে হলে হয় গুগল ক্রোম ব্যবহার করতে হবে নয়তো গুগলকে তৈরি আরেকটি সফটওয়ার ইনস্টল করে নিতে হবে। আর গুগল ভয়েস শুরু হলে আপনার আলাদা কোনো ফোন নম্বরের প্রয়োজন হবে না। গুগলই হবে আপনার ফোন নম্বর।

গুগলের সামনে আর কেউ নেই। মাইক্রোসফট তো এখন অস্তিত্ব বাঁচাতেই ব্যস্ত। চারিদিক থেকে গুগল মাইক্রোসফটকে চেপে ধরেছে। ইয়াহু আগেই শেষ। বই স্ক্যানের অনুমতি পেয়ে গেলে আমাজন শেষ। কেবল পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে ফেসবুক। ‌টুইটার দ্রুত জনপ্রিয় হয়েছে ঠিকই কিন্তু এটা কতটুকু আয় করতে পারবে কিংবা আদৌও টিকে থাকতে পারবে কিনা – এত তাড়াতাড়ি কেউই ভবিষ্যতবানী করতে পারবে না। গুগলের সামনে কেউই দাঁড়াতে পারবে না।

গুগলের মূলমন্ত্র হল Dont’ be evil। অথচ আমরা ধীরে ধীরে গুগলের খাঁচাতেই বন্দি হয়ে যাচ্ছি। আজকের বন্ধু একদিন শত্রু হয়ে যাবে নাতো?

পোষ্টটি লিখেছেন: জিন্নাত উল হাসান
সূত্র: http://bn.jinnatulhasan.com/2009/09/1679

Level New

আমি sey_shakil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Shakil Ahmed সেপ্টেম্বর 26, 2009 at 10:41 অপরাহ্ন

জিন্নাত উল হাসান ভাই, এই পোষ্ট টি আমার এত ভাল লেগেছে যে, আপনার অনুমতি না নিয়েই এই পোষ্ট টি টেক টিউনস এ কপি পেষ্ট করে দিলাম…..ক্ষমা করবেন আমাকে…..জানিনা কাজটি ঠিক করলাম কিনা ??

জিন্নাত উল হাসান সেপ্টেম্বর 26, 2009 at 10:48 অপরাহ্ন

আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি ঠিক করেছি আর কোনোদিনই টেকটিউনে লিখবো। সেক্ষেত্রে আমার পোষ্ট ওখানে বেমানান দেখাবে।

যাহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ।

সূত্র: http://bn.jinnatulhasan.com/2009/09/1679

    সূত্র দিয়ে দেয়ার জন্যে অনেক ধন্যবাদ।

আপনের দেয়া ছবিটা আসলেই জট্টিল!

মাইক্রোসফ্ট ইয়াহুকে খাওয়ার চেষ্টা করছে যখন সবাইকে খেয়ে বসে আছে গুগল। একপাশে দুর্বল AOL কেও দেখা যাচ্ছে!

সত্যিকার অর্থেই একটি Google এমন একটি প্রতিষ্টান যা আমাদের গ্রাস করে ফেলতে পারে। তবে চিত্রের মতো Google এখনো মাইক্রোসফটকে ছাড়িয়ে গেছে বলে আমি মনে করি না। আমি ইচ্ছে করেই Google এর ব্যবহার কমিয়ে দিয়েছি। Image Search এর ক্ষেত্রে আমি এখন Bing -ই বেশি ব্যবহার করছি। তবে আমার ধারনা মাইক্রোসফট আয় করেছে ঠিকই কিন্তু মাইক্রোসফটই বিলিয়ন বিলিয়ন ডলারের রিস্ক নিয়ে পৃথিবীকে আলোর দিকে নিয়ে গেছে এবং পৃথিবীর রুপকে বদলে দিয়েছে অনেকখানি। (আমি ব্যক্তিগত ভাবে একজন পাবলিশারকে চিনি, তিনি বলেছিলেন একসময় তাদের একটি সামান্য পোস্টার তৈরী করতে এক সপ্তাহ সময় লাগত। কিন্তু মাইক্রোসফট অফিস তার কাজকে এত গতিময় করে দিয়েছে যে তিনি এখন ১ ঘণ্টারও কম সময়ে একটি কোয়ালিটি পোস্টার ছাপাতে পারেন)। এটাতো মাত্র একটা উদাহরণ, এভাবে পৃথিবীর সকল অফিসেই মাইক্রোসফট বাড়িয়ে দিয়েছে কাজের গতি, অর্থাৎ পরোক্ষভাবে মাইক্রোসফটই পৃথিবীর উন্নতির গতি বাড়িয়ে দিয়েছে বহুগুন।
আমার মনে হয় মাইক্রোসফটের কাছে পৃথিবীর মানুষের একটু হলেও কৃতজ্ঞ হওয়া উচিত।

    অনেকেই বিল কাকুকে নিয়ে মজা করে। এটা ঠিকনা। তার মাইক্রোসফ্ট অপারিরেটিং সিস্টেম না আসলে আমাদের মত ব্যাবহারকারীরা আজও অন্ধকারের মুখ দেখে থাকতো।

    সহমত

nice post….. really creative thinking

গুগল একটা রাক্ষস। জি. হাসান ভাই এর টিউন গুলো খুবই সুন্দর, কিন্তু অনুমতি নিয়েছেন ত? হাসান ভাই ফিরে আসুন আবার

    Level New

    জ্বী, হাসান ভাইয়ের অনুমতি নিয়েই করা…… http://bn.jinnatulhasan.com/2009/09/1679 এই লিংকে গেলে অনুমতির বিষয়টা জানতে পারবেন…..

গুগলের মূলমন্ত্র হল Dont’ be evil। অথচ আমরা ধীরে ধীরে গুগলের খাঁচাতেই বন্দি হয়ে যাচ্ছি। আজকের বন্ধু একদিন শত্রু হয়ে যাবে নাতো?

আপনি এটাকে এভাবে নিচ্ছেন কেন? এটা হচ্ছে কারণ তাদের উন্নতমানের সেবা… যে ভালো সেবা দিবে… সবাইতো সেদিকেই যাবে….

চিন্তায় পড়ে গেলাম। বিশ্ব কে নিয়ন্ত্রনে নিবে ?

Level 0

ও ভাই আনার তো ডর লাগতাছে! হায় হায় কি সর্বনাশের কথা, গুগল তো দেখা যায় আমার বাচ্চা হবে কি হবে না, আমি বিয়া করমু কি করমু না। গার্ল ফ্রেন্ড আমার সাথে শুবে কি শুবে না সব নিয়ন্ত্রন করবো। ও ভাই আমার হাচাই খুব ডর লাগতাছে।

Level 0

আমার মনে হয় মাইক্রোসফটের কাছে পৃথিবীর মানুষের একটু হলেও কৃতজ্ঞ হওয়া উচিত।

ঠিক ঠিক ঠিক

যদি গুগল না থাকত তা হলে কি হতো আর যদি মাইক্রোসফট না হতো তাহলে কি হতো? আপনারাই চিন্তা করে দেখুন
Thanks MicroSoft thanks Bily

Google কখনো পৃথিবীকে গ্রাস করতে পারবে না। আর Google যে পৃথিবী নিয়ন্ত্রন করবে তা অমূলক। কিন্তু Technology এর দিক দিয়ে করতেও পারে!!!