হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ বা এইচটিএমএল HTML কি?

টিউন বিভাগ এইচটিএমএল
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

এইচটিএমএল এ নামটি হয়তোবা সকলেই শুনেছেন যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে একটুও ধারনা রাখে। তাই আজকের টিউনটি হতে যাচ্ছে এইচটিএমএল সম্পর্কে।

হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ যা সংক্ষেপে এইচটিএমএল নামে পরিচিত। HTML ওয়েব পেজ তৈরির জন্য একটি বহুল ব্যবহৃত মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্কআপ ট্যাগসমূহ ব্যবহার করে একটি ওয়েবসাইটের বেসিক কাঠামো তৈরি করা হয়। ওয়েবসাইট এর ভিতরে বিভিন্ন পেজ গুলো সাজানোর লেআউটই হলো ওয়েবসাইটের কাঠামো। একটি ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম কোন পেজটি প্রদর্শিত হবে এবং সেখান থেকে অন্যান্য পেজে কিভাবে যাওয়া যাবে তা ওয়েবসাইটের কাঠামোতে ঠিক করে দেওয়া হয়। একটি ওয়েবসাইটের কাঠামো হচ্ছে ওয়েবসাইটটি কিভাবে কাজ করে তার সম্পূর্ণ প্রক্রিয়া।

html কি?

একটি ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে এইচটিএমএল। HTML এটি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় বরং এটি মার্কআপ ল্যাংগুয়েজ যা সরাসরি মার্কআপ ট্যাগ এর সমন্বয়ে গঠিত। একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হতে হলে এ ল্যাঙ্গুয়েজ টি সবার আগে ভালোভাবে আয়ত্ত করে নিতে হয়। কেননা একটি ওয়েবসাইট তৈরি এবং ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক বিষয় হচ্ছে এইচটিএমএল।

HTML মূলত সবচেয়ে বেশি ব্যবহার হয় একটি ওয়েব পেজকে ডিজাইন করার ক্ষেত্রে। এইচটিএমএল ব্যবহার করে সহজেই একটি ওয়েব পেজকে ডিজাইন করা যায়। তবে বর্তমানে সহজে একটি ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য বিভিন্ন টুলস রয়েছে। এসব টুলগুলো দিয়ে ডিজাইনকৃত ওয়েবপেজ এইচটিএমএল এ কনভার্ট করা হয়ে থাকে।

এইচটিএমএল কোডিং দ্বারা মূলত এইচটিএমএল ফাইল এর লেখা, অডিও, ভিডিও, গ্রাফিক্স এবং অ্যানিমেশন ইত্যাদির লিংক এর কাজ করা হয়। সহজভাবে বলতে গেলে এইচটিএমএল কোড ব্যবহার করে একটি ওয়েব পেজের কোন জায়গায় কি বসবে সেটা নির্ধারণ করা হয়।

এইচটিএমএল কতগুলো মার্কআপ ট্যাগ এর সমন্বয়ে গঠিত। এটি ওয়েবপেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করে থাকে। ওয়েবসাইট বা ওয়েব পেজকে বর্ণনা করার জন্য এসব মার্কআপ ট্যাগগুলোকে এইচটিএমএল ব্যবহার করে থাকে।

এইচটিএমএল ট্যাগ কি?

এইচটিএমএল কোড লেখার আগে এবং পরে নির্দিষ্ট কিছু চিহ্নসহ নির্ধারিত কিছু শব্দ এবং অক্ষর ব্যবহার করা হয় এগুলোকে ট্যাগ বলে। একটি ওয়েব ব্রাউজার এইচটিএমএল ট্যাগ এর লেখা সমূহ প্রদর্শন করে থাকে। ট্যাগ হলো এইচটিএমএল এর কিছু নির্দিষ্ট কিওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেল ব্রাকেটের মধ্যে লিখতে হয়। প্রথম অ্যাঙ্গেল ব্রাকেট কে < > ওপেনিং ট্যাগ এবং স্ল্যাসসহ শেষ অ্যাঙ্গেল ব্রাকেট <\> কে ক্লোজিং ট্যাগ বলা হয়। এইচটিএমএল ট্যাগগুলোও সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। যেমনঃ <p> এবং <\p>। এ জোড়ার প্রথমটা একটি হল শুরুর ট্যাগ বা ওপেনিং ট্যাগ আর দ্বিতীয়টি হল শেষ করার ট্যাগ বা ক্লোজিং ট্যাগ। তবে কিছু ট্যাগ এর ক্লোজিং ট্যাগ থাকে না।

যাইহোক, আজকে আমি আপনাদেরকে এইচটিএমএল শেখাতে আসেনি। আজকের টিউনের বিষয় ছিল এইচটিএমএল কি?

এইচটিএমএল কি সেটি আপনারা হয়তোবা এখন সকলেই বুঝতে পেরেছেন। আজকের মত এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী টিউনে আরো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাকে ফলো করে সঙ্গেই থাকুন। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস ট্রাসটেড টিউনার এর Up to the Mark কোয়ালিটির হয়নি।

কারণ:

আপনার টিউনটির টিউন টপিক Up to the Mark কোয়ালিটির, এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, ইন্টারেস্টিং, টেকটিউনসে এর আগে টিউন করা হয়নি এমন, টিউন টপিক নিয়ে টিউন করা হয়নি।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনাকে Up to the Mark কোয়ালিটির, এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, ইন্টারেস্টিং এবং টেকটিউনসে এর আগে টপিক নিয়ে টিউন হয়নি এমন, টিউন টপিক নিয়ে টিউন করতে হয়।

করনীয়:

আপনি আরও বেশি নতুন নতুন এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, এর আগে টেকটিউনসে টিউন করা হয়নি এমন টপিক নিয়ে স্টার্ডি ও রিসার্চ করুন এবং আপনার পরবর্তি টিউনের টপিক হিসেবে এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, এর আগে টেকটিউনসে টিউন করা হয়নি এমন টপিক এর উপর টিউন করুন।

আপনার পরবর্তি টিউনের টিউন টপিক Up to the Mark কোয়ালিটির, এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, ইন্টারেস্টিং টেকটিউনসে এর আগে টিউন করা হয়নি এমন, টিউন টপিক নিয়ে টিউন করা না হলে, সে টিউনের জন্য টেকটিউনস ক্যাশ প্রসেস হবে না।