Ξভিডিও টিউনΞ ওয়েবসাইট বানান HTML দিয়ে [পর্ব-০৫] :: HTML ওয়েবপেজে টেক্সট মুভ করা ও স্লাইড শো বানানো

ওয়েবসাইট বানান HTML দিয়ে

আসসালামু আলাইকুম। HTML ভিডিও টিউটোরিয়ালের পর্ব-৫ আপনাদের সাথে শেয়ার করব। এই পর্বে আপনারা দেখতে পাবেন কিভাবে HTML ওয়েবপেজে টেক্সট মুভ করাতে হয়। পাশাপাশি আরো দেখতে পাবেন কিভাবে HTML ওয়েবপেজে স্লাইড শো বানাবেন। আসলে HTML এর সাহায্যে স্লাইড শো বানানো যায় না।

কিন্তু আপনারা যানেন আমরা সবাই চাই নিজের ওয়েবসাইটে স্লাইড শো দিতে। তাই আমি এই পর্বে HTML ওয়েবপেজে Java script ব্যবহার করে স্লাইড শো বানানোর উপায় দেখিয়েছি। আশা করছি আপনাদের ভাল লাগবে।

http://www.youtube.com/watch?v=GXwllCK7hy8

ডাইরেক্ট লিংক: http://www.youtube.com/watch?v=GXwllCK7hy8

Level 0

আমি মোসলেহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ মোসলেহ ভাই, আপনার সবগুলো টিউটোরিয়াল ডাউনলোড করবো। আরো টিউনের অপেক্ষায় রইলাম।

আমি HTML কিছুটা শিখেছি। HTML বড় কঠিন মনে হয়। একটি প্রশ্ন ভাই, শুধু মাত্র HTML এ কি একটি ওয়েব পূর্ণভাবে সাজানো সম্ভব?

    ভাই এটা নির্ভর করে আপনি কি ধরনের সাইট বানাতে চান।এখন কোন ল্যাঙ্গুয়েজ না জানলেও ওয়েবসাইট বানানো যায় ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে।উদাহারণ হচ্ছে এই টেকটিউনস। ওয়ার্ডপ্রেস এর সাহায্যে বানানো। কিন্ত বেপার হছে শেখা টা। পাশাপাশি আপনার একদম কি কোন ধারনা না থাকলে সেটাও সম্ভব না। মূল কথায় আসি। আপনি যদি আপনার বায়োডাটা দিয়ে সাইট বানাতে চান তাহলে HTML ই যথেষ্ট। কিন্তু সুন্দর ভাবে ডিজাইন করতে হলে CSS, Java Script অপরিহার্য। পাশাপাশি ইউজার লগইন সিস্টেম করতে চাইলে php দরকার।

    ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম এর উপর প্রোগ্রামিং লাঙ্গুয়েজ ব্যবহার করে টেকটিউন্স বানানো হয়েছে।প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জেনে টেকটিউন্স এর মতো সাইট বানানো সম্ভব না।

    ভাই আপনি আমার কথা টা ভুল ভাবে বুঝেছেন। মন্তব্য টি করার পরে আমি নিজেও ভাবছিলাম যে আমার কথা টি ভুল কেউ ভুল বুঝতেও পারে। আমি অবশ্য আমার মন্তব্যে লিখেছি যে “পাশাপাশি আপনার একদম ই কোন ধারনা না থাকলে সেটাও সম্ভব না”। এই কথা টি দিয়ে আমি বুঝাতে চেয়েছি যে আপনার যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারনা না থাকে তাহলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করেও বানানো সম্ভব না। আশা করি আমি বুঝাতে পেরেছি যে কি বুঝাতে চাচ্ছি। আমি টেকটিউনস কে উদাহারন দিয়েছি কারন আমি এখন এই সাইটে মন্তব্য করছি এবং এটা বুঝানোর জন্য যে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে টেকটিউনস এর মত সুন্দর একটি সাইট বানানো সম্ভব। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

Level 0

vai ami http://www.mcqexam.com (open opera) ar moto akta site banate chai ki korte hobe
janaben ki mis 01713 077865

    আসসালামু আলাইকুম। আপনার দেয়া লিংক টি তে গিয়েছিলাম। সেখানে রেজিস্ট্রেশান করেছিলাম কিন্তু কোন পরীক্ষা দিতে পারলাম না। error দেখায়। যাই হোক, সাইট টি মূলত PHP দিয়ে বানানো। আমি একটি লিংক দিচ্ছি। এই রকম কুইজ সিস্টেম এর। আমি বানিয়েছিলাম বেশ অনেকদিন আগে।Basic Programming Test
    আমার এই কুইজ টি দেয়ার জন্য আপনাকে লগইন করতে হবে না। কিন্তু আপনি চাইলেই লগইন/রেজিস্টার সিস্টেম দিতে পারেন PHP ব্যবহার করে। আমি ইনশাল্লাহ PHP এর সাহায্যে লগইন/রেজিস্টার সিস্টেম তৈরী করতে হয় তার ভিডিও টিউটোরিয়াল দিব। আপনি প্রভাত ব্লগ এ খেয়াল রাখতে পারেন। কিছু দিনের মধ্যেই আমি ভিডিও গুলো সেখানে দিব ইনশাল্লাহ। আর আপনি যদি ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে বানাতে চান তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে এই রকম একটি সাইট বানানো সম্ভব। সবশেষে বলছি, ভাই বর্তমানে আমি দেশে অবস্থান করছি না। তাই আপনাকে ফোন করতে পারছি না। আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাকে ইয়াহু তে add অথবা মেইল করতে পারেন। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

ভিডিও টা নাইতো…… দয়া করে লিঙ্ক টা একটু দেখবেন??