আপনার ডিজাইন করা ফটো দিয়ে আপনার সাইটের ব্যানার এর HTML/Javascript কোড তৈরী করুন

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

ভালোকিছু তৈরী করার জন্য প্রথমে প্রয়োজন সৃজনশীল চিন্তা এবং তারপরে প্রয়োজন সেই চিন্তাকে বাস্তবায়ন করার জন্য উপযুক্ত উপকরণ। এর কোনটা ছাড়া কোনটি সম্ভব না। মনে করি, আপনি একটা নৌকা বানাবেন ভাবছেন। তাহলে তার জন্য কি প্রয়োজন হতে পারে? কাঠমিস্ত্রি, প্রয়োজনীয় কাঠ এবং পেরেক সংগ্রহ করে ফেললেন আপনি। চিন্তা করে উত্তর দিন তো, নৌকা তৈরী হতে আর কি কিছু বাকি আছে? অনেকেই হয়তো ভাবছেন সবই তো আছে তাহলে এখন নৌকা তৈরী হয়ে যাবে নিশ্চয়। আসলে কিন্তু তা নয়, কারন নৌকা তৈরী করতে মিস্ত্রির জন্য প্রয়োজন হবে একটা কার্যকর টুলবক্স। নৌকা তৈরীতে মিস্ত্রি এবং টুলবক্সের অবদান ৫০-৫০ ভাগ। এখন টুলবক্সের ফাংশনালিটি যতো বেশি হবে কাজ ততো সুন্দর এবং দ্রুত শেষ হবে। ঠিক তেমনি আপনার সাইটের জন্য ব্যানার তৈরী করার জন্য টুলবক্স দরকার।

আমার আজকের টিউন টি একটি নতুন মাত্রা যোগ করবে আপনার ওয়েবসাইটের জন্য। আমরা সাধারনত সবসময় অন্যের সাইটের  এড কোড  এর ব্যানার আমাদের সাইটে বসিয়ে সেখান থেকে আয় করে থাকি। কিন্তু আজ আমি দেখাব কিভাবে আপনার সাইটে আপনার নিজের ডিজাইন করা ফটো দিয়ে কিভাবে আপনি ব্যানার  এর জন্য কোড তৈরী করবেন।আর সেটা আপনার সাইটের এইচটিএমএল অথবা জাভাস্ক্রিপ্ট কোড এর জায়গায় বসাবেন।

তাহলে আর দেরি না করে চলুন ভিডিও টিউটোরিয়াল টি দেখে নিই আর নিজরে ডিজাইন করা ফটো দিয়ে কিভাবে ব্যানার তৈরী করবেন।

ভিডিও টি দেখুন এখান থেকেঃ-

How to generate banner HTML/Javascript code for your website.

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি-

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 0

আমি মানিক ৪ ইউ ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস