না বুঝে কোনই উপায় নেই! চুল ছেড়া বিশ্লেষণ| অ্যানিমেশন সহ| HTML টেবিল (শেষ পর্ব)”

গত পর্বগুলো যারা দেখেছেন তারই ধারাবাহিকতায় আজ টেবিল নিয়ে শেষ পর্ব। টেবিল শুধুই তথ্য উস্থাপনের জন্যই শুধু ব্যবহৃত হয়না। একটা ওয়েব পেইজ এর লে-আউট বা কাঠামো তৈরির কাজেও ব্যবহার করা যেতে পারে। আজ আমরা আরও কিছু উদহারনের মাধ্যমে টেবিলের ব্যবহার দেখবো এ পর্বে। বিস্তারিত জানতে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

 

যারা ১ম পর্ব মিস করেছেন- https://www.techtunes.io/h-t-m-l/tune-id/450715

যারা ২য় পর্ব মিস করেছেন- https://www.techtunes.io/h-t-m-l/tune-id/450855

যারা ৩য় পর্ব মিস করেছেন- https://www.techtunes.io/h-t-m-l/tune-id/451069

 

 

জানার জন্য: সূত্র- টেকনোলজি বেসিক

এটিএম-র দুটি অর্থ আছে...

***এটিএম এর পূর্ণরূপ হল "Automated Teller Machine", এছাড়া এটি ক্যাশ মেশিন, ক্যাশ পয়েন্ট, অটোমেটিক ব্যাংকিং মেশিন, হোল ইন দ্য ওয়াল(ব্রিটিশ ইংলিশ) ইত্যাদি নামেও পরিচিত।

এটা একটা কম্পিউটারাইজড টেলিযোগাযোগ যন্ত্র যেটা ক্লায়েন্ট এবং অর্থদাতা প্রতিষ্ঠানের মধ্যে কোনো ক্যাশিয়ার ছাড়াই অর্থ বিনিময় করে। বর্তমানে এটিএম-এ, কাষ্টমারকে সনাক্ত করা হয় প্লাষ্টিক মোড়ানো এটিএম কার্ড দিয়ে, যার সাথে থাকে একটা ম্যাগনেটিক স্ট্রাইপ অথবা প্লাষ্টিক স্মার্ট কার্ড এর সাথে একটি চিপ। এই এটিএম কার্ড এর একটি নাম্বার থাকে। এছাড়া এর সিকিউরিটি হিসেবে মেয়াদোত্তীর্ণ তারিখ অথবা সিভিভিসি(cvvc) এবং অথেন্টিকেশন হিসেবে পিন কোড থাকে। এটিএম কার্ড ব্যবহার করে কাষ্টমার তার একাউন্ট থেকে টাকা উঠাতে পারে, নগদ টাকা দিতে পারে এবং তাদের ব্যালেন্স চেক করতে পারে। এটি টাকা লেনদেনের একটি সহজ পদ্ধতি।

বুট সেক্টর কী?

কম্পিউটারকে বুট করার জন্য স্টোরেজ ডিভাইস (যেমন- হার্ডডিস্ক) সেক্টরে বুটের তথ্য থাকে, একে বুট সেক্টর বলে। বুট সেক্টরে বুটের জন্য গুরুত্বপূর্ণ মাস্টার বুট রেকর্ড (MBR) থাকে। বুট সিকুয়েন্সের ক্ষেতে প্রথমে মাস্টার বুট রেকর্ডের তথ্য নেয় তারপর কম্পিউটার বুট হয়ে অপারেটিং সিস্টেম লোড হয়।
হার্ডডিস্কের পার্টিশনের একেবারে শুরুতেই বুট সেক্টর থাকে, এতে সকল পার্টিশনের তথ্য অন্তর্ভুক্ত থাকে। অপারেটিং সিস্টেমের সকল ডাটা কোন পার্টিশনে আছে এবং কোথা থেকে বুট হবে তা দেখিয়ে দেয়। যদি বুট সেক্টর কোন কারনে ক্ষতিগ্রস্থ হয়, তাহলে ঐ ডিস্ক থেকে কম্পিউটার বুট হবে না।

Level 0

আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস