গত দু’টি পর্বে আমরা টেবিল ও এর কিছু অ্যাট্রিবিউট ও এদের ব্যবহার দেখেছি। আজ টেবিলের সবচেয়ে, সবচেয়ে এবং সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে এ পর্বে অ্যানিমেশন সহ আলোচনা ও ব্যবহার ও পরিশেষে কোড বিশ্লেষণ। টেবিল নিয়ে আগে কখনও এমন ভিডিও টিউটোরিয়াল কোথাও তৈরি হয়নি এটা আপনি দেখলেই স্বীকার করবেন। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও লেকচারটি দেখুন।
যারা ১ম পর্ব মিস করেছেন- https://www.techtunes.io/h-t-m-l/tune-id/450715
যারা ২য়পর্ব মিস করেছেন- https://www.techtunes.io/h-t-m-l/tune-id/450855
জানার জন্য জানা: সূত্র টেকনোলজি বেসিক
ডেপ্রিকেটেড” শব্দটি এসেছে “ডেপ্রিকেট” থেকে, সাধারণ ভাষায় যার অর্থ হল “অনুমোদন না করা” বা “অননুমোদন করা”। সফটওয়্যারের জগতে “ডেপ্রিকেটেড” বলতে বোঝায় সেসব ফাংশন অথবা উপাদানকে যেগুলো নতুন আরেকটি দ্বারা প্রতিস্থাপিত হয়। এখানে “ডেপ্রিকেটেড” উপাদানগুলো বর্তমান সংস্করণের প্রোগ্রামিং ল্যাংগুয়েজে চললেও এর ভবিষ্যত আপডেটগুলোতে চলে না।
প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে, ফাংশনগুলো আরো দক্ষ ও নতুন অপশন দ্বারা প্রতিস্থাপিত
হয়। উদাহরণস্বরূপ, পিএইচপি-র ক্ষেত্রে, ereg() ফাংশন যেটা একইধরণের স্ট্রীং সার্চ করতে ব্যবহৃত হত সেটিকে preg_match() ফাংশন (যেটা আরো দ্রুত) দ্বারা ডেপ্রিকেটেড করা হয়। এক্ষেত্রে ereg() ফাংশনটি বর্তমান পিএইচপি ইন্সটলেশনে চললেও, এটি ভবিষ্যত পিএইচপি ভার্সনে চলবে না। ফলে ডেভেলপাররা ereg() ফাংশন বাদ দিয়ে তাদের সোর্স কোডে preg_match() ফাংশন ব্যবহার করেন।
এইচটিএমএল-র ক্ষেত্রে, বিভিন্ন উপাদান যেমনঃ ট্যাগ এবং বৈশিষ্ট্যগুলো এক ভার্সন থেকে অন্য ভার্সনে ডেপ্রিকেটেড হয়। যেমনঃ এইচটিএমএল ৫-এ এইচটিএমএল ৪ এর অনেক ট্যাগই ডেপ্রিকেটেড করা হয়েছে। এর মধ্যে আছে <center>, <font>, <tt> এবং আরো অনেক। যদিও আধুনিক অনেক ব্রাউজার এখনো এসব ট্যাগ গ্রহন করে, তবে এর কোন নিশ্চয়তা নেই বিধায় এগুলো এড়িয়ে চলাই ভালো।
একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজে বিভিন্ন ফাংশন ও উপাদানগুলোর ডেপ্রিকেটিং-র এই প্রক্রিয়াকে বলে ‘ডেপ্রিকেশন’। বেশীরভাগ সফটওয়্যার ডেভেলাপার এনভায়রনমেন্টগুলো (IDEs) প্রোগ্রামারদেরকে ডেপ্রিকেটেড উপাদানগুলোর ব্যাপারে সতর্ক করে দেয়। এর ফলে ডেভেলপাররা তাদের প্রোগ্রামে কোন সিনট্যাক্স (syntax) এরর বা অন্যান্য সমস্যা দেখা দেয়ার পূর্বেই ডেপ্রিকেটেড উপাদানগুলোকে সরিয়ে ফেলতে পারেন।
আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good