আমরা ইমেইল করার সময় ফাইল অ্যাটাচ করে পাঠাই তখন একটি ফাইল ব্রাউজ করার জন্য অপশন আসে যেখানে থকে আমরা আমাদের কম্পিউটারের কোন ড্রাইভের ফাইলকে সিলেক্ট করে পাঠাতে পারি। এভাবে ফেইসবুকে কোন ছবি আপলোড করে থাকি। কখনও কোন সাইটে রেজিস্ট্রেশন করার জন্য জন্ম তারিখ ইনপুট দেবার সময় আমরা একটি ক্যালেন্ডার দেখতে পাই। আজ এ পর্বে আমরা ঐ বিষয়গুলো দেখবে কীভাবে এগুলো ওয়েব পেইজ এ সংযোজন করা যায়। বিস্তারিত জানতে হলে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন-
জানার জন্য জানা (সূত্র টেকনোলজি বেসিক)
CTR কী?
এর পূর্ণরূপ হচ্ছে “ক্লিক থ্রো রেট”(Click-Through Rate) যা অনলাইন অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটি ওয়েবসাইটে দেয়া বিজ্ঞাপণে কতজন ভিজিটর ক্লিক করলো এবং মোট কতজন ইউজার ঐ ওয়েবসাইট ভিজিট(প্রবেশ) করেছে তার অনুপাতই হচ্ছে CTR। অর্থাৎ ঐ ওয়েবসাইট ভিজিটরদের(প্রবেশকারী) শতকরা কতজন ঐ বিজ্ঞাপনে ক্লিক করেছে সে সংখ্যাই হচ্ছে CTR। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিস্কার হয়ে যাবে। যেমন ধরুণ একটি ওয়েবসাইটে ভিজিটরদের(প্রবেশকারী) সংখ্যা ১০০ জন। তার মধ্য ঐ ওয়েবসাইটে থাকা একটি বিজ্ঞাপনে ক্লিক করেছে ৩ জন। তাহলে আপনারই বলুন CTR কত? খুব সহজ ৩/১০০বা ৩%। CTR এর ভিত্তিতেই ওয়েবসাইট মালিককে তার প্রাপ্য টাকা দেয়া হয়। CTR যত বেশি টাকার পরিমানও তত বেশি। তাই ওয়েবসাইট মালিকরা CTR বাড়ানোর জন্য ওয়েবসাইটে বিজ্ঞাপণ কে অত্যন্ত আকর্ষণীয় করে উপস্থাপন করেন। কিন্তু তারপরও ওয়েবসাইট গুলোর CTR মাত্র ১%। কারণ বেশির ভাগ ভিজিটরই বিজ্ঞাপন সম্পর্কে অবহিত থাকেন না।
আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai …Youtube Video Add korar BB Code Ta Bolben Plz?: