ওয়েব পেইজে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম তৈরির প্রস্তুতি (পর্ব-৩) | রেডিও বাটন vs চেক বক্স ও কালার পিকার)

গত পর্বে আমরা টেক্সট বক্স টেক্সট এরিয়া ও তাদের বিভিন্ন এট্রিবিউট সম্পর্কে জেনেছি। অনলাইনে বিভিন্ন রেজিস্ট্রেশন ফর্মে আমরা চেকবক্স ও রেডিও বাটনের ব্যবহার দেখে থাকি। কোন কখন ব্যবহার করবো এবং কিভাবে তা এ পর্বের আলোচ্য বিষয় বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

কোর্সটি শুরু থেকে আরম্ভ করতে চাইলে  সাবসক্রাইব করুন- http://www. youtube.com/c/ICTonlineSchool

 

জানার জন্য : সূত্র টেকনোলজি বেসকি

হাইপারটেক্সট হল এমন একধরণের টেক্সট যা বিভিন্ন তথ্যের সাথে যোগাযোগ বা লিংক স্থাপন করে। একটি হাইপারটেক্সট ডকুমেন্টের বিভিন্ন লিংকে ক্লিক করার মাধ্যমে, একজন ইউজার খুব সহজে বিভিন্ন কন্টেন্টে যেতে পারে। এইসব লিংক সাধারণত ওয়েব পেজে নীল রঙের ও নীচে দাগ টানা অবস্থায় থাকে।

যদিও মুলত ওয়েবপেজের সাহায্যকারী হিসেবে বর্তমানে হাইপারটেক্সট –এর পরিচিতি, তথাপি এই টেকনোলজীটা ১৯৬০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। যেসব সফটওয়্যার প্রোগ্রামে ডিকশনারী বা এনসাইক্লোপিডিয়া ধরণের কাজকর্ম আছে সেসবে হাইপারটেক্সট ব্যবহার করা হয় যাতে একজন ইউজার বা পাঠক সহজে তার দেয়া নির্দিষ্ট তথ্য বা টপিক সম্বন্ধে দ্রুত তথ্য পায়। অ্যাপল কম্পিউটারের হাইপারকার্ড প্রোগ্রামেও হাইপারটেক্সট ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ইউজার অনেক লিংক সমৃদ্ধ ডাটাবেজ তৈরী করতে পারবে। বর্তমানে এককথায় বলতে গেলে ওয়েব হল হাইপারটেক্সট-এর রাজ্য, যেখানে প্রায় প্রতিটি পেজই অন্য পেজের সাথে লিংকের মাধ্যমে যুক্ত। পাশাপাশি টেক্সট এবং ইমেজও বিভিন্ন কন্টেন্টের জন্য লিংক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ওয়েবপেজ তৈরীতে এইচটিএমএল(HTML = HyperText Markup Language) এর ব্যবহার বহুবিধ। এককথায় বলা যায় ইন্টারনেটে তথ্য আদান-প্রদানে হাইপারটেক্সটের গুরুত্ব বর্তমানে অপরিসীম।

 

Level 0

আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস