ওয়েব পেইজে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম তৈরির প্রস্তুতি (পর্ব-২)

গত পর্বে আমরা ওয়েব ফর্মের বিভিন্ন উপাদানের পরিচয় সম্পর্কে জেনেছি। এবং কোন উপাদানটি কখন ব্যবহার করতে হয় সেটিও জেনেছি। এ পর্বে আমরা জানবো পাসওয়ার্ড এন্ট্রি করার জন্য কী করতে হবে। অথবা ইমেইল বা ফেইসবুকে আমরা যে স্ট্যাটাস লিখি আসলে সেই ওয়ার্কিং এরিয়াটি কিভাবে তৈরি করা হয়। এবং এটির সাথে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিস্তারিত জানতে হলে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন-

কোর্সটি শুরু থেকে আরম্ভ করতে চাইলে  সাবসক্রাইব করুন- http://www. youtube.com/c/ICTonlineSchool

200 শব্দের নীচে কোন টিউন করা যায় না। তাই কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেয়া হয়। আর ভিডিও টিউটোরিয়াল বলে বেশী কিছু লিখারও থাকেনা।

সূত্র- টেকনোলজি বেসিক

ইমেল করার জন্য আমরা এই দু’টো জিনিষ দেখে থাকি। না জানলে জেনে নেই।

BCC

যখন কোন ই-মেইল পাঠাতে হয় তখন গ্রাহকের ই-মেইল আইডি লিখা হয় To: নামক অপশনে। বিভিন্ন গ্রাহকের কাছে একই message পাঠাতে হলে To: এর নিচে Cc: নামে একটি অপশন থাকে যেখানে তাদের ঠিকানা কমা(,) দিয়ে আলাদা করে লিখতে হয়। এতে গ্রাহক জানতে পারবে আর কার কার কাছে একই মেসেজ গিয়েছে।

আবার Cc: অপশনের নিচে Bcc: নামে আরেকটি অপশন থাকে। Bcc মানে "blind carbon copy"। এর কাজ Cc: এর মত একই তবে এক্ষেত্রে একজন গ্রাহক জানতে পারবে না আর কার কার কাছে একই মেসেজ গিয়েছে। এতে খুব সহজে কয়েকজন গ্রাহককে একই মেসেজপাঠানো যায়।

CC

 

Cc এর পুরো পূর্ণরূপ হল "Carbon Copy" (কার্বন কপি)। আমরা অনেক সময় কার্বন পেপার ব্যবহার করে কোন কিছু কপি করি। টেকনোলজি জগতে Cc ঠিক এমনই।

এর ব্যবহার হয় ই-মেইল এ। যেমন আপনি কোন এক বন্ধুকে মেইল করছেন। সেই ক্ষেত্রে তার ই-মেইল এড্রেসটা লিখেন কম্পোজ মেসেজ এর to অপশনে। এখন মনে করছেন মেসেজটা আরো কয়েকজনকে পাঠানো দরকার। এবার ব্যবহার করুন to অপশন এর নিচের টুলবার Cc অপশন।এই অপশনে গিয়ে আপনি সিলেক্ট করে দিতে পারেন অনেক ইমেইল এড্রেস। বাস!!! হয়ে গেল!!! যত গুলো ইমেইল এড্রেস সিলেক্ট করে দিলেন তত গুলো মেইল এড্রেসে আপনার মেইলটি পৌছে যাবে। কত কষ্ট থেকে বেচে গেলেন!!! এক মেসেজ কয়েকবার লিখতে হলনা।

এর বেশি ব্যবহার ব্যবসাক্ষেত্রে দেখা যায়। যেমন অফিসের বস জরুরি মিটিং ডাকলেন!! একটি মেসেজ লিখে সবাইকে Cc করে পাঠিয়ে দেন। কাজ শেষ!!! আবার মেসেজ কাকে কাকে পাঠিয়েছেন তা কাউকে দেখতে দিতে না চাইলে BCc (Blind carbon Copy)ব্যবহার করুন।

Level 0

আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস