ওয়েব পেইজে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম তৈরির প্রাথমিক প্রস্তুতি (পর্ব-১)

ফেইসবুকে আমরা রেজিস্টেশন করেছি সবাই। প্রতিনিয়ত ছবি আপলোড করি, স্ট্যাটাস লিখি। এই সুবিধাগুলো কিভাবে ওয়েব পেইজে দেয়া যায় তার প্রাথমিক প্রস্তুতি হিসেবে এ পর্বে আমরা জানবো ওয়েব রেজিস্ট্রেশন ফর্ম এর বিভিন্ন উপাদানের কাজ কী? এবং কখন কোনটি ব্যবহৃত হয়। বিস্তারিত জানতে হলে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন-

কোর্সটি শুরু থেকে আরম্ভ করতে চাইলে  সাবসক্রাইব করুন- http://www. youtube.com/c/ICTonlineSchool

জানার জন্য জানতে পারেন- সূত্র: টেকনোলজি বেসকি

ড্যাশবোর্ড হল একটি ইউজার-ইন্টারফেস ফিচার যেটির সর্বপ্রথম সূচনা করে অ্যাপল তার ম্যাক ওএস এক্স ১০.৪ টাইগার-র সাথে। এর মাধ্যমে বিভিন্ন ধরণের উইজেটস (widgets) যেমনঃসময় দেখানো, আবহাওয়া, শেয়ার মূল্য, ফোন নাম্বার এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। অ্যাপল তার টাইগার অপারেটিং সিস্টেমের সাথে এসব উইজেটসের পাশাপাশি একটি ক্যালকুলেটর, ভাষা অনুবাদক, অভিধান, অ্যাড্ড্রেসবুক, ক্যালেন্ডার, একক(unit) কনভার্টার এবং আইটিউন্স(iTunes) কন্ট্রোলার যুক্ত করে। নির্দিষ্ট কয়েকটি উইজেটের পাশাপাশি থার্ড-পার্টির মাধ্যমে আরো বিভিন্ন উইজেট পাওয়া যায়, যেমন কিছু উইজেট আছে যার মাধ্যমে ইউজার গেম খেলা, ট্রাফিক অবস্থার হালনাগাদ কিংবা খেলার স্কোর দেখতে পারে।

উইজেটের ড্যাশবোর্ড ঢুকতে হলে ড্যাশবোর্ড অ্যাপ্লিকেশনের আইকনে ক্লিক করে কিংবা কি-বোর্ড শর্টকাটের (ডিফল্টভাবে F12) মাধ্যমে ঢুকা যায়। স্ক্রীণে নিচের বাঁ-কোণায় ‘+’ আইকনে ক্লিক করার মাধ্যমে যেসব উইজেটস ইন্সটল করা আছে তার একটি পূর্ণ লিস্ট পাওয়া যাবে। উইজেটসগুলোতে ক্লিক করলে বা ড্র্যাগ করে ডেস্কটপে আনলে সেগুলো অ্যাকটিভ হয়। আর বন্ধ করার ক্ষেত্রে অন্যান্য উইন্ডোজ প্রোগ্রামের মত শুধু ক্লোজ বক্সে ক্লিক করে বন্ধ করা যায়।

 

Level 0

আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস