বর্তমান সময়ে ওয়েব ডিজাইন বা টুকটাক কাজে HTML এর ব্যবহার প্রচুর।একজন প্রকৃত ওয়েব ডিজাইনার বা ওয়েবসাইট অনার ই জানেন HTML এর গুরুত্ব। বর্তমান সময়ে HTML ছাড়া একটি আধুনিক ওয়েবসাইট বা ব্লগ কল্পনা করা সম্ভব নয়।
HTML এর ব্যবহার সবচেয়ে বেশি চর্চা হয় Blogger প্লাটফর্ম এ।একজন প্রকৃত ব্লগারই জানেন ব্লগকে সুষ্ঠুগঠন ভাবে পরিচালনা করতে HTML কতটা গুরুত্ববহ।HTML এর বেসিক না জেনে আমার মনে এই প্লাটফর্ম এ সফল হতে পারে না,,আর একজন সফল ব্লগার হওয়ার অন্যতম চাবিকাঠি হল HTML জেনে তার সঠিক জায়গায় ব্যবহার।
কেবল ব্লগার প্লাটফর্ম ই না HTML ব্যাপক ব্যবহার সর্বত্র সঠিকভাবে একজন ব্যক্তি HTML এর ওপর কোর্স করে তার ক্যারিয়ার ও গঠন করতে পারেন।HTML ব্যবহার সাইটকে করে আকর্ষক এবং HTML হল ব্রাউজার ফ্রেন্ডলী।
এই তো গেল HTML এর কিছু গুরুত্ব আমরা এই কিছুটা হলেও উপলব্ধি করতে পারি।
এখন মূল কথায় আসি....
আমাদের কমবেশী সবারই প্রায় এন্ড্রয়েড স্মার্টফোন আছে;কেমন হয় যদি এই স্মাড়টফোনেই সময় দিয়ে যদি আমরা সহজেই HTML শিখতে পারি!! হ্যা তাই আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি অ্যাপ যেটি দিয়ে আপনি HTML স্টেপ বাই স্টেপ অতি সহজে শিখতে পারবেন আর মনোযোগের সহিত এই অ্যাপ ব্যবহার করে HTML শিখলে আমি এই কথা নিশ্চয়তা দিতে পারি আপনার HTML ভিত্তি হবে শক্ত।
অ্যাপটির নাম হল Learn Html। এখানে প্রতিটি লেসন এর পর পরীক্ষা দেয়ারও সিস্টেম রয়েছে,তাই আপনি আপনার মেধাও যাচাই করতে পারবেন।
তাহলে ডাউনলোড করে নিন অ্যাপটি
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।
খুবি দরকারি পোস্ট। এখন অধিকাংশ ছাত্রদের হাতেই স্মার্ট ফোন। সহজ উদাহরনের মাধ্যমে HTML 5 শিখতে হলে যে কেউ ঘুরে আসতে পারেন। যে কোন ১টি টিউটোরিয়াল দেখে সিদ্ধান্ত নিন ভাল লাগলে সাবসক্রাইব করুন।
goo.gl/Aqbqys