ওয়েব সাইটে ভিজিটরের আকর্ষন বাড়াতে আমরা ছবি, অ্যানিমেশন, স্ক্রোল টেক্স কখন স্লাইডার ব্যবহার করে থাকি। আর ভাল soft Tune এর কোন মিউজিক বা আপনার বিশেষ কোন বার্তা দিয়েও ভিজিটরের দৃষ্টি আকর্ষন করতে পারেন। কিভাবে একটি ওয়েব সাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিক যুক্ত করবেন প্লেয়ারসহ চালুর ব্যবস্থা করবেন বিস্তারিত জানতে পুরে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন-
ইউটিউব চ্যানেল https://www.youtube.com/c/ICTonlineSchool
ব্যাকলিংক হল একটি ওয়েবসাইটে আরেকটি ওয়েবসাইটের লিঙ্ক। যেমন http://www.abc.com সাইটটির একটি লিঙ্ক http://www.facebook.com এ আছে, তাহলে http://www.facebook.com এর জন্য http://www.abc.com লিঙ্কটি একটি ব্যাকলিংক। এই লিঙ্কিং এর ব্যাপারটাকে বলা হয় ডিরেক্ট ট্রাফিকিং। যত বেশী ট্রাফিকিং তত ওয়েবসাইটের লাভ। ধরুন http://www.abc.com সাইটটিতে ২০টি ওয়েবসাইটের লিঙ্ক আছে। তার মানে ওই ২০টি সাইটের নাম আলাদা করে না জানলে মানুষ http://www.abc.com তেই প্রবেশ করবে। তাতে লিঙ্কগুলোর সাথে http://www.abc.com টাও বেশি পরিমানে ভিজিটর পাবে। তার মানে http://www.abc.com এই সাইটটা ওয়েবে নিজের অবস্থান শক্তিশালী করতে পারবে। সার্চ ইঞ্জিন গুলোও এই তত্ত্বে বিশ্বাসী অনেকটাই। তারা তাদের এলগরিদমে ব্যাকলিংককে প্রাধান্য দেয়। সার্চ এঞ্জিন অপ্টিমাইজেশনে ব্যাকলিংক এর ব্যবহার দিনদিন বাড়ছে। একটি ওয়েবসাইটে ব্যাকলিংক যত বেশি,তার রেঙ্কিং এ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি। শেষকথা ব্যাকলিংকে সবারই লাভ। যার লিঙ্ক আছে এবং যেখানে লিঙ্ক আছে।
ব্যানার অ্যাড :
বিভিন্ন ওয়েবসাইটে কোন পণ্যের বা সেবার জন্য গ্রাফিক্যাল ছবির এর মাধ্যমে যে বিজ্ঞাপন করা হয় তাকে ব্যানার এড বলে। এই বিজ্ঞাপন তৈরী হয় বিভিন্ন ধরণের ছবি (GIF, JPEG, PNG) দ্বারা, জাভাস্ক্রীপ্ট এর দ্বারা, কিংবা বিভিন্ন মাল্টিমিডিয়া প্রোগ্রাম যেমন- ফ্ল্যাশ, শকওয়েব বা জাভা দিয়ে। এক্ষেত্রে তারা অর্থ আয় করে CPC (cost per click) এর মাধ্যমে।
সাধারণত এটি আয়তকার হয়ে থাকে এবং ৪৬৮ পিক্সেল প্রশস্ত ও ৬০ পিক্সেল উচ্চতাবিশিষ্ট হয়ে থাকে। এছাড়া অনেক ব্যানার এড আছে যেগুলোর উচ্চতা কম কিন্তু প্রশস্ততা বেশী(৭২৮*৯০) হয়ে থাকে, এদেরকে “লিডারবোর্ড” বলে। অপরদিকে আছে “স্কাইস্ক্র্যাপার” যার প্রশস্ততা কম কিন্তু উচ্চতা বেশী(১২০*৬০০ অথবা ১৬০*৬০০)।
বিজ্ঞাপনের আদর্শ আকার নির্ধারণ করতে একটি সংস্থা আছে, এটি IAB নামে পরিচিত। [সূত্র টেকনোলজি বেসিক]
আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।