কীভাবে আপনার ওয়েব সাইটের কোন ফাইল ডাউনলোডের সুবিধা দিবেন? একদমই সহজ!

অনেক ওয়েব সাইট থেকে আমরা ফাইল ডাউনলোড করি। আপনার ওয়েব সাইট থেকে কোন ভিজিটরকে যদি কোন ফাইল ডাউনলোড করার সুবিধা দিতে চান। অথবা আপনি চা্চ্ছেন আপনাকে ইমেইল করার জন্য ভিজিটরকে যেন কোন ঝামেইলাই পোহাতে না হয়। আমরা জানি অনেক মানুষই বিভিন্ন সাইটে টিউমেন্ট করতে চায় কিন্তু রেজিস্ট্রেশন করা বা বাড়তি কোন কিছু টাইপ করার ভয়েই আর কমিউনিকেশন করেনা। এপর্বে আমরা আরো দেখবো কীভাবে ইমেইল অ্যাড্রেসের সাথে লিংক স্থাপন করা যায়। বিস্তারিত জানতে হলে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন-https://youtu.be/ieB-qcszOIQ

কোর্স টি শুরু থেকে শুরু করতে- https://www.youtube.com/watch?v=qkeaa7tSU9U

ফেইসবুক গ্রুপে সমাধান পেতে- https://www.facebook.com/groups/ICTonlineSchool/

 

শুধুই জানার জন্য:

আইপি অ্যাড্রেসঃ
ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের একটি অনন্য বা অদ্বিতীয় অ্যাড্রেস বা পরিচয় থাকে। এ ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। বর্তমানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন IP V4 ভার্সন।
আইপি অ্যাড্রেসটি অংক দিয়ে লেখা যায়। যেমন- ১৯২.১৬৮.৫.৭ প্রতিটি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি থাকে। যেমন- ইন্টারনেটে সংযুক্ত কম্পিউটারের আইপি অ্যাড্রেস যদি হয় তবে ১৯২.১৬৮.৫ হলো নেটওয়ার্ক আইডি আর ৭ হবে হোস্ট আইডি।
এই সংখ্যা মনে রাখার জন্য ডোমেইন নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার গঠনে আইপি অ্যাড্রেসের এরূপ নামকে ডোমেইন নেইম বলে।

http (hyper text transfer protocol) :
http - এর অর্থ হলো hyper text transfer protoco. এটি এমন একটি প্রোটোকল যার মাধ্যমে সার্ভার এবং ক্লায়েন্ট ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে। ইন্টারনেট সার্ভারে বিপুল তথ্য থাকে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ভিন্ন ভিন্ন রকমের ডিভাইস, প্লার্টফর্ম, ব্রাউজার থেকে প্রতিনিয়তই সার্ভারকে অনুরোধ পাঠাতে থাকে। বিভিন্ন ক্লায়েন্টের অনুরোধ বুঝতে পেরে প্রয়োজনীয় ফাইল গ্রাহক ডিাভাইসের প্রেরণের ব্যবস্থা করার এ পদ্ধতিই এ প্রটোকল।

 http এর কাজ কী?
১. সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগ প্রতিষ্ঠা। ২. ব্রাউজারের যে কোন অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়া।  ৩. সার্ভারের Response ((page/graphic) কে ব্রাউজারে নিয়ে আসা। ৪. ব্রাউজার এবং সার্ভারের সংযোগ বিছিন্ন এর মাধ্যমে Transaction শেষ করা।

URLকী?
Uniform Resource Locator : সাধারণত Web Page এর অ্যাড্রেসকে Uniform Resource Locator বলে। তবে লোকাল কম্পিউটারে থাকা কোন ফাইল এর ঠিকানাকেও বুঝিয়ে থাকে।  অধিকাংশ ক্ষেত্রে ইন্টারনেটে বিদ্যমান বিভিন্ন রিসোর্স কন্টেন্ট এর এড্রেস-ই হলো URL

Level 0

আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ।