অনেক বিশেষ চিহ্ন যেমন © এবং ® প্রতীকগুলো কী বোর্ডে নেই কিন্তু এগুলো ওয়েব পেইজ এ প্রদর্শনের প্রয়োজন হয় সবসময়ই। এটি হচ্ছে এনটিটি কোড। এটি বিশেষ ধরনের এইএচটিএমএল কোড যা Non Visible বর্ন (যেমন স্পেস) বিশেষ চিহ্ন যেমন- £ বা অতিরিক্ত কোন স্পেস ওয়েব পেইজে প্রদর্শনের প্রয়োজন হয়। অথবা কখনও প্রয়োজন হলো <b>Bold</b> এভাবেই ওয়েব পেইজ এ দেখাতে চান। কিন্তু ট্যাগ তো আর দেখা যায় না ব্রাউজারে। বিস্তারিত জানতে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন। শেষাংশে সহজ পদ্ধতি দেখা হয়েছে।
কোর্স টি শুরু থেকে শুরু করতে- https://www.youtube.com/watch?v=qkeaa7tSU9U
ফেইসবুক গ্রুপে সমাধান পেতে- https://www.facebook.com/groups/ICTonlineSchool/
ওয়েব ডিজাইন সংক্রান্ত অতিরিক্ত কিছু বিষয়ে জানতে দেখে নিতে পারেন-
ওয়েব ডেভেলপমেন্ট বলতে কী বোঝায়?
ওয়েব ডেভেলপমেন্ট বলতে বোঝায় ওয়েব সাইটের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা। লগিন সিস্টেম, নিউজ লেটার, সাইন আপ, পেজিনেশন, তথ্য খোঁজা, টিউন শেয়ার, ফাইল আপলোড করে ডেটাবেইজ এ সেইভ করা, ইমেজ ম্যানিপুলেশন এবং বিজ্ঞাপন ব্যবস্থাপনা, টিউমেন্ট দেয়া, ই-মেইল সাবস্ক্রিপশন ইত্যাদি সুবিধা সম্বলিত ডায়নামিক ওয়েব সাইট তৈরি করাকে ওয়েব ডেভেলপমেন্ট বলে।
ওয়েব সাইটের যে চারটি মূলনীতির উপর ওয়েব সাইটের সফলতা নির্ভর করে?
১. যৌক্তিকতা ২. সহজবোধ্যতা ৩. কম্প্যাটিবল ৪. এক্সিসেবল
http -এর কাজ কী?
১. সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগ প্রতিষ্ঠা। ২. ব্রাউজারের যে কোন অনুরোধ সার্ভারে পৌঁছে দেয়া। ৩. সার্ভারের Response ((page/graphic) কে ব্রাউজারে নিয়ে আসা। ৪. ব্রাউজার এবং সার্ভারের সংযোগ বিছিন্ন এর মাধ্যমে Transaction শেষ করা।
আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
EK KOTHAY OSHADHARON