যারা নতুন HTML শিখছেন, ইচ্ছে করে ইমেজ স্লাইডার বানাতে এজন্য পদ্ধতিগুলো আপাতত মাথায় ঢুকছেনা। শুধু HTML দিয়েই কিভাবে একটি ওয়েব সাইটের প্রফেশনাল লুক দেয়া যায় এই সিরিজ পর্বের শেষে থাকবে। মাত্র একটি ট্যাগ দিয়েই স্লাইডারের মত ছবিগুলোকে অ্যানিমেটেড করা যাবে। যদিও শুধু এইচটি এম এল শিখতে উৎসাহিত করছিনা। ভাল ওয়েব ডিজাইনারকে/ডেভলপারকে HTML, CSS, Java Script, php, MySQL,CMS সহ বিভিন্ন ফ্রেম ওয়ার্ক নিয়ে কাজ করতে হবে। কিভাবে এইচটিএম এল দিয়ে কিছু ছবি কে স্লাইডারের মত ইফেক্ট দেবেন বিস্তারিত জানতে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন-
কোর্স টি শুরু থেকে শুরু করতে- https://www.youtube.com/watch?v=qkeaa7tSU9U
ফেইসবুক গ্রুপে সমাধান পেতে- https://www.facebook.com/groups/ICTonlineSchool/
জানার জন্য পড়তে পারেন- সূত্র টেকনোলজি বেসিক
আইবিএম কম্প্যাটিবল মানে হল আইবিএম কোম্পানির তৈরী অপারেটিং সিস্টেমে চালানোর উপযুক্ত এমন ডিভাইস।
কম্পিউটারের প্রাথমিক দিনগুলোতে অ্যাপেল আর আইবিএম এই দুই কোম্পানি ছিল অপারেটিং সিস্টেমসহ কম্পিউটার তৈরীর মূল পথিকৃৎ। অ্যাপেল তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমের দিয়ে তাদের বানানো কম্পিউটার চালাতো। আর আইবিএম তাদের পিসি-ডস অপারেটিং সিস্টেমের আদলে কম্পিউটার বানাতো। পরে আস্তে আস্তে কম্পিউটারের চাহিদা এত বেড়ে যায় যে আইবিএম-এর পক্ষে নিজে এত কম্পিউটার বানানো সম্ভব হলনা। তখন শুরু হল পিসি-ক্লোনিং। অন্য অনেক কোম্পানি আইবিএম এর অপারেটিং সিস্টেমের সাথে কাজ করতে সক্ষম এমন যন্ত্রাংশ তৈরী করতে লাগলো। সেক্ষেত্রে "আইবিএম কম্প্যাটিবল" শব্দটি সাহায্যে ডিভাইসগুলোর উপযোগীতা প্রকাশ করা হত।
১৯৯৫ সালে মাইক্রোসফটের উইন্ডোজ ৯৫ আসার পর আইবিএম-এর ব্যাবসা আরেকবার উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। ২০০৫ সালের পর আইবিএম-এর পিসি উৎপাদন বন্ধ হয়ে যায়। এখন "আইবিএম কম্প্যাটিবল" এর বদলে "উইন্ডোজ কম্প্যাটিবল" কথাটি ব্যবহৃত হয়।
আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice article writing . hope you are also enjoying it
=========================================
https://www.youtube.com/watch?v=b72ycQO6hik