ওয়েব সাইটের চলমান লেখাগুলো কিভাবে নিয়ন্ত্রন করবেন? (খুঁটি নাটি) বিস্তারিত জানতে চাইলে-

শেয়ার মার্কেট, টেলিভিশন কিংবা অনলাইন পত্রিকার, সর্বশেষ তথ্য কিংবা গুরত্ব পূর্ণ বিষয় যেভাবে দেখানো হয় সেটিই স্ক্রলিং। এভাবে আমরা এক বা একাধিক ছবি সংযোজন করে ভিজিটরদের আকর্ষন বাড়াতে পারি।

 

এটি নিয়ে বিস্তারিত জানতে হলে টিউটোরিয়ালটি দেখুন-

 

চ্যানেল - https://www.youtube.com/channel/UCF55vj9SIJtp1KZ2RbfN1Eg

কোর্সটি শুরু থেকে শুরু করতে - https://www.youtube.com/watch?v=qkeaa7tSU9U&index=1&list=PLVRUTBYrm0aRmNDTBMOIDLoPBL-picl2U

জেনে নিতে পারেন (সূত্র: টেকনোলিজি বেসিকি)

Avater কী?

সাধারণভাবে বলতে গেলে বলা যায় আভাটার হল একজন ব্যক্তির অথবা চিন্তার মূর্ত প্রকাশ। আর কম্পিউটারের বিশ্বে আভাটার মানে অনলাইনে থাকা ব্যবহারকারীর উপস্থিতি নির্দেশ করে। এটা মাল্টিপ্লেয়ার গেম, অনলাইন কমিউনিটি এবং ওয়েব ফোরামে অনেক ব্যবহৃত থাকে।

অনলাইন মাল্টিপ্লেয়িং গেমগুলোতে ইউজার নিজের ইচ্ছামত চরিত্র তৈরি করতে পারে। আর এই চরিত্রগুলোই গেমারের আভাটার সরবরাহ করে। ধরা যাক, কোন একটি গেমে গেমার একটি আভাটার সেট করল। গেমার তার খেলায় ভাল করল, ফলে গেম খেলার উপযোগী আরো উপকরণ তার প্রোফাইলে যোগ হল ফলে আভাটার ঐ গেমে অতিরিক্ত সময় জুড়ে টিকে থাকতে পারে।

ওয়েবফোরামগুলোতেও আভাটার ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়। ফোরামগুলোতে আলোচনা করার জন্য ভিজিটরকে রেজিস্ট্রেশন করতে হয়। ফলে ভিজিটরের কিছু তথ্য ও ছবি জমা দিতে হয়। আর এই ছবিটিই হল আভাটার যা ঐ ভিজিটরের মূর্ত রূপ তুলে ধরে।

 

Bandwidth(ব্যান্ডউইথ) -বলতে  একটি নেটওয়ার্ক বা মডেম কানেকশনের মধ্য দিয়ে কি পরিমাণ ডাটা প্রেরিত হচ্ছে তা বোঝায়। এটি সাধারণত "বিটস পার সেকেন্ড" বা  bps দ্বারা পরিমাপ করা হয়। ব্যান্ডউইথকে একটি হাইওয়ের মধ্য দিয়ে কার ...চলাচল দ্বারা তুলনা করলে ব্যাপারটি সহজে বোঝা যায়। এখানে হাইওয়ে হচ্ছে নেটওয়ার্ক আর কার হচ্ছে প্রেরণকৃত ডাটা। হাইওয়ে যত বেশি প্রশস্থ তত বেশি কার একসাথে চলাচল করতে পারে। তার মানে তত বেশি কার একসাথে নিজের গন্তব্যে পৌছাঁতে পারে। একই নিয়ম কম্পিউটার ডাটার ক্ষেত্রে প্রযোজ্য। যত বেশি ব্যান্ডউইথ বেশি ডাটা বা তথ্য একসাথে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেরণ করা যায়।

 

Level 0

আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস