সহজে শিখুন এইচটিএমএল (পর্ব ৩)

HTML ইলিমেন্ট

HTML এ যেকোন শুরু ও শেষ ট্যাগ এবং মাঝের অংশকে ইলিমেন্ট বলা হয়। যেমন <h1> This is an example of element.</h1>। এখানে <h1> হেডার1 শুরু এবং </h1> হেডার1 শেষ ট্যাগের মাঝে This is an example of element. লেখা হয়েছে, তাই <h1> This is an example of element.</h1> একটি ইলিমেন্ট। কিছু কিছু ট্যাগের কোন ইলিমেন্ট থাকে না যেমন <br />,<img /> ইত্যাদি।

শরু ট্যাগ

ইলিমেন্ট কনটেন্ট

শেষ ট্যাগ

<h1>

This is an element.

</h1>

<p>

This is paragraph.

</p>

<br />

<img />

সাধারণতঃ যে সকল ট্যাগের শেষ ট্যাগ থাকে না তাদের ইলিমেন্টও থাকে না। এ ধরণের শুরু ট্যাগের মধ্যেই / চিহ্নটি অন্তর্ভূক্ত থাকে, এবং এর আগে একটা স্পেস দিতে হয়।

HTML এট্রিবিউটস্

HTML এ এট্রিবিউটস ইলিমেন্ট এর আনুসাঙ্গিক তথ্য প্রকাশ করে। মূলত HTML এ ট্যাগের কার্যক্ষমতাকে বর্ধিত করার জন্য এট্রিবিউটস ব্যবহার করা হয়। যেমন <font size="5" face="Tahoma" color="red"> This is a paragraph.</font>  এখানে size="5"  অংশটি হল font ট্যাগের একটি এট্রিবিউট, যা প্রকাশ করছে ইলিমেন্ট অর্থাৎ This is a paragraph. লেখাটির সাইজ কেমন হবে। এছাড়া face="Tahoma"  প্রকাশ করছে লেখাটির font হবে Tahoma এবং color="red" দ্বারা প্রকাশ করছে লেখাটির রং হবে লাল।

কিছু  HTML এট্রিবিউটস্

ট্যাগ

এট্রিবিউটস্ 

<font>

size="5" face="Tahoma" color="red"

<h1>….<h6> <p>

align="center" align="left" align="right" title="Bangladesh"

<body>

bgcolor="green" background="../images/ele.png"

<div>

id="book" align="center"

<img> <table>

height="100px" width="50px"  border="5px"

<input />

type="text" name="TextField"

উদাহরণ প্রোগ্রামঃ

<html>
<head>
<title>This is a paragraph</title>
</head>
<body bgcolor=" green">
<font size="5" face="Tahoma" color="red"> This is a paragraph </font>
<strong></body>
</html>

একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করুন।

Level 0

আমি Subrata deb nath। Full Stack Web Developer, Sbtechbd Technology, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ফেইসবুক আইডি টা দেওয়া যাবে ??
কিছু কথা ছিলো

আমি html এক্সপার্টদের কাছে একটা বিষয় সিখতে চাই। যে বিষয়ে আমি টেকটিউনস এ কোন টিউনস দেখি নাই।
যদি যারা জানেন তারা আমার প্রশ্ন হাস্যকর বাবে না দেখে। টিউনস করে অথবা টিউমেন্ট করে আমাকে এবং আমার মত যারা জানে না তাঁদের কে সেখার একটু সুযোগ করে দিবেন।
আমি বলতে বা জানতে চাচ্চি এ তাই যে কোন বেক্তি গত ব্লগ বা ওয়েব সাইটে বিবিন্ন পণ্যর অ্যাড গুল কি বাবে দেয়??

google adsense