ধারাবাহিক HTML Learning ১ম পর্ব

অনেক দিন ধরেই ভাবছি HTML ধারাবাহিকভাবে শেখানোর।,সময় হয়ে ওঠে না তাই আজকে হঠাৎ করেই শুরু করে দিলাম

আজকে ১ম পর্বে HTML সম্পর্কে ধরনা দিলাম।

পরবর্তী পর্বে(যদি আপনাদের উৎসাহ পাই) আমরা কোন সফটওয়্যার দিয়ে কাজ শিখবো,HTML Structure,Tag,Attribute ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করবো এবং এর পরেই আমরা HTML শুরু করবো।

HTML অর্থ হচ্ছে Hyper Text Markup Language অর্থাৎ  HTML হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আরও সহজে বলা যায়,সাধারনত Microsoft Word বা Word pad বা Note Pad ইত্যাদি Text এডিটর দিয়ে ডকুমেন্ট লিখে ইমেজ ইত্যাদি সংযোজন করা যায়।কিন্তু এদের দ্বারা তৈরী  কোন ডকুমেন্ট ওয়েবে পাঠানো বা পাবলিশ করার উপযোগী নয় সুতরাং Text ডকুমেন্টকে রুপান্তর করে ওয়েবে উপযোগী করার জন্য একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ দরকার পড়ে।HTMLহচ্ছে সেই ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ।এটি ভিজুয়াল বেসিক বা C++  এর মত কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়।এটি এক ধরনের Script ল্যাঙ্গুয়েজ।এটি প্রোগ্রামিং থেকে অনেক সহজ।HTML · সরাসরি ইমেজ,অডিও,ভিডিও বা এনিমেশন সংযোজন না করে একটি লিংক তৈরী করা হয়।ইদানিং যে কোন টেক্সট এডিটর, এমনকি Photoshop এর মত সফটওয়্যার থেকেও ডকুমেন্ট সরাসরি HTML এ রুপান্তরের ব্যবস্থা রয়েছে।টেক্সট ডকুমেন্ট থেকে  HTML ডকুমেন্ট অবিশ্বাস্য রকমের ছোট হয়।যার কারনে Net এর ভিতর দিয়ে তথ্য অতি দ্রুত সহজে প্রেরন করা সম্ভব।সুতরাং HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং ছোট ও সহজে হবার কারনে যে কেউ শিখতে পারে। এটা শেখার জন্য কোন Programming জ্ঞানন এর দদরকার নেই,HTML লেখা হয় Tag ব্যবহার করে,খুব অল্প সংখ্যক Tag স্মরন রেখেও যে কেউ HTML ব্যবহার করে ওয়েবপেজ তৈরী করতে পারে।অতি দ্রুত আমরা ওয়েবপেজ তৈরী করবো।

আরো অনেক কিছু লেখার ইচ্ছা ছিল কিন্তু কম্পিউটার না থাকায় এন্ড্রয়েড ফোন দিয়ে বেশি কিছু লিখতে পারলাম না।

 ফেসবুকে আমি....

Level 0

আমি মোঃ সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস