ইফতারের জন্য কাউন্টডাউন ঘড়ি v2.0

 

ইফতারের জন্য কাউন্টডাউন ঘড়ি v2.0

আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আশা করি সবাই ভালোই আছেন। অনেকে মনে করছেন আমি এই টিউন আগেও করেছি। কারণ আগের টিউনে যেই ঘড়ি দিয়েছিলাম সেখানে শুধু ঢাকার কাউন্টডাউন-ই দেখা যেত। কিন্তু নতুন কাউন্টডাউন v2.0 -এর সাহায্যে ঢাকা সহ মোট ৬ টি জেলার কাউন্টডাউন দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড অ্যাপটি যাদের কাছে আছে তারা এই নতুন লিঙ্ক এ গিয়ে আপডেট করে নিন।

পবিত্র রমজান উপলক্ষে আমি আপনাদের একটি কাউন্টডাউন ঘড়ি দিলাম। এর সাহায্যে আপনারা ঢাকার ইফতারের সময় Countdown - এ দেখতে পারবেন। এবং এই কাউন্টডাউন ঘড়ি দেখতে কোনো ফ্ল্যাশ প্লেয়ারের বা কোনো প্লাগইনস - এর প্রয়োজন নেই। সরাসরি যে কোনো ব্রাউজার দিয়ে দেখতে পারবেন।

 

আপনারা চাইলে ওয়েব সাইট থেকে দেখতে পারেন। আবার অ্যান্ড্রয়েড অ্যাপ ও ডাউনলোড করে নিতে পারেন।

ওয়েব সাইট - এর সাইজ মাত্র => 96 kB

অ্যান্ড্রয়েড অ্যাপ - এর সাইজ মাত্র => 691 kB

যদি ওপরের ওয়েবসাইটের লিঙ্ক কাজ না করে তাহলে এই লিঙ্ক এ যান --> ওয়েব সাইট - ২

সুতরাং খুব সহজেই এবং কম ইন্টারনেট ডাটা ব্যবহার করে ইফতারের সময় জেনে নিতে পারবেন।

আমার ওয়েবসাইট আপনাদের কোনো কাজে আসলে আমার এই টিউনটি সার্থক। টিউনটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

আজ এই পর্যন্তই আবার নতুন একটি টিউন নিয়ে ফিরে আসব। লিখায় কোনো ভুল থাকলে ক্ষমা করে দিয়েন।

সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।

আমার ওয়েবসাইট : http://faisal-ahmed.16mb.com «< - এখানে নানা রকম প্রয়োজনীয় টুলস এবং কিছু পেইড অ্যান্ড্রয়েড অ্যাপস পাবেন।

আমার ফেসবুক আইডি

 

 

 

 

 

Level 0

আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের দিবে।।

countdown korle khudha bere jay .somoy hole ajan emnei dibe :p dhonnobad share korar korar jonno

    আপনাকেও ধন্যবাদ । আপনার কথাও ঠিক, কিন্তু অনেকে যখন বাহিরে থাকে বা ইফতারের সময় জানেনা তখন এটা কাজে দেবে – শ্রাবণের মেঘ