এইচটি এম এল শুরু করার আগে যা করনিয়…………..

এইচটিএমএল কি?
এইচটিএমএল ওয়েব পেজ বর্ণনার জন্য একটি Hypertext Mark Up Language । এটি কোন প্রোগ্রামিং Language নয় । Mark Up Language হচ্ছে Mark Up Tag এর একটি সংকলন । এইচটিএমএল ওয়েব পেজ বর্ণনা করতে Mark Up Tag ব্যবহার করা হয় ।
   ট্যাগ কি?
এইচটিএমএল মার্কআপ ট্যাগকে সাধারণত HTML ট্যাগ বা শুধু ট্যাগ বলা হয় । এইচটিএমএল ট্যাগ সাধারণত লেখা হয় <html> </html> এভাবে ।
কোন একটি ট্যাগ শুরু হয় “< >” দিয়ে এবং শেষ হয়  “</ >” দিয়ে ।
যেমন : বডি ট্যাগ শুর হবে এভাবে : <body>
বডি ট্যাগ শেষ হবে এভাবে : </body>
আমরা যে ট্যাগ শুরু করবো তা শেষ করতে হবে । যেমন Imran যদি ট্যাগ হয় তাহলে লিখতে হবে <Imran> </Imran>  । ট্যাগ গুলো ছোট বা বড় হাতে লেখা যাবে । আমি ছোট হাতে লিখতেই বেশি পছন্দ করি ।
ছোট একটি কোড লিখে ফেলি :
<html>
<head>
<title>HTML</title>
</head>
<body>
<h1>Heading</h1>
<p>Paragraph</p>
</body>
</html>
<html> এবং </ html> এর মধ্যে সম্পুর্ন html কোড লিখতে হয় । <body> এবং </ body> এর মধ্যে যা লিখবো তা ওয়েব পেজে দেখা যাবে ।এইচটি এম এল শুরু করার আগে আপনার যা যেনে নেওয়া উচিথ…..

 এইচটিএমএল শুরু , এইচটিএমএল প্রাথমিক ধারনা
এইচটিএমএল এলিমেন্ট , এইচটিএমএল এট্রিবিউট
এইচটিএমএল হেডিং ,এইচটিএমএল প্যারাগ্রাফ
এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং , এইচটিএমএল স্টাইলস
এইচটিএমএল লিংক ,এইচটিএমএল ইমেজ
এইচটিএমএল টেবিল , এইচটিএমএল লিস্ট
এইচটিএমএল ফরম & ইনপুট
এইচটিএমএল কালার
অন্যান্য
যা যা লাগবে এই কোর্সে :
১ । এইচটিএমএল এডিটর ।
২ । ওয়েব ব্রাউজার ।
এইচটিএমএল এডিটর :
এডিটর হিসাবে আপনি যেকোন টেকস্ট এডিটর ব্যাবহার করতে পারেন । আমি লিনাক্সে আপটানা স্টুডিও ব্যাবহার করি । বেশির ভাগ উইন্ডোজ ব্যবহারকারী নোটপ্যাড++ ব্যাবহার করে । যাহোক পছন্দমত একটি এডিটর ব্যাবহার করবেন ।

যদি কোন ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন । আপনাদের সাড়া পেলে কিছুদিন এর ভিতর আরো HTML নিয়ে টিউন করবো ।

আমার একটা ছোট ব্লগ আছে । আশা করি সবাই একবার ঘুরে আসবেন , আমার ব্লগ এ ।

আর আমার Blog এ post করার দাওয়াত থাকলো ।


একই সাথে Techgolpo.com এ প্রকাশীত ।

Level 0

আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Blogger.com এ পোস্ট করব html কোড যা কোড আকারে শো করবে। কিন্তু পারছি না। প্লিজ হেল্প করুন।